বিবেক

বিবেক

স্বামী ঘরে ঢুকতেই স্ত্রী রেগে চেঁচিয়ে উঠলেনঃ- কোথায় ছিলে আজ সারা দিন I অফিসে খবর নিয়েছি, সেখানেও যাও নি তুমি I ব্যাপারটা কি শুনি ?

স্বামী তোতলাতে তোতলাতে বলছেনঃ- মানে …

স্বামীর মুখের কথা কেড়ে নিয়ে স্ত্রী আবার চেঁচিয়ে উঠলেনঃ- কোথায় গিয়েছিলে, বলছো না কেন ? আর এই নোংরা বাস্ক আর কাপড়ের পোটলা কোথা থেকে উঠিয়ে নিয়ে এসেছ ?

স্বামী কোন মতে সাহস সঞ্চয় করে বললেনঃ- আমি মাকে আনতে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম I

আগুনে যেন পেট্রোল পড়ল I
স্ত্রী ঝাঁজিয়ে উঠে বললেনঃ- কি ই ই ই ই ই ই ? কি বললে ? তোমার মাকে এখানে নিয়ে এসেছ ? তোমার লজ্জা নেই ? তোমার ভাইয়ের কাছে ওনার কি অসুবিধা হচ্ছিল ?

স্ত্রী রাগে এমন আচ্ছন্ন ছিলেন যে পাশেই সাদা শাড়িতে মুখ ঢেকে এক বৃদ্ধা যে চোখের জল রোধ করার চেষ্টা করছেন, সেটা খেয়ালই করছেন না !

স্বামী বলছেনঃ- ওনাকে আমার ভাইয়ের কাছে রাখা যাবে না I

স্ত্রীর চোখে আগুন জ্বলে উঠলঃ- কেন ? এখানে কুবেরের ভান্ডার আছে নাকি ? তোমার সাত হাজার টাকা মাইনে দিয়ে বাচ্চার পড়াশুনার খরচ বয়ে পুরোটা সংসার আমি কিভাবে চালাচ্ছি, সেটা একমাত্র আমিই জানি !

স্ত্রীর কণ্ঠে এতটাই ঝাঁজ ছিল !

স্বামী গলার স্বর দৃঢ় করে বললেনঃ- আজ থেকে উনি আমাদের কাছেই থাকবেন I

স্ত্রী গলার সুর সপ্তমে নিয়ে বলছেনঃ- আমি বলছি ওনাকে এই মুহূর্তে তোমার ভাইয়ের ওখানে রেখে এসো! নইলে আমি এই ঘরে এক মুহূর্ত থাকব না I আর এই মহারানীরও কি এখানে আসতে একটুও লজ্জা করল না ?

এ কথা বলে স্ত্রী যেই সেই অসহায় বৃদ্ধার দিকে তাকালেন, তার পায়ের নীচ থেকে মাটি সরে গেল !!…

গলার সুর নরম করে আবেগতাড়িত হয়ে বললেনঃ- মা, তুমি ?

বৃদ্ধা কাঁদো কাঁদো হয়ে বললেন– হ্যাঁ রে, তোর ভাই আর ভাইয়ের বউ আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে I কোথায় যাব! তারপর আমি জামাইকে ফোন করলে সেই আমাকে এখানে নিয়ে এসেছে !

বৃদ্ধার কথা শুনে স্ত্রী এক কৃতজ্ঞ দৃষ্টি নিয়ে স্বামীর দিকে তাকালেন আর হেসে বললেনঃ- তুমিও খুব নাটকবাজ, প্রথমেই আমাকে বলে দিলে না কেন যে তুমি আমার মাকে আনতে যাচ্ছ ?

মা তো মা হন, তোমার মা আর আমার মা আবার কি …

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত