হাসপাতালে ডাক্তারের চেম্বারে পাশে বসে আছি।
আমার পাশে আমার আম্মু ও বড় আপু। বসে বসে অপেক্ষা
করছি কখন আমাদের ১৩ নং সিরিয়ালটা আসবে।
কয়েকদিন ধরে আম্মু অসুস্থ। আজকে দ্বিতীয় সাক্ষাৎ
করতে আম্মুকে নিয়ে হাসপাতালে এসেছি। ডাক্তার
একজন, রোগী প্রায় ৩০ এর অধিক।
.
রোগীদের মধ্যে কারো অবস্থা আসঙ্কাজনক! সবাই
যারযার সিরিয়ালের অপেক্ষায় বসে আছে। প্রায় ২৫
মিনিট পর একজন লোক একটা তিন বছর বয়সী উলঙ্গ
ছেলেকে কোলে করে নিয়ে আসছে। ছেলেটা চিৎকার
দিচ্ছে। এতো জোড়ে চিৎকার দিচ্ছে যে আমার কাছেই
খারাপ লাগছে।
.
রিসিপশনে যিনি বসেছিল তার বয়স প্রায় পঁয়ত্রিশ
কিংবা চল্লিশ হবে। রিসিপশনে নিয়োজিত লোকটা
আগত রোগীর অভিভাবককে ‘কী সমস্যা’ জিজ্ঞেস
করাতে বাচ্চাটা আরো জোড়ে চিৎকার দেওয়া শুরু করে।
রোগীর সাথে আসা একজন মহিলা, সম্ভবত বাচ্চাটার মা
বলে, ‘গতকাল রাত ১০টা থেকে বাচ্চাটার প্রস্রাব করা
বন্ধ হয়েগেছে! রাত ২টা থেকেই খুব কান্না শুরু করে।
আমাদের গ্রামের ডাক্তারের কিছু চিকিৎসাও নিয়েছি।
কিন্তু কোনো কাজ হচ্ছে না। তাই একজনের পরামর্শ
নিয়ে আপনাদের এখানে নিয়ে আসছি। একটু দয়া করে
আমার বাচ্চাটাকে আগে দেখাতে দিবেন? বেশি দেরী
করলে মনে হয় মরে যাবে।’ মহিলা কথাগুলো বলছে আর
তার দু’চোখের জল ঝরছে।
.
রিসিপশনে থাকা লোকটা অভিভাবকের কথা শুনে এবং
রোগীর চিৎকার দেখে মানবতার খাতিরে চেম্বারে
ঢোকার অনুমতি দিয়ে নিজ হাতে দরজা খুলে দেয়। আমরা
সবাই শুধু চেয়ে রইলাম।
.
হটাৎ একজন লোক রিশিপসনে বসা লোকটার কাছে গিয়ে
জিজ্ঞেস করে, ‘সিরিয়াল ছাড়া আপনি তাকে
ডাক্তারের চেম্বারে ঢুকতে দিলেন কেন?’ উত্তরে
রিশিপসনে বসা লোকটা বলেছিল, ‘আসলে বাচ্চাটা
যেভাবে কান্না করছে, আমি সহ্য করতে পারি নাই।’
রিশিপসনের কাছ থেকে এমন কথা শুনে তিনি এদিক-
ওদিক তাকিয়ে হটাৎ করেই একটা থাপ্পড় বসিয়ে দিল
এবং বলল, ‘সহ্য করতে পারিস নাই, তাইতো? এবার সহ্য কর।
৩০ মিনিট ধরে বসে আছি তোর গায়ে লাগছে না? কেউ
একজন কান্না করে আসলেই আগে দিবি?’
.
গালে হাত দিয়ে রিসিপশনের লোকটা চুপ করে দাঁড়িয়ে
আছে। সম্পূর্ণ হাসপাতাল নিরব হয়েগেছে। কেউ একটা
টুঁশব্দ করছে না। একজন বৃদ্ধা, যার বয়স প্রায় ৬০ হবে তিনি
এগিয়ে গেলেন। এগিয়ে গিয়ে ঠাশ করে ঐ লোকটার দুই
গালে দুইটা থাপ্পড় বসিয়ে দিলেন। আর বললেন, ‘বেটা,
তোর বাবার মতো একজন মানুষের গায়ে সামান্য একটা
সিরিয়ালের জন্য হাত তুলতে তোর একটুও বুক কাঁপল না?
এই লোকটা তো শুধু একটা মুমূর্ষু রোগীর আর্তনাদ দেখে
মানবতার খাতিরে সিরিয়াল ছাড়াই সুযোগ দিয়েছে।
আর তুই তো বেটা তার মানবতাকে অসম্মান করেছিস।
যেখানে সবাই এই মানবতাকে শ্রদ্ধা করে চুপ করে বসে
রইল।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প