পাখি ও মৌমাছি

পাখি ও মৌমাছি

একদিন বিকেলবেলা একটি পাখি একটি গাছের ডালে এসে বসল। গাছের অন্য ডালে একটি মৌমাছির বাসাও ছিল। সেদিক থেকে একটি ছোট্ট মৌমাছি পাখিটির সামনে দিয়ে উড়ে যাচ্ছিল।

পাখিটি মৌমাছিটিকে কাছে ডেকে বল, “কেমন আছ মৌমাছি ভাই?”

মৌমাছিটি উত্তর দিল, “ভাল। তুমি কেমন আছ?”

পাখি বলল, “ভাল। অনেক দিন ধরেই তোমাকে একটি কথা বলব বলব ভাবছি।”

মৌমাছি জিজ্ঞেস করল, “কী কথা পাখি ভাই?”

পাখিটি বল, “মধুর জন্য তুমি কত কঠোর পরিশ্রম কর, কিন্তু লোকজন তোমাকে না জানিয়েই তা নিয়ে যায়। এতে তোমার দুঃখ হয় না?”

মৌমাছিটি উত্তরে বলল, “না।”

পাখিটি অবাক হয়ে জিজ্ঞেস করল, “কেন?”

হাসিমুখেই মৌমাছি জবাব দিল, “কারণ তারা কখনই আমার মধু তৈরির শিল্পকে আমার কাছ থেকে চুরি করতে পারবে না।”

নিজের দৃষ্টিভঙ্গী সবসময় ইতিবাচক রাখুন।

ছোট্ট মৌমাছির মত হওয়ার চেষ্টা করুন, আকারে ছোট হলেও হৃদয়ের দিক দিয়ে মহৎ।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত