দুই জেলে

দুই জেলে

এক গ্রামে ছিলো দুই ভাই। তারা দুজনই জেলে। ছোট ভাইয়ের নাম শান্ত আর বড় ভাইয়ের নাম আকাশ। বড় ভাই খুব লোভী। আর ছোট ভাই খুব ভালো। তারা প্রতিদিন মাছ মারত। আর বড় মাছ গুলো বড় ভাই নিত। একদিন তারা মাছ মারতে গেলো। সকাল থেকে জাল ফেলছে তবুও মাছ পাচ্ছেনা। হঠাৎ ছোট ভাইয়ের জাল খুব ভারী হয়ে গেলো। বড় ভাই ভাবলো বড় কোন মাছ জালে আটকেছে। তাই ভাগ বসানোর জন্য সেও জাল টানতে লাগলো। কিছু সময় পরে দুইটা পাতিল পেল তারা। পাতিলের আবার মুখ শক্ত করে আটকানো। আর একটা বড় একটা ছোট। বড় ভাই আগেই বড় পাতিলটা নিয়ে খোলার চেষ্টা করলো। কিন্তু খুলতে পারলোনা। ছোট ভাই ছোট পাতিল নিয়ে বাড়িতে গেলো। রাতে দুই ভাই দুই ঘরে গিয়ে পাতিল খুললো। বড় ভাই পাতিলেরর মুখ খুলতেই একটা বড় সাপ পাতিল থেকে বেরিয়ে এসে তাকে খেয়ে ফেললো। তারপর সাপ চলে গেলো। আর ছোট ভাই পাতিল খুলে দেখে সোনার মোহর। সে বড় ভাইকে দেখানোর জন্য বড় ভাইয়ের ঘরে গেলো। কিন্তু বড় ভাই ঘরে নেই। সে ভাবলো বড় ভাই হয়তো তার থেকে বড় কিছু পেয়েছে। তাই সে শহরে চলে গেছে। তারপর ছোট ভাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।
–সমাপ্ত–

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত