ভাল্লুক ও মানুষ

ভাল্লুক ও মানুষ

এক গায়ে বাস করত দুই বন্ধু। তারা দুজন সারা দিন একসাথে থাকত। সারা দিন ঘিরে বেড়াত, মাছ ধরত, সাঁতার কাটত এবং আরো অনেক কিছু। কিন্তু একদিন তারা বেড়াতে বের হলো।

তারা দুজন যেতে যেতে এক গভীর জঙ্গের কাছে চলে এল। হঠাৎ সামনে এক ভাল্লুক আসে।

ভাল্লুকের ভয়ে ২য় বন্ধুটি এক গাছে উঠে পড়ে। আর নিচের বন্ধুটি বলছে আমাকে টেনে তুল বন্ধু না হয় ভাল্লুক আমাকে খেয়ে ফেলবে।

২য় বন্ধুটি বলছে তোমাকে তুলতে গিয়ে যদি আমি পড়ে যাই। পরে সে মাথায় এক বুদ্ধি আটল। সে যানে ভাল্লুকেরা মরা মানুষ খায় না। তাই সে মরার ভান করে শুয়ে পড়ল। ভাল্লুকটি তার কাছে এস শুকতে লাগল। তার কানের কাছে শুকতে লাগল এবং তাকে মরা ভেবে ভাল্লুক চলে যায়।

পরে ২য় বন্ধুটি গাছ থেকে নেমে এসে বলল, বন্ধু ভাল্লুকটি তার কানের কাছে এসে কি বলল্, তখন সে বলল বলেছে “সেই তো প্রাকৃতি বন্ধু যে বিপদের সময় সাহায্য করে।

আর তোমরা বন্ধু করলে একজন ভালো ছেলের সাথেই করবে। না হয় তোমাদেরও এই আবস্থা হবে!

গল্পের বিষয়:
শিক্ষনীয় গল্প
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত