সুন্দর একটি জীবনকে সুনামির মত ধ্বংস করে দেয়

সুন্দর একটি জীবনকে সুনামির মত ধ্বংস করে দেয়

একটি সচেতনতা মূলকপোষ্ট ।শেয়ার করে অন্যকেসচেতন করা আপনার দায়িত্ব ।.

মিতু ইউনিভার্সিটিরহল থেকে বেরহওয়ার সময় হলের গেইটের। পাশের দেয়ালে “শিক্ষিকা চাই” নামে একটা পোস্টার দেখতে পেল।.{{“ইংলিশ মিডিয়ামস্কুলের ২য় শ্রেণির ছাত্রকে পড়াতে হবে,ঢাকা বিশ্ববিদ্যালয়েরকিংবা বুয়েটেরযে কোনডিপার্টমেন্টের ছাত্রী আবশ্যক”}}মিতুর একটা টিউশনি খুবই প্রয়োজন।অসুস্থমায়ের চিকিৎসা আরছোট ভাইয়ের পড়াশোনা চালিয়ে নেয়ার জন্য এইমূহূর্তে একটা টিউশনি তারজরুরি দরকার।তাই পোস্টারে প্রদত্ত ফোন। নাম্বারটিতে সে যোগাযোগ করলো ,মোটামুটি সবকিছুই নির্ধারন। করে দেয়া হল….সপ্তাহে ৩ দিনপড়াতে হবে।মাসে ৫০০০ টাকা।.

মিতু অনেক খুশি হয়ে গেল , এই ৫০০০ টাকা দিয়ে এখনসে তার মা-ভাইয়ের জন্য অনেক কিছুই করতে পারবে।তো নির্ধারিত দিনেই মিতু তার ছাত্রের বাসায় গিয়ে উপস্থিত হলো।কলিং বেলচাপার পর কেউ একজন দরজা খুলে দিল,সে ঘরে ঢোকার পর এমন কিছুঘটলো যার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না।দু-তিনজন লোকআগে থেকেইমিতুকে দেখতে পেয়েছিল।সে বাসায় ছিল দরজা দিয়ে প্রবেশের সাথে সাথেই তার উপর পশুর মতঝাপিয়ে পড়ে সেইলোক গুলো, কয়েকঘন্টা পাশবিক। নির্যাতনের পর। জীবননাশের ভয় দেখিয়ে তারা বাসা থেকে মিতুকে বের করে দেয়।তবে ঘটনা এখানেই শেষ নয়।কারন এরপর শুরু ভিডিওটেপ করা সেইদৃশ্য,যা দিয়ে তাকে ব্লাকমেইল করে।ফলাফল আত্মহত্তা………আপনাদের সবারি জানা টিউশনিরনামকরে এমনঘটনা আমাদেরচার পাশে হরহামেশাই ঘটছে।

কয়েকটা নির্দিষ্ট গ্রুপআছে যারা এইসব অপকর্ম করে বেড়াচ্ছে,কিন্তু এরা ধরা ছোয়ার বাইরে। তাই নিজেদের সচেতন হতে হবে,একা একা অপরিচিত জায়গায় টিউশনিতে গেলে অবশ্যই সাথে কাউকে নিয়ে যাওয়া উচিত।আরও একটা বিষয়,ক্লাশ”টু” এরবাচ্চা পড়াতে ঢাবি,বুয়েটের স্টুডেন্ট কেন লাগবে? তাও আবারতাও আবার ছাত্রী আবশ্যক!!!সময়ের তুলনায় টাকার পরিমাণকি একটু বেশি?ইত্যাদি বিষয়ে খুব ভালোভাবে পর্যবেক্ষন করে টিউশনিতে যাওয়া উচিত।.মনে রাখবেন,ছোট্ট একটি বাজে ঘটনা সাজানো গুছানো সুন্দরএকটি জীবনকে সুনামির মত ধ্বংস করে দেয়………..(সত্য ঘটনা অবলম্বনে)

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত