দুই জন এক সঙ্গে পথ চলেছে, আর চলতে চলতে যে সব কথাবার্তা হচ্ছে সে সবই আমরা বড়, আমাদের শক্তি বেশি।
এ দুইজনের একজন মানুষ। আর একজন হচ্ছে সিংহ। কিছুদূর যাবার পর রাস্তার ধারে দেখা গেল একখানা চৌকস পাথর, তার উপরে যে দুইটি মূর্তি তৈরী করা হয়েছে তার একটা হচ্ছে মানুষের আর একটা সিংহের। মহাবলশালী একটা লোক দুর্দান্ত সিংহের গলা টিপে একেবারে নাস্তানাবুদ করে ছাড়ছে।
ঐ মূর্তির দিকে সিংহের দৃষ্টি আকর্ষণ করে লোকটা সিংহকে বললো, এবার চোখে দেখছ তো গায়ে কার শক্তি বেশি?
লোকটির এই কথা শুনে সিংহের চোখেমুখে হাসির বিদ্যুৎ খেলে গেল, সে বললো, ভাই সিংহেরা যদি মূর্তি গড়তে পারত তা হলে দেখতে একটা মানুষকে পেড়ে ফেলে একটা সিংহ তার উপর বসে আছে।
শিক্ষণীয়:
প্রচারের যন্ত্রটি নিজের হাতে থাকলে লোকে অপরের গৌরবের চেয়ে নিজের গৌরবের কথা প্রচারেই তৎপর হয়।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প