জীবন্ত মৃত
আতিকুল ইসলাম
জানি আমি আর সুখের হাসি হাসতে পারব না
এখনও জীবনে পরে রয়েছে উত্তপ্ত মাংসের ছোঁয়া
ধোঁয়াতেই জীবন, এখন আর কিছু আমাকে টানে না
প্রেমেই কারণে সৃষ্টি হয়েছিল মহাজগৎ
প্রেম ছাড়া কবেই ধ্বংস হয়ে যেতাম আমি, তুমি, আমারা।
সেটাই যে চলে গেল, আমি অসহায়
আমি যে সবটুকু প্রেম ফুরিয়ে ফেলেছি তোমার তরে।
আর নাই শক্তি নতুন কাউকে খুঁজে পাওয়া,
আবার ভালবাসা।
তাই
আমি জানি আমি আর সুখের হাসি হাসতে পারব না।
গল্পের বিষয়:
অন্যান্য