রেজাল্টের মিষ্টি ( কমেডি)

রেজাল্টের মিষ্টি ( কমেডি)

বেলা ২টা বাজে এখনো আসার রেজাল্ট পাচ্ছি না। ৫ বার মেসেজ সেন্ট করছি কিন্তু রিপ্লে আসে না। আমার শরীর দিয়ে ঘাম ঝরছে। মাথা প্রচন্ড গরম। কান্না পাচ্ছে। আমি কি ফেইল করলাম। মরে যাব একদম আমি কি লাভ এ জিবন রেখে। বারবার খালি website not found দেখাচ্ছে।

কি যে করি। নেট নষ্ট হবার সময় পেল না। চিৎকার করে কাদতে চাহিয়া করিতে পারছি না চিৎকার । বুকটা ফেটে যাচ্ছে আমার। কিছুক্ষণ পর গোপালদার ফোন।

– হিলো শিহাব, মিষ্টির দোকানে অনেক ভিড়। সব বিক্রি হয়ে গেছে। তোমার গুলো রেখে দিয়েছি। নিয়ে যাও এসে। (সকালেই মিষ্টির দোকানে অর্ডার দিয়ে রেখোছিলাম)

– বিক্রি করে ফেল মিষ্টি ( রাগে) ফোন কেটে দিলাম। আবার ওয়েবসাইট এ প্রবেশ করতে চাইলাম।

কিন্তু একই লেখা দেখাচ্ছে। ৩ টার পর আপা এসে বললো।

– নে মিষ্টি খা।

– কিসের মিষ্টি?

– তোর রেজাল্টের মিষ্টি। তুই A+ পেয়েছিস। এই দেখ।

– সত্যিই তো। খেয়াল করে দেখি ডাটা কানেকশন অন না করেই চেষ্টা করছিলাম ওয়েবসাইটে ডুকার। তারাতারি মিষ্টির দোকানে গেলাম। কিন্তু মিষ্টি শেষ। এখন কি করব?

গল্পের বিষয়:
অন্যান্য
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত