এই সানি দাড়াও তোমার সাথে আমার কিছু কথা আছে।
কথাটা শুনেই শরীরের মধ্যে রাগ উঠে গেলো। তবুও নিজেকে সামলিয়ে নিয়ে বললাম। . –ঐ তোর বয়স কত? –মুখ ভেংচিয়ে বলল. কেনো সানি হঠাৎ এই কথা বলতেছো।
—ঐ তুই বলবি?
—নয় বছর।
—আমার বয়স কত জানিস।
—চোখের পলক দ্রুত কয়েকবার ফেলে বলল. হ্যা জানি চব্বিশ বছর।
—তাহলে আমি তোর কত বছরের বড় হলাম।
—আঙুল গুনে গুনে বলল -পনের বছরের বড়।
—কোন ক্লাসে পড়িস?
—তুমি জানো না বুঝি।
—ঐ বলবি নাকি,,, থাপ্পর খাবি।
—তোতলাতে তোতলাতে বলল- ক্লাস ফাইবে।
—ঐ তাহলে তুই হাটুর বয়সি মেয়ে হয়ে আমাকে নাম ধরে ডাকবি না।ভাইয়া বলে ডাকবি।
—-মুখ বাকিয়ে বলল-পারবো না।
—ঐ পারবি না মানে।শোন আমাকে ভাইয়া ডাকবি।আর বড় যেহেতু তাই আপনি করে বলবি।আমি গেলাম ফালতু বকার টাইম নাই।
—এই শোন শোন।
–কী বলবি বল।আর তোকে না বললাম আপনি করে বলবি।
—দেখো প্রথমত নাম ধরেই ডাকবো। আর আপনি করে বলতে পারবো না, তুমিই করে বলব।
—কেনো বলতে পারবি না।
—মাথা নিচু করে বলল-শোনো নিজের ভালবাসার মানুষ কে কেও ভাইয়া বলে ডাকে।আর তাছাড়া আপনি করেই বা কী বলা যায়। . >রাগ তো আমার সেই উঠছে।
—ঐ,ঐ তোর ভালবাসার মানুষ কে।
—কেনো তুমি। তোমাকে দেখলে নিজেকে কেমন পাগল পাগল লাগে। আয়নার সামনে গেলে শুধু তোমার কথা ভেবে হাসতে থাকি।তোমার সামনে আসতে ভিষন লজ্জা লাগে। তার মানে আমি তোমাকে মনে হয় ভালবাসি।
এই পিচ্চি বলে কী।কথাগুলো শুইনাই তো আমার আবেগে কান্দন আইতাছে।মনডা চাইতেছে ঠ্যাংটা ধরে আছাড় মারি।তারপর বুঝবে ভালবাসা কী। নাহ এভাবে কাজ হবে না।একটু ভাল করে বুঝিয়ে বলতে হবে।
—শোনো তিতলি আমার আর তোমার সম্পর্ক হবে না।
—কেনো হবে না।
—আমাদের বয়সেের পার্থক্য দেখছো। তাছাড়া তুমি অনেক ছোট এখন মন দিয়ে পড়াশোনা করার সময়।প্রেম পরেও করতে পারবে।
—বয়সের কী সম্যসা।আমরা দুজনে ঠিক থাকলেই তো হলো।
কেমনডা লাগে এখন।ইচ্ছা করছে দুইগালে ধরে কয়টা কসে চড় মারি।না থাক বাচ্চা মানুষ মুখটা আবার লাল হয়ে যাবে।অন্য ব্যবস্হা করতে হবে।
–দেখো তিতলি আসলে তোমাকে আমার পছন্দ না তাই,,,?
কথাটা শুনেই তিতলি আর কিছু বলল না। কাঁদতে কাঁদতে বাসায় চলে গেলো।যাক বাবা বাচা গেলো। . .
চার দিন পর…
এই চার দিন তিতলি তেমন কথা বলেনি আমার সাথে।আমাকে দেখলেই মাথা নিচু করে হাটে।এড়িয়ে এড়িয়ে চলে। এতটুকু পিচ্চির কী ঢং।আজ একটু বাজিয়ে দেখি।
–তিতলি শোন।।
–কী বলবেন বলুন। বাবা আপনি করে বলে দেখি পিচ্চিটা।যাক ভদ্র হয়ে গেছে।
—বলছি আমিও না তোকে ভালবেসে ফেলছি।
— পিচ্চিটা,হাসতে হাসতে বললো,সানি ভাই,আপনার মাথা ঠিক আছেতো..??
—মানে?
—ওঃ সানি ভাই, আপনি ভাবলেন কেমনে?? শহরে পড়ুয়া একটা মেয়ে,তাও ক্লাস ফাইবে পড়ে,তার সিট খালি আছে…।। আমার বয় ফ্রেন্ড আছে..।।
পিচ্চিটার কথা শুনে তো আমি চোখ বড় বড় করে তাকাইলাম।পিচ্চিটা কয় কী।
—এই চার দিনে প্রেম হয়ে গেলো।
—এই চার দিন অনেক সময়।
—তো তোর বি,এফ কিসে পড়ে।
–সিক্সে।আর আমার পথ ছাড়ুন একটু পরেই আমার বি,এফ এই পথ দিয়ে যাবে।তখন দেখলে খারাপ ভাববে।
ওরে আমারে কেউ এক গেলাস পানিতে না চুবাইয়া মাইরালা।
মাত্র চার দিনেও ক্লাস ফাইবের মেয়েরা প্রেম করে।কী যুগ আইলো, এই বয়সে আমরা বই নিয়ে ছোটাছুটি করছি আর এরা প্রেম নিয়ে ছোটাছুটি করে।