আমি বালক হতে চাই | বালক থাকতে চাই যতদিন বাঁচি | আমি বালক স্বভাবে নিজেকে করতে চাই মাতাল |আমার পৃথিবী বালক বক্তব্যে ভরে উঠুক | জীবন টা আমার তাই আমি ভালো জানি আমার জীবন চাহিদা কতটুকু | কোন উপাদানগুলো মেটাতে পারবে আমার চাহিদা | আমি প্রথমে রূপকথার রাজ্যে এলাম |রূপকথার রাজ্যে উপাদান অসীম |
যা চাওয়া হয় এখানে তাই পাওয়া যায় | যদিও রূপকথার অস্তিত্ব মনের শক্ত চিন্তায় তবু এই রূপকথার রাজ্যে বাস্তব করে বসবাস | আমি নিজেকে রাঙাতে চাই |হতে চাই বালক |আমার যা যা উপাদান দরকার তার অনেক কিছুই পেলাম এখানে | নিজেকে বড় ভাগ্যবান মনে হতে লাগলো|
আমি এরপর এলাম যৌবন রাজ্যে | যৌবন রাজ্য গতিতে ভরপুর | যৌবন সবকিছুকে নতুন করতে চায় |যৌবন যুক্ত করে যুক্তিকে নতুন করে | জবাবের চঞ্চল খেলা চলে সারাবেলা যৌবন রাজ্যে | আমি যৌবন রাজ্য থেকে জৌলুসের আনন্দ নিয়ে ফিরে এলাম |
তারপর এলাম জাদুর রাজ্যে | জাদুকর হবার ইচ্ছা আমার মাঝে সুপ্ত ছিল | বালক হতে চাই তাই সুপ্ত ইচ্ছা কে দিলাম বাস্তব রূপ | আমি জাদু দিয়ে নিজেকে করলাম অনেক দক্ষ |
আমি আকাশ ঘুরলাম | আমি বাতাসে উড়লাম | আমি পাতালেও দিলাম ঝাঁপ | আমি পথের রহস্য জানলাম |আমি অবেলায় খেললাম অনেক খেলা | আমি সত্যকে জানলাম | আমি বিশ্বকে পুরলাম হাতের মুঠোয় | আমি শুনলাম | আমি গাইলাম | আমি মরণ নৃত্যকে করলাম দংশন | আমি বালক হতে চাই | আমি চাই বালক বয়সের সম্পদ |
অবশেষে আমি বালক হলাম | বালক বিস্ময় আমাকে করলো আচ্ছাদিত | আমি গর্বের চরম সোপানে পৌঁছলাম |আমি এইবার গোটা জগৎকে করব চঞ্চল বালক |