একদিন এক ক্ষুধার্ত শেয়াল দেখতে পেলো গাছের ডাল বেয়ে আঙ্গুরের লতা উপরে উঠে গেছে আর সেখান থেকে থোকা থোকা পাকা পাকা আঙ্গুর ঝুলছে। লোভে শেয়ালের জিভে জল এলো। সে লাফিয়ে লাফিয়ে ঐ পাকা আঙ্গুর খাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু কিছুতেই তার নাগাল পেলো না। অনেকক্ষণ চেষ্টা করেও কিছুতেই আঙ্গুর খেতে না পেরে হতাশ হয়ে সেখান থেকে চলে যেতে যেতে শেয়াল বললো– আঙ্গুর ফল টক।
উপদেশঃ নিচু মনের মানুষেরা নিজে যেটা পেতে পারে না তার মাঝেই দোষ খুঁজে পায়।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প