একদিন তিনবন্ধু তাদের অন্য বন্ধুর বাড়িতে বেড়াতে যাবে। তারা রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা জন্গলের ভিতর দিয়ে যায়।তারা হাঁটতে হাঁটতে দেখলো সন্ধ্যায় হয়ে যাচ্ছে।তারা রাত কাঁটানোর জন্য গাছে উটলো। সেই গাছগুলো ছিল অনেক মোটা।তারা তিন জন তিনটি গাছে উটলো।তারা ঘুমিয়ে পরলো।সকালে যখন উটলো তখন তারা একটি বাঘ দেখতে পেল।বিপদ বুঝে এক বন্ধু ভয়ে তার দুই বন্ধুকে রেখেই পালিয়ে গেল! এক বন্ধু দেখতে পেল তার আরেক বন্ধু গাছ থেকে পড়ে গেল।দেখতে পেল মহা বিপদে পড়েছে।সে দেখতে পেল সে যেই গাছে বসে আছে সেই গাছের পাশেই একটি ডাব গাছ।তার মাথায়ছিট একটা বুদ্ধি বার করলো বাঘের খেয়াল নিজের দিকে নিয়ে যখন হা করবে তখনই ডাব তার মুখে ছেড়ে দিবে।সে সহজেই ডাব পারতে পারবে।সে একটি ডাব পারলো। যখন বাঘ তার দিকে চেয়ে হা করল করলো তখনই সঙ্গে সঙ্গে বাঘের মুখে ডাব ছেড়ে দিল এবং বাঘকে পড়াস্ত করল।এই সুযোগে তার বন্ধুকে বাঁচিয়ে সাহসীকতার পরিচয় দিল।
শিক্ষনীয় : যে বন্ধু বিপদে পাশে দাঁড়ায় সেইই আসল বন্ধু।আর যে বন্ধু বিপদে পড়া বন্ধুকে সহযোগিতা না করে নিজে বাঁচান উপায় খুঁজে তার সাথে বন্ধুত্ব না করাই ভালো।