Happy ending

Happy ending

সব গল্পের “Happy ending” হয় না… কিছু গল্প চলতে চলতে মাঝপথেই তার ইতি টেনে দেয়… কিছু অবহেলা, কিছু গ্লানি মাঝপথেই সেই সাজানো গোছানো গল্পটার ইতি টেনে দিতে বাধ্য করে !!
একটা মানুষ রাতের পর রাত ঘুম হারাম করে তোমার জন্য অপেক্ষা করে… অথচ তুমি তাকে ব্যস্ততার দোহাই দিয়ে বারবার তার কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছো… একবার না বারবার… প্রথমে সে নিজেকে বুঝ দিবে “না নিশ্চয়ই কোন কারণ আছে… একদিন সবকিছু ঠিক হয়ে যাবে”… কিন্তু আসলেই কি সব ঠিক হয়ে যায়?? ব্যস্ততার দোহাই দিয়ে একবার দুইবার তিনবার… এরকম ব্যস্ততার দোহাই দিয়ে আর কতবার সে নিজেকে বুঝ দিবে??
যেখানে হয়তো বা তুমি তার মধ্যে তোমার সেই কল্পনার “তুমি” কে খোঁজার প্রয়াসে তার হাজারটা খারাপ লাগা ছাপিয়ে একটা ভাল লাগা হাতড়ে বেড়াচ্ছো সেখানে সে তোমার হাজারটা ভাল লাগা উপেক্ষা করে একটা খারাপ লাগা নিয়েই পড়ে আছে… তুমি যে তার কাছে কতটা গুরুত্বহীন এ কথাটা প্রমাণ করার জন্য এর থেকে পরিষ্কার উদাহরণ আর কোথায় আছে??
কখনো কখনো ভাবতাম, “আশায় মেলে ভালবাসা”… বাস্তবতা শিখে বুঝতে পারছি এই কথাটা কতটা মিথ্যা !!
তুমি কারো জন্য তোমার ১০০% দেয়ার চেষ্টা করছো… এই ১০০% এর পরিবর্তে সে যে তোমাকে ১০% দিবে তার গ্যারান্টি কোথায়??
কারো কাছ থেকে কিছু আশা করে তার কাছ থেকে বারবার আশাহত হওয়া অপেক্ষা তাকে নিজের মত ছেড়ে দিয়ে না পাওয়ার হতাশা নিয়ে বেঁচে থাকা অনেক আনন্দের… তাতে আর যাই হোক বারংবারের আঘাতে ভগ্ন হৃদয় নিয়ে বাকীটা জীবন পার করতে হবে না !!

গল্পের বিষয়:
অন্যান্য
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত