প্যাটি দুধওয়ালী সবে তার গরুর দুধ দোওয়া শেষ করেছে এবং দুইটি বালতি তাজা ক্রিমযুক্ত দুধে ভরা ছিল। সে একটি লাঠিতে দুটি বালতি আটকালো এবং বাজারে বালতি ভর্তি দুধ বিক্রীর জন্য বেরোলো। পথে যেতে যেতে সে ভাবতে শুরু করল তার বালতি ভর্তি দুধের কথা এবং কত টাকা সে পাবে।
‘একবার আমি টাকা পেলে, আমি একটি মুরগি কিনবো‘, সে ভাবলো। ‘মুরগি ডিম দেবে আর আমি আরো মুরগি পাব। তারা সবাই ডিম দেবে এবং আমি তাদের আরো অর্থের জন্য বিক্রি করতে পারি। তারপর আমি পাহাড়ে একটি বাড়ি কিনবো এবং গ্রামের প্রত্যেকে আমাকে হিংসা করবে। তারা আমাকে মুরগির খামার বিক্রি করতে বলবে, কিন্তু আমি এইভাবে আমার মাথা নাড়াব এবং অস্বীকার করবো।’ এই বলে, প্যাটি, দুধওয়ালী মাথা নাড়াল এবং তার বালতি পড়ে গেল। প্যাটি চিৎকার করে উঠল যখন সব দুধ মাটিতে ছড়িয়ে গেল।
গল্পের নীতিকথা:
ডিম পাড়ার আগে মুরগির সংখ্যা গুণো না।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প