পরিশ্রমই মূল উৎস

পরিশ্রমই মূল উৎস

শিক্ষিত হলে হবে না,প্রত্যেকেরই স্বশিক্ষায় শিক্ষিত
হওয়া উচিত।।
মুখুশের আড়ালে ভদ্র লোকের লেবাসটাই পরিত্যাগ করে
ছোট বড় সবার সাথে ভালো বিহেভিয়ার করো ।
জীবনটাই আসলেই ছোট,,, এই ছোট্ট জীবনে আপনাকে
মানবের মাঝে বেঁচে থাকতে হবে,,,
অর্থ ক্ষমতার দাপটে বড় হওয়া গেলে বিত্তশালীরাই
সেটাই করে দেখাতো ।
উগ্র ক্ষমতাবান মানুষকে সবাই মন থেকে ঘৃণা করে,,
কেননা এরা ক্ষমতার দাপটের জোরে সমাজপতিদের
সাথে সুসম্পর্ক বজায় রেখে অসহায়দের সাথে বারবার
যুদ্ধে লিপ্ত হয়।
যদিও এদেরকে মুখ তুলে বলার সাহস নিম্নশ্রেণীর
ব্যাক্তিদের নেই । কিন্তু মনের দিক দিয়ে প্রতিবাদ ও
ঘৃণা করার ক্ষমতা তাদের আছে।
এড়িয়ে চলুন ঐ সমস্ত ক্ষমতার অপব্যবহার কারীদের,,,
এরা দেশ ও জনগণের শত্রু ।
আর একটি কথা না বলে পারছি না,,,,।।
অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন,,
“”শিক্ষিত না হলে কি জীবনের সফলতা লাভ করা যায়
না”””।
অবশ্যই লাভ করা যায় ভাই,,,
সব শিক্ষিত যে সফল হবে তাঁর কি কোনো নিশ্চয়তা
আছে ?
পক্ষান্তরে,
সব অশিক্ষিত যে ব্যার্থ হবে তারও কোনো নিশ্চয়তা
আপনার কাছে আছে ?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমি আমার তুচ্ছ জ্ঞান
কে বিকশীত করে বলতে চাই যে,,
টমাস এডিশনের জীবনী সম্পর্কে আপনাদের অনেকের
ধারণা আছে,,, তাহার বিদ্যালয় জীবনের পাঠচর্চা
ছিলো সামান্য ।
W. Clement ston বীমার বিষয়ে অত্যন্ত সফল ব্যাক্তি
ছিলেন ।
অথচ হাই স্কুলে পড়ার সময় তাকে স্কুল থেকে বিতাড়িত
করা হয়েছিলো ।
এইরকম অনেক মানুষই আছেন যারা জীবনের বৃহত্তর উন্নতি
করলেও তাদের পুঁথিগত বিদ্যা খুবই সামান্য ।
বাইরের শিক্ষাগতো যোগ্যতা কারো যদি কম থাকে,
তাহলেও আমরা তাকে প্রতিবন্ধী বা অশিক্ষিত বলতে
পারবো না কারণ মানুষের সফলতা —– তার কর্মদক্ষতা ও
নিজের উপরেই নির্ভর করে, পুঁথিগত বিদ্যার উপর নয়।
জীবনে সফলতা লাভ করতে হলে চাই আপনার কঠোর
পরিশ্রম ও সৎ গুণাবলী।
আপনার কর্মক্ষেত্রে বিপদ আসতে পারে,, দুঃসময়ে বন্ধু
ত্যাগ করতে পারে, আকস্মিক মহাবিপদ সংকটে আপনার
জীবন ধ্বংস হয়ে যেতে পারে ।
ভয় পেলে চলবে না।
এগুলোর সাথে মোকাবিলা করে জীবনকে রঙ্গিন করে
করে গড়ে তুলতে হবে।
এটা মনে রাখতে হবে,,
“”প্রত্যেক প্রতিকুলতার মধ্যেই বৃহত্তর কল্যাণের বীজ
লুকিয়ে থাকে।””

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত