একদা এক কাক খুব সুখে বসবাস করছিল। হঠাৎ একদিন তার সাথে এক বকের দেখা হল।
সাদা ধবধবে বকটিকে দেখে মনে খুব কস্ট পেয়ে ভাবল, আহা, বকের কি সাদা গায়ের রঙ। নিশ্চয় বকই সবচেয়ে সুখি পাখি।
সে বকের কাছে যেয়ে খুব দুঃখের সাথে জিজ্জেস করল, তুমি সবচেয়ে সুখি পাখি তাইনা?
বক উত্তরে বলল, হ্যা, আমি তাই ভাবতাম। কিন্তু যেদিন আমি টিয়া পাখিকে দেখেছি সেদিন বুঝেছি টিয়ায় সবথেকে সুখি পাখি,
কেননা তার গায়ে দুটি সুন্দর রঙ, আমার তো শুধুই সাদা।
কাক তখন টিয়ার কাছে যেয়ে একই প্রশ্ন করল। টিয়া বলল, হ্যা আমিও নিজেকে সবথেকে সুখি পাখি ভাবতাম,
কিন্তু যেদিন আমি বহু সুন্দর রঙ বিশিষ্ট ময়ুরকে দেখলাম, সেদিন আমার ভুল ভেঙেছে। ময়ুরই পৃথিবীর সবচেয়ে সুখি পাখি।
কাক তখন খুজতে খুজতে চিড়িয়াখানায় ময়ুরের দেখা পেল। ময়ুরকে দেখার জন্য সেখানে হাজার মানুষের ভিড়।
সন্ধার সময় যখন ভিড় কমল, তখন কাক ময়ুরকে প্রশ্ন করল, তুমি তো দেখি পৃথিবীর সবচেয়ে সুখি পাখি তাইনা,
সবাই তোমাকে দেখার জন্য অস্থির হয়ে থাকে।
ময়ুর তখন উত্তরে বলল, দেখো বন্ধু, আমার এই সৌন্দর্যের জন্যই আমার জন্য আমাকে খাচায় বন্দি থাকতে হয়।
আমি কখনই মুক্ত পৃথিবীর দেখা পাইনা।
আমার মনে হয়, তুমিই (কাক) একমাত্র পাখি যাকে কেউ খাচায় বন্দি করেনা। তুমি ইচ্ছামত যেখানে খুশি ঘুরে বেড়াও।
তাই পৃথিবীর সবচেয়ে সুখি পাখি তুমিই, বন্ধু।
শিক্ষাঃ
আমরা সবসময় আমাদের গুন ও আমাদের যা আছে সেগুলোকে কম মনে করি, অন্যদের গুনগুলো বা প্রাপ্তিকে কে বড় ভাবি।
যা মানুষকে অসুখি করে তোলে। নিজেকে মূল্যায়িত করতে শিখুন।ভালো থাকুন, সুখে থাকুন।নিজেকে সুখি ভাবতে শিখুন