এক সিংহের তাড়া খেয়ে এক ষাড় ঢুকেছে এক গুহায়। ঐ গুহায় কতকগুলি বনো ছাগল থাকত- তারা ষাঁড় গুহায় ঢুকতেই নিজেদের শিং দিয়ে তাকে গুঁতাতে শুরু করলো।
ষাড় তখন ছাগলগুলিকে বললো, আমি যে তোমাদের এ গুঁতো সহ্য করছি, সে তোমাদের ভয়ে নয়, ভয়ের কারণ অন্য। আমায় ধরবে বলে এক ভয়ংকর জানোয়ার বাইরে দাঁড়িয়ে আছে।
শিক্ষনীয়ঃ বলবানের ভয়ে ভীত ব্যক্তিকে অনেক সময় দুর্বলের অত্যাচার নীরবে সহ্য করতে হয়।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প