আল্লাহ্‌র পথে যাত্রা শুরু

আল্লাহ্‌র পথে যাত্রা শুরু

.সেরেজাবাদ রানা সফিউল্লাহ কলেজের পাশে একটি বড় মাদ্রাসা রয়েছে। সেখানে ছোট বড় অসংখ্য ছেলেরাই মহান আল্লাহকে পাওয়ার এবং দ্বীনী পথে চলার আকাঙ্খা নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তাদের মনে প্রানে একটাই চিন্তা চেতনা তারা যেন তাদের এই পরিশ্রম যেনো বিনষ্ট হতে না পারে। তাদের আচার-ব্যাবহারে মানুষ যেনো কোমলমতি শিশুদের মতো এক দৃষ্টিতে তাকিয়েই থাকে। ছোটকে স্নেহ আর বড় কে সম্মানের সহিত কথা বলে। তাদের চলা ফেরাতে ও কোন প্রকার ত্রুটিত নেই। অপর দিকে সেরাজাবাদ রানা সফিউল্লাহ কলেজেপড়া কিছু ছেলেপুলে মাদ্রাসার পাশে নিত্যনতুন দিনে আড্ডা থেকে শুরু করে তাদের গার্লফ্রেন্ডকে নিয়েও একজাতীয় লালশার আলোচনা করে থাকে। তেমনি ভাবে কলেজ টিফিন সময়ে পালিয়ে মানবিক শাখার একটি ছেলে সিথীল দেওয়ান নামের সে ও একদিন তার গার্লফ্রেন্ড এর হাত ধরে মাদ্রাসার পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে চলা নিস্তব্ধতায় ঘেঁরা মেঠুপথে হেটে চলেছে। ঠিক ঐ সময় অপর প্রান্তর থেকে এগিয়ে আসছে একজোট কালো লম্বা দাড়ি আর গায়ে লম্বা সাদা পাঞ্জাবি এবং মাথায় টুপি। এমতো অবস্থায় গার্লফ্রেন্ড এর হাত ধরা আবেগ প্রবন ছেলেটি মেয়েটির হাত ছেড়ে মাথা নিচু করে লম্বা পাঞ্জাবি পড়া লোকটিকে পাশ কাটিয়ে একটু সামনে যেতেই তার মনের কোনে চিন্তাজগত সৃষ্টি হলো। আসলে আমি কি করে চলেছে রাস্তাঘাটে(মনে মনে চিন্তা করে) এবং তার মনকে ও সে প্রশ্ন করে বসলো আসলে এটা কি ঠিক কি না…
.
.হঠ্যাৎ তার প্রিয়তমার হাতের ধাক্কার ছোয়া পেয়ে স্বপ্নজাল ভেধ করে ফিরে আসে বাস্তব জগতে। আর কিছু না ভেবে তার এই মায়াবি প্রিয়তমাকে একটা রিক্সা ডেকে পাঠিয়ে দিয়ে এক অপলোক চাতক পাখির মতো এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মনে মনে চিন্তা করছে এই জনমে তোমার সাথে হয়তো আর দেখা না ও হতে পারে। তবে দেখা হবে হয়তো হাশরের ময়দানে। মুখ ফিরিয়ে চলে এলেন তার নিদিষ্ট স্থানে (বাসায়)।
.
.পরের দিন কলেজে গিয়ে ঠিক আগের জায়গায় বন্দুদের সাথে আড্ডায় লিপ্ত হয়ে আছে। এমতো অবস্থায় দেখে গতকালের লম্বা পাঞ্জাবি পড়া লোকটি তাকে ডেকে বসলেন….
-আসসালামু ওয়ালাইকুম ভাইয়া একটু এদিকে আসবেন? (লম্বা পাঞ্জাবি পড়া লোকটি যদিও তার অনেক বড়ো ছিলো)
-জ্বী আমাকে ডাকছেন?(সিথীল)
-হুম আপনাকেই।
লম্বা পাঞ্জাবি পড়া লোকটি তার পাশে অতিআদরের সহিত বসালেন। পরে বললেন….
কালকে দেখলাম তোমার মতো একটি ছেলে রাস্তায় একটি মেয়ের হাত ধরে হেটে চলেছে(যদিও সে জানতো এই সেই ছেলে) এমন কাজ কর্মের জন্য হয়তো তার জীবনে পাহাড় সমান গুনাহ্ লেখা হয়েছে। জানি নাহ্ এই গুনাহ্ আল্লাহ্ পাক ক্ষমা করবেন কি না আমার জানা নেই। তবে এমন কাজ কর্ম দেখে পাশের বন্দু গুলোও খারাপ পথের যাত্রা শুরু করে দিয়ে থাকে। আখিরাতে এই সামান্য একটু খারাপ কর্মের জন্য তাকে হাজার হাজার বছর জাহান্নাম এর প্রখর আগুনে জ্বলতে হবে। ভাই তোমার দেখা আশে-পাশের বন্দুদেরকে ও একটু বুঝাইয়ো, হয়তো তোমার এটুকু পরিশ্রম এর জন্য তোমার পাহাড় সমান গুনাহ আল্লাহতালা মাফ করে দিতে পারেন।
.
কলেজ ছুটির ঘন্টা পড়েছে। সিথীল আজ আনমনা হয়ে রাস্তার এক পাশ দিয়ে একা একা হেটে চলেছে আর মনে মনে চিন্তা করছে কালকে লোকটি তো আর কেউ ছিলো নাহ্, সেখানে ছিলাম আমি। আর এই সামান্য কিঞ্চিত পরিমান অপকর্মের জন্য জাহান্নামে জ্বলতে হবে হাজার হাজার বছর। ঠিক ঐ সময় রাস্তা ক্রসিং করার সময় পিছন থেকে একটি ট্রাক এসে সজোরে ধাক্কা মেরে চলে যায়। হুমড়ি খেয়ে পড়ে আছে সিথীল নামের ছেলেটি। রাস্তার পাশে দিন মজুরের লোক গুলো এসে তাকে ধরাধরি করে নিয়ে গেলো মুন্সিগঞ্জ সদর হসপিটালে। তার অবস্থা দেখে ডাক্তারগন পরামর্শ করলো তাকে জরুরি চিকিৎসা করতে হবে। তা না হলে তাকে বাঁচানো হয়তো অসম্ভব হয়ে পড়বে। তাই আর দেরি না করে অপারেশন থিয়েটারে নিয়ে তার চিকিৎসা শুরু করলো। অপর দিকে তার বাবা-মা এর একমাত্র ছেলের এই ঘটনা শুনে পাগলের মতো ছুঁটে এলেন। তাদের ছেলের এমন অবস্থা দেখে যেনো পাগলের মতো ব্যাবহার শুরু করলো হসপিটালের কর্মিদের সাথে। আর হবেই না কেনো তাদের বিয়ের প্রায় পাঁচ বছর পরে ফুটফুটে একটি পুত্র সন্তান লাভ করে।
.
অপারেশন থিয়েটার থেকে তাকে বাহির করা হলো। ডাক্তাররা তার বাবা-মাকে বলছে তাদের ছেলের জ্ঞান ফিরবে ২৪ ঘন্টার মধ্যে। অজ্ঞান সিথীলের বাবা মায়ের এখন একটাই চাওয়া আল্লাহ্ তুমি আমার সন্তানকে আমাদের কোলে ফিরিয়ে দাও।
.
হসপিটালের পাশের কোন এক মসজিদ থেকে ভেসে আসছে মুয়াজ্জিনের মিষ্টি কন্ঠে আল্লাহর তা আলার জ্বয়দ্ধনি। এদিকে ছেলের চিন্তায় সিথীলের বাবা-মা মুয়াজ্জিন এর আযান শুনে ওযু করে সালাত আদায় করে। এবং ছেলের জ্ঞান ফেরার তীব্র ভাষনা আল্লাহর কাছে প্রকাশ করে। এবং আল্লাহ ও তাদের কথা শুনেন। অতঃপর ফিরে আসলো তাদের ছেলের জ্ঞান….!!!
.
সিথীল এখন তার বাবা-মাকে তার পাশে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। এবং তার এমন মারাত্বক ঘটনার পরেও যে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন তার জন্য মহান আল্লাহ্ পাকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।
কিছুদিন অসুস্থ শরীর নিয়ে হসপিটালে থাকার পরে চলে গেলো বাসায়।
.
এখন সে অনেকটা সুস্থতা অনুভব করছে। একা একা বাসার বসে ঐ লম্বা পাঞ্জাবি পড়া লোকটার কথা ভেবে ভেবে যেনো তার সময় কাটছে। মনের মধ্যে হাজারো অপকর্মের কথা আজ মনে পড়ছে তার। যেনেও না জানার ভান করে কতোই না খারাপ কাজে লিপ্ত হয়েছি এমন চিন্তা ভাবনা তার মাথা থেকে যেনো দূর করতেই পারছে না। চিন্তা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছে তার কোন টেরই পেলো না।
.
অতঃপরে মুয়াজ্জিন এর আযান শুনে শীতের কম্বলকে জাটকা মেরে ফেলে দিয়ে তার বাবা-মাকে নামাজের জন্য ডেকে তুলে ওযু করে নামাজের উদ্দেশ্যে রওনা দিলো মসজিদের দিকে।
জামাতের সহিত সালাত আদায় করে মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন আর কান্না করেন আল্লাহ তুমি আমার পিছনের গুনাহ্ মাফ করে দাও। জেনে না জেনে, ইচ্ছায় অইচ্ছায় অনেক গুনাহ করেছি তুমি মাফ করে দাও। প্রার্থনা শেষ করে বাসায় গিয়ে তার বাবা-মাকে জিগ্গেস করলো সালাত আদায় করেছে কি নাহ্। সিথীলের বাবা-মা তার এমন পরিবর্তন দেখে তারাও আনন্দিত।
.
সিথীল এখন পাঁচ ওয়াক্ত জামাতের সাথে সালাত আদায় করে। এবং তার আশে-পাশের বন্দুদেরকে ও নামাজের জন্য তাগিত দিয়ে থাকে। সবার সাথে আচার-ব্যাবহার সুন্দর ভাবে করে থাকে। তার এমন পরিবর্তন দেখে তার এলাকার এবং আশে-পাশের বন্দুরাও আল্লাহর নির্দেশিত পথে চলতে শুরু করেছে। আর হ্যা এখন তার বাবা-মায়ের চেয়ে গার্লফ্রেন্ড বড় নয় জেনে এখন সে চায়না কোন সুন্দরি ললনার প্রেমে পড়ে বাবা-মাকে ভুলে যাই।
এখন সে তার বাবা-মাকে নিয়েই দিব্বি সুখে আছে।
যদিও লেখাটি কাল্পনিক থেকে নেওয়া। তার পরেও আমরা যদি সিথীলের মতো করে বাবা-মাকে ভালোবাসতে পারি তাহলে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত