ভালবাসায় আবার পরীক্ষা কিসের

ভালবাসায় আবার পরীক্ষা কিসের

ছেলে-এই যে মেডাম কি করা হচ্ছে

মেয়ে-এইতো বাবু একটু রেডি হচ্ছে

-কেন কোথাও যাবা নাকি?

-হ্যা বাবু, একটু ফ্রেন্ডস দের সাথে কফিশপ এ যাব

-আচ্ছা বাবু সাবধানে যাইয়েন। আর বাসায় আসে আমাকে একটা ফোন দিয়েন

-আচ্ছা বাবা। এত চিন্তা করেন কেন আমাকে নিয়ে হু

-আপনি ছাড়া কি আমার আরো ১০টা বউ আছে বলেন?

-না না না

-আচ্ছা ঠিক আছে আপনি এখন যান তাহলে নাহলে আবার লেট হবে আপনার

-আচ্ছা, আমি বাসায় আসে তোমাকে ফোন দিব এখন বাই,

২০ মিনিট পর যখন মেয়েটি কফি শপে পৌছালো

মেয়েটির frn: কিরে কি অবস্থা

-এইত ভাল,

-তোর bf এর কি অবস্থা

-ভাল রে

-হুমম আমারটা তো সারাদিন খালি আমার সাথে ঝগড়া করে দোস্ত

-আমারটা আমাকে খুব খুব খুব ভালবাসে

-তাই নাকি,,,তাহলে চল একটা পরীক্ষা করা যাক তাহলে

-কিসের আবার পরিক্ষা

-তোর bf তোকে কতটুকু ভালবাসে তার পরিক্ষা

-ধ্যান নাহহহহ, আমি ওকে অনেক বিশ্বাস করি

-সেটা তো ভাল কথা বাট পরিক্ষা করতে prblm কি তুই কি ভয় পাচ্ছিস দোস্ত

-আরে না, ভয় পাব কেন? আমার এর উপর পুরা বিশ্বাস আছে

-তাহলে আমি ভাইয়া কে ফোন দিয়ে বলছি যে তোর এক্সিডেন্ট হইছে তার পর দেখি ভাইয়া কি করে

-আচ্ছা বাবা ঠিক আছে….

মেয়েটির বান্ধবী ছেলেটিকে বলল যে মেয়েটির এক্সিডেন্ট হয়ে গিয়েছে,,,,,

ছেলেটা এই কথা শুনে পুরো পাগল হয়ে যায় তারাহুরো করে হস্পিটালে আসার জন্য অনেক স্পিডে বাইক চালায় আর রাস্তায় ওর এক্সিডেন্ট হয়ে যায় আর সেখানেই স্পট ডেথ হয়ে যায় আর অই দিকে মেয়েটি আজও ছেলেটির জন্য অপেক্ষা করছে কিন্তু সে যে চলে গিয়েছে সেই না ফেরার দেশে।

আসুন এখন আপনাদের সাথে কিছু কথা বলি। আচ্ছা ভালবাসায় আবার পরিক্ষা কিসের? আমরা যাকে ভালবাসি তাদের ওপর আমাদের সম্পূর্ণ বিশ্বাস রাখা উচিত কারণ যেই relation এ বিশ্বাস নেই সেই relation টিকে থাকা অনেক মুশকিল।

মানুষ তো অনেক কথা বলবেই তাই বলে কি সবসময় মানুষের কথা শুনে নাচতে হবে !!!

নিজের ভালবাসাকে বিশ্বাস করতে শিখুন…….

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত