ব্যাঙ ও বাচ্চা ছেলেপুলে

ব্যাঙ ও বাচ্চা ছেলেপুলে

একদা আমাদের হরিচরণের বাগানে কয়েকজন ছেলেপুলে খেলা করছিল। বাগানের একদম মাঝখানে একটা পুকুর। ছেলেপুলেগুলা খেলতে খেলতে ওই পুকুরের ধারে চলে গেল। যেয়ে দেখে, পুকুরে অনেক ব্যাঙ৷ ছেলেপুলেদের ভিতর একজন বলে উঠলো, “ওই দেখ দেখ! ব্যাঙ! চল ব্যাঙ নিয়ে খেলি।”

একথা বলেই ছেলেটি ব্যাঙদের দিকে ঢিল ছুঁড়তে শুরু করে দিল। তার দেখাদেখি বাকিরাও ঢিল মারতে লাগলো। সেই ঢিলের আঘাতে বেচারা ব্যাঙ-রা আতঙ্কে লাফঝাঁপ শুরু করে দিল। কয়েকটা তো মরেই গেল। অবস্থা বেগতিক দেখে, একটা বৃদ্ধ ব্যাঙ তার মাথাটা জল থেকে তুলে ছেলেপুলেদের উদ্দেশ্যে বললো, “বাচ্চারা, দয়া করে থামো এবার। তোমাদের কাছে যা কিছু খেলা, আমাদের কাছে তাই মৃত্যু।”

উপদেশ: অনেকের কাছে যা নিছক খেলা, তাই অন্যের বড় ক্ষতির কারণ হতে পারে।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত