১৯ উটের কাহিনী

১৯ উটের কাহিনী

রাজস্থানের একটি গ্রামে এক ব্যক্তির কাছে ১৯ টি উট ছিলো । একদিন সেই ব্যক্তির মৃত্যু হলো । মৃত্যুর পূর্বে তিনি উইল করে গিয়েছিলেন, তার মৃত্যুর পর সেই উইলটি পড়া হলো । সেই উইলে লেখা ছিলো —“তার মৃত্যুর পরে তার উনিশটি উটের মধ্যে অর্ধেক তার ছেলেকে, তার একের চতুর্থাংশ তার মেয়েকে, উনিশটি উটের মধ্যে পঞ্চম ভাগ তার চাকরকে দেওয়া হবে ।

আত্মীয়স্বজনরা খুব চিন্তায় পড়ে গেলো যে, এই ভাগ কি করে করা যাবে ?

উনিশটি উটের অর্ধেক অর্থাৎ একটি উটকে দু ভাগ করতে হবে, তাহলে তো উটই মরে যাবে । আচ্ছা, একটা উট না হয় মারাই গেলো, এরপর আঠারোটি উটের এক চতুর্থাংশ —–সাড়ে চার —সাড়ে চার —–তারপর ?

সকলেই খুব চিন্তার মধ্যে ছিলো । তখন সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে পাশের গ্রাম থেকে এক বুদ্ধিমান ব্যক্তিকে ডাকিয়ে আনলেন।

সেই বুদ্ধিমান ব্যক্তি নিজের উটে চড়ে এসেছিলেন । তিনি সব কথা শুনে নিজের বুদ্ধি প্রয়োগ করলেন এবং বললেন, এই উনিশটি উটের সঙ্গে আমার উট মিলিয়ে ভাগ করে দাও ।

সবাই ভাবতে লাগলো — যিনি মারা গেছেন, তিনি এক পাগল যিনি এমন উইল করে চলে গেছেন, এখন এই দ্বিতীয় পাগল এসেছেন, যিনি বলছেন — তার উটটি মিলিয়ে ভাগ করে দিতে। তবুও সবাই চিন্তা করে দেখলো, কোনো উপায় যখন নেই, এনার কথা শুনেই দেখা যাক ।

১৯ + ১ = ২০
২০ র অর্ধেক ১০টি উট ছেলেকে দেওয়া হলো ।
২০ র ১/৪ = ৫টি উট মেয়েকে দেওয়া হলো ।
২০ র ১/৫ — ৪টি উট চাকরকে দেওয়া হলো ।

১০ + ৫ + ৪ = ১৯

যে একটি উট বেঁচে গেলো, সেই উটটি বুদ্ধিমান ব্যক্তির ছিলো ।
সে সেই উটটি নিয়ে নিজের গ্রামে ফিরে গেলো ।
এইপ্রকারে একটি উট যোগ করাতে ১৯ টি উটের ভাগ সুখ, শান্তি এবং আনন্দের সঙ্গে হয়ে গেলো ।

এমনই আমাদের জীবনেও উনিশটি উট আছে ।

৫ জ্ঞানেন্দ্রিয়
(চোখ, নাক, জিভ, কান, ত্বক )

৫ কর্মেন্দ্রিয়
(হাত, পা, জিভ, মূত্রদ্বার, মলদ্বার )

৫ প্রাণ
(প্রাণ, অপান, সমান, ব্যান, উদান )

আর

৪ অন্তঃকরণ
(মন, বুদ্ধি, চিত্ত, অহংকার)

সবমিলিয়ে এই উনিশটি উট ।

সারাজীবন মানুষ এই উনিশটি উটের ভাগ করতেই বিভ্রান্ত হয় ।
যতক্ষণ না তাতে “মানবিকতা” উটটিকে মেলানো হয় ততক্ষণ প্রকৃত সুখ, শান্তি, সন্তুষ্টি আর আনন্দের প্রাপ্তিও হয় না ।

এই হলো উনিশটি উটের কাহিনী।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত