আমার নাম মীম। জীবনে অনেক কষ্ট সহ্য করেছি।এই কষ্টটা আমি একজনকে বোঝােতে ও চেয়েছি। কিন্তু সে বুঝতে চায়নি।তাকে বলেছিলাম আমাকে এখান থেকে নিয়ে যাও।কিন্তু সে আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। অথচ তাকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল………..
আমার বাবা মার মধ্যে একটু সমস্যা ছিল।বাবা মাকে প্রায়ই মারত। মাঝে মাঝে বাবা-মা আমাকেও মারত।খুব মারত। যা সহ্যসীমার বাইরে ছিল।খুব অপমানও করত। আমার জন্য নাকি সব ঝামেলা হয়েছে। আমি প্রত্যেক রাতে কাঁদতাম।তাও মনকে সান্তনা দিতাম।ভাবতাম কেউ একজন তো আছে যে আমার কথা ভাবে। কিন্তু আমি ভুল ছিলাম। ও ভাবে না আমার কথা। ও সারাদিন ওর কাজ নিয়ে ব্যস্ত থাকে। তাই আমিও এখন তাকে বিরক্ত করি না। হয়ত সে নিজের মতো থাকতে চাইছে। আমার কষ্টগুলো শেয়ার করার মতো কাউকে পেলামনা। সত্যিই আমার জীবনটা অনেক অসহায়।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প