দেব দর্শন:
পুজো মন্ডপে ঢুকতে যাবো এমন সময় একটা হট্টগোল কানে এলো, পিছু ফিরে চাওয়ার উপায় টুকুও নাই ঘাড়ের ওপর পেছনে থাকা ব্যক্তির নিঃশ্বাস । শুনে যতটা বুঝলাম তা হল,কোনো দর্শনার্থীর সাধের মানি ব্যাগ টি খোয়া গেছে।অতি সাবধানতা অবলম্বন করে ভীড়ের মধ্যে দিয়ে এই ঘর্মাক্ত ব্যজবেজে শরীরটাকে কোনো প্রকারে ভাসিয়ে নিয়ে প্রতিমা দর্শন করে সবেই বেরিয়েছি.. হঠাৎ আমার পাঞ্জাবী তে একটা হেঁচকা টান অনুভব করলাম,নিজের সর্বনাশ টি হল বুঝি এই আশঙ্কায় পেছনে চেয়ে দেখি একটি ছোট ছেলে আমার দিকে.. দুটো ভিক্ষের আশায় তার কচি হাতটা বাড়িয়ে দিয়েছে। আমি ওর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে থাকায় বেচারা ঘাবড়ে যায় ও দৌড়ে নিজের জায়গায় গিয়ে বসে পরে।আমি খানিকক্ষণ বাদে একটা খেলনা গাড়ি ও একটি বাঁশি এনে ওর দিকে এগিয়ে দিতেই ওই দেবশিশুর চোখে-মুখে আমি যে আনন্দের যে খুশির ঝলকানি দেখেছিলাম তার কাছে এই লাখ টাকার আলোক সজ্জা অনায়াসে ফিকে হয়ে যায়।আমি হলফ করে বলতে পারি সেবারের পুজো ছিল আমার জীবনের শ্রেষ্ঠ পুজো,আমি এক হারিয়ে যাওয়া শৈশব কে জীবিত হতে দেখেছি,আমি ধন্য আমি দেব দর্শন পেয়েছি।