পার্থক্য

পার্থক্য

-বাবা ও ছেলে

একদিন অনেক ধনী এক লোক তার ছেলেকে নিয়ে বেড়াতে বের হলেন, তার উদ্দ্যেশ্য ছিল গরীব মানুষরা কিভাবে দিনযাপন করে তা তার ছেলেকে দেখানো। তারা কয়েকদিন খুবই গরীব এক পরিবারের খামারে দিন কাটালো।
ফেরার পথে বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করলেন, “কেমন লাগল তোমার ঘুরতে?”
“অনেক ভাল, বাবা।”
“তুমি কি দেখলে দরিদ্র মানুষেরা কিভাবে দিন কাটায়?”, বাবাটি জিজ্ঞাসা করলেন।
“ওহ হ্যাঁ…”
“তাহলে তুমি আমাকে বল, কি কি শিখলে তুমি ?”
ছেলেটির উত্তর ছিল এরকম, “আমি দেখলাম, আমাদের একটা কুকুর আছে আর ওদের চারটা। আমাদের একটা পুল আছে যেটা বাগানের মাঝ পর্যন্ত পৌছায় আর ওদের একটা নদী আছে যার কোন সীমানা নেই। আমরা বিদেশ থেকে আনা বাতি দিয়ে আমাদের বাগান সাজিয়েছি আর ওদের তারাভরা বিশাল আকাশ আছে। আমরা ছোট্ট একটুকরা জমিতে থাকি কিন্তু ওদের এত বিশাল ক্ষেত আছে যার শেষ আমাদের দৃষ্টিসীমার বাইরে। আমাদের খাবার কিনে খেতে হয় কিন্তু ওরা নিজেদের খাবার নিজেরা চাষাবাদ করে। আমাদের চাকরবাকররা আমাদের সেবা করে আর ওরা অন্যদের সেবা করে। আমাদের বাড়ির চারপাশে প্রাচীর আছে আমাদের সুরক্ষিত রাখার জন্য আর ওদের সুরক্ষিত রাখার জন্য আছে ওদের বন্ধুরা।”ছেলেটির উত্তর শুনে বাবা কথা হারিয়ে ফেলেছিলেন।
ছেলেটি শেষে আরও বলল,”ধন্যবাদ বাবা, এটা দেখানোর জন্য যে আমরা কতটা গরীব।”
ভালবাসা, ঐক্য, সেবা, আত্মতৃপ্তি আমাদের যা দেয় তা টাকা দিয়ে পাওয়া কোন জিনিস দেয় না।

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত