চার আনার রাজা

চার আনার রাজা

একদা মাঠের কিছু রাখাল ছেলে গোপাল ভাড়কে পেয়ে – ভীষণ কাতর ভাবে বলল -” ভাড় মহাশয় –
আমাদেরকে একটা রাজার গল্প শুনাতে হবে।
নাহলে আপনাকে যেতে দেবো না।
বাচ্চারা খুব নাছোড়বান্দা।
ভাড় মহাশয় ওদেরকে বললেন ” শুনাতে পারি তবে টাকা লাগবে, তোমরা কি তা দিতে পারবে?
কারণ আমি রাজসভায় গেলেই টাকা পাবো। ”
বাচ্ছারা সবাই মিলে-
চার আনা পয়সা গোপাল ভাড়ের হাতে দিয়ে মিনতি করে বলল-
“ভার মহাশয় আমরা তো মাঠের রাখাল তাই আমাদের সামর্থ্যানুযায়ী দিলাম এবার আমাদেরকে গল্প শোনান। ”
এবার গোপালভাড় গল্প বলতে শুরু করলেন —
” এক দেশে ছিল, এক রাজা, সেই রাজা প্রতিদিন শুধু পান্তাভাত খায় আর ঘুমায়। ”
বাচ্ছারা প্রতিবাদ করে বললো
“- হে গোপাল ভাড় তুমি মিথ্যে বলছ – রাজা কেন পান্তাভাত খাবে আর ঘুমাবে?
গোপালভাড় বললেন ” ওরে বোকারা – তোমরা আমাকে মাত্র, চার আনা পয়সা দিয়েছ।
,আমি তো সেই চার আনার রাজার গল্পই বলছি।
যে রাজার পুঁজি ই মাত্র চার আনা – সে পান্তাভাত খাবে নাকি পোলাওভাত খাবে?
আর পান্তাভাত খেলে তো- ঘুম আসবেই।
তাই সে কি ঘুমোবে, নাকি রাজ কার্য্য করবে?
একেই বলে—- “যেমন গুড় তেমন মিটা।”
——–গোপাল ভাড়ের গল্পবলা এখানেই থেমে গেল। বাচ্চারা ও নিরাশ হলো।
আমি এবার মাননীয় শিক্ষামন্ত্রী ও সকল দেশবাসীর কাছে জানতে চাই —-
এ দেশের বে-সরকারী শিক্ষক দের যে মাসিক বেতন দিচ্ছেন, তাতে উনারা বাচ্চাদের কে, কি দেবেন?
আর আপনি তথা আপনারা, কি আশা করছেন?
সেই পান্তাভাত খাওয়া শিক্ষকদের কাছ থাকে?
উনারা ভুগছে পুষ্টিহীনায় – আর বাচ্চারা ভুগছে নিরাশায়।
কথায় আছে –
” যেমন নুনপানি – তেমন কাজ জানি। “

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত