অজয় একটি ছোট ছেলে যে তার স্কুল এবং তার সহপাঠীদের পছন্দ করত। একদিন, সে যখন তার ডেস্কে বসেছিল, তখন সে হঠাৎ ভেজা অনুভব করল এবং বুঝতে পারল সে তার প্যান্ট ভিজিয়ে ফেলেছে! মনঃক্ষুণ্ণ অজয় জানত না কি করতে হবে বা বলতে হবে, কারণ সে জানত যে ক্লাসে সবাই তার প্যান্ট ভিজানোর জন্য তাকে নিয়ে মজা করবে। সে তার ডেস্কে বসে যে কোন সাহায্যের জন্য প্রার্থনা করছিল। দীক্ষা ক্লাসের গাছপালাকে জল দেওয়ার জন্য একটি জগে করে জল নিয়ে যাচ্ছিল। অজয়ের ডেস্কের কাছে গিয়ে সে হঠাৎ হোঁচট খেয়ে জগের পুরো জল তার কোলে ফেলে দিল। অজয়কে সাহায্য করার জন্য সবাই দৌড়ে গেল। শিক্ষক দীক্ষাকে বকলেন এবং অজয়কে একটি অতিরিক্ত সেট শর্টস দিলেন। দিনের শেষে, অজয়ের সাথে বাসে দীক্ষার দেখা হলো। সে জিজ্ঞাসা করল, ‘তুমি ইচ্ছে করে ওই কাজ করলে, তাই না?’ দীক্ষা উত্তর দিল, ‘আমিও আগে আমার প্যান্ট ভিজিয়ে ফেলেছিলাম।‘
গল্পের নীতিকথা:
অন্যদের প্রয়োজনে সাহায্য করো।