একদা দুই বন্ধু যাচ্ছিল । তারা যে রাস্তা দিয়ে যাচ্ছিল সে রাস্তা জন্গলের ভিতর দিয়ে। তারা দেখলো একটি ভালুক তাদের দিকেই আসছে। একজন গাছে উঠতে জানে আরেক জন গাছে উঠতে জানে না কারণ সে অনেক মোটা ছিল। যে গাছে উঠতে জানে সে নিকটবর্তী গাছে উঠে গেল এবং সে অন্যজনকে বলল দৌঁড়াতে । যখন ভালুক তার কাছে চলে আসলো তখন সে মাটিতে । শুয়ে পরলো এবং সে এমন অভিনয় করতে লাগলো যে সে মরে গেছে । ভালুক আসলো তার দেহ এর গন্দ নিল । ভালুক মনে করলো সে মরে গেছে । ভালুক চলে গেল । যে গাছে উঠেছিল সে গাছ থেকে নেমে জোরে জোরে বলতে লাগলো ভালুক চলে গেছে,
সে তাকে বলল, ভালুক তোমার কানের পাশে এসে ফিসফিস করে তোমাকে কী বলেছে?
অপর জন বলল, ভালুক আমাকে ভালো একটি উপদেশ দিয়েছে।
সে বলল, কী উপদেশ?
অপরজন বলল, ভালুক আমাকে বলেছে যে, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।
গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প