ছাগল আর গাধা

ছাগল আর গাধা

একটি লোকের ছিল একটি ছাগল আর এক গাধা। মালিক গাধাটার ব্যাপক যত্ন নিত, ভালো ভালো খাবার খেতে দিল। তা দেখে ছাগলটা ঈর্ষায় জ্বলে পুড়ে যেত। একদিন সে গাধাটাকে শিক্ষা দেয়ার জন্য একটা ফন্দি আঁটল। গাধাটাকে ডেকে বলল, “তোমার জন্য দুঃখ হয় বন্ধু, কী খাটুনিটাই না তোমাকে দিয়ে খাটায় এরা! একবার তোমাকে পেষাই করার যন্ত্রে জুড়ে দিচ্ছে তো আরেকবার কাঁড়ি কাঁড়ি বোঝা টানাচ্ছে। তুমি যদি এ অবস্থা থেকে বাঁচতে চাও তাহলে মৃগীরোগীর ভান করে কোনো একটা খাদে নেমে খানিক বিশ্রাম নাও।”

 

ছাগলের পরামর্শ গাধার খুব মনে ধরল। কিন্তু খাদে গড়িয়ে পড়তে গিয়ে চোট লেগে নানা জায়গায় কেটে গেল তার। গাধার মালিক খবর পাঠাল সেখানকার হাতুড়ে চিকিৎসককে। চিকিৎসক হুকুম দিল ছাগলের রক্ত যোগাড় করার জন্য। তার মত হলে গাধার ক্ষতের ওপর ছাগলের রক্ত ঢালতে পারলেই গাধা ভালো হয়ে যাবে। চিকিৎসকের কথা অনুযায়ী মালিক তার নিজের ছাগলকেই জবাই করে গাধাকে সারিয়ে তুলতে লেগে গেল।

ছাগল চেয়েছিল তার কুবুদ্ধির কারণে মালিক গাধাকে শাস্তি দেবে। কিন্তু গাধাকে কুবুদ্ধি দেয়ার পরিণতিতে তার যে জীবন যাবে তা ভাবতে পারেনি ছাগলটি।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত