বুড়ির মুরগি পোষা

বুড়ির মুরগি পোষা

এক পাড়ায় এক থুবড়ি বুড়ি বাস করত। সংসার চালানোর জন্য সে অনেক গুলো মুরগি পুষেছিল। মুরগিগুলো যে কয়েকটা ডিম পাড়ত সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই দিয়েই মোটামুটি সে সংসার চালিয়ে নিত। মুরগিগুলোর মধ্যে একটা ছিল তার বড়ো আদরের। রোজ সকালেই সেই মুরগিটি একটি করে বড়ো ডিম দিত। তাই বুড়ি অন্যান্য মুরগির চাইতে বেশি আদরযত্ন করত। একটু বেশি করে দানাও দিত।
একদিন বুড়ি চিন্তা করল আমার আদরের মুরগিটিকে আমি যে দানা খেতে দি তাতেই যদি সে রোজ একটা করে ডিম দেয়, ওর খাবার দানা দিগুন করে দিলে ও নিশ্চয়ই দুটো করে ডিম দেবে, আর আমারও বেশি টাকা ঘরে আসবে। এই ভাবে সেদিন থেকে বুড়ি মুরগিটির খাওয়ার মাত্রা দিগুন করে দিল।

তাতে মুরগিটি বেশি খাবার খেয়ে খেয়ে প্রথম তিনদিন আগেকার মতো করে ডিম দিল কিন্তু চতুর্থ দিন আর ডিম দিল না। আবার পঞ্চম দিন, সপ্তম দিন, নবম দিন ডিম দিল। শেষমেশ মুরগিটি তিন- চারদিন অন্তর অন্তর একটি করে ডিম দিতে লাগল। অবশেষে একেবারেই ডিম দেওয়া বন্ধ করে দিল। ডিম বন্ধ হতেই বুড়ির চক্ষু চড়কগাছ। বুড়ি নিজের কপাল চাপরে হায় হায় করতে লাগল আর বার বার বলতে লাগল- আমি বুদ্ধির দোষে লোভ করতে গিয়ে সব হারালাম।

নীতি:- অতি লোভের ফল খারাপ হয়।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত