একদিন একটি গাধা একটি কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় সে কুয়ার ভেতর একটি শব্দ শুনতে পেল। সে কুয়ার ভেতর তাকাতেই সে দেখল একটি শিয়াল কুয়ার ভেতরে পড়ে গেছে ।
শিয়াল গাধাকে বলল, ‘আমাকে বাঁচাও। আমি কুয়ার ভেতর পড়ে গেছি।’
তখন গাধা বলল, ‘আমি তোমাকে কি করে উপরে তুলে আনবো?’
তখন শিয়াল বলল, ‘তুমিও নিচে নামো। আমি তোমার ঘাড়ে পা দিয়ে উপরে উঠি।’
তখন গাধাটি শিয়ালের মিষ্টি কথায় ভুলে কুয়ায় নামল। শিয়াল গাধার ঘাড়ে পা দিয়ে উপরে উঠে এলো।
তারপর গাধা বলল, ‘আমায় এখন উপরে তোলো।’
তখন শিয়াল বলল, ‘তোমাকে বাঁচাতে গেলে আমি আবার বিপদে পড়ব, তোমাকে বাঁচাতে আমার বয়েই গেছে।’
একথা বলেই শিয়াল গাধাকে রেখে চলে গেল। গাধা মহাবিপদে কুয়ার ভেতরে ছটফট করতে লাগল আর নিজের বোকামির জন্য নিজেকে দোষারোপ করতে লাগল।
নীতিকথা: পরিস্থিতি না ভেবে কাউকে সাহায্য করা উচিত নয়।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প