করুন ভালোবাসা

করুন ভালোবাসা

কিছু জিনিস বাস্তব এর মাঝে হলেও স্বপ্ন তাকে জয়ী করে …

আজ নিতু খালাতো বোন আর নিলয়ের এক ভাই এর বিয়ে

নিতু : এই ছড়েন তো

নিলয় : জি

নিতু : হায় আল্লাহ ক্রাস খাইলাম

নিলয় : দুঃখিত আপু

নিতু : আহা ওই এতো ভালো সাজো কেনো গো বাবু

নিলয় : এসব কি বলছেন

নিতু : ভালোবাসি গো তোমাকে ।

নিলয় নিতুকে একটা থাপ্পর মেরে দিল

নিলয় : ভালোবাসা কি ফাজলামি ভাবেন আপনি দূরে থাকুন আর ফাজলামি কারো মন নিয়ে করবেন না ।

কি ভাবছেন নিলয় এরকম কেন করলো আসলে কি করবে সে ছোটবেলায় বাবা মা মারা যায় । তারপর থেকে কষ্টে বড় হয় সে যদিও তার নানি মামা আর চাচারা তাকে দেখেছে তবুও মা বাবা ছাড়া থাকার কষ্ট হয়তো আমরা বুঝবো না এছাড়াও নিলয় যখন কলেজে পড়তো একটা মেয়ে বাজি ধরে ফাজলামি করে নিলয় কে ভালোবাসি বলেছিল প্রথমে নিলয় না করলেও পরে যখন হ্যা বলে তখন শুনে যে মেয়েটা ফাজলামি করেছিল তারপর থেকে সে আরও ভুপচাপ হয়ে পড়ে ।

আর নিতু রেগে গেছে যে এভাবে ওকে মারলো ওই ছেলেকে সে দেখে নিবে ।

বিয়ে হয়ে গেল বিয়ের কিছু মাস পর নিতু নিলয়ের ভাই মানে তার আপুর শশুরবাড়ি গেল তখন নিতু দেখলো নিলয় সবসময়ই চুপচাপ থাকে তার নিতু নিলয় সম্পর্কে সবকিছু নিলয়ের ভাই এর কাছে শুনলো ।

তারপর সে নিলয় কে সরি বলে

নিতু : সরি

নিলয় : আমিও সরি ওভাবে মারা টা ঠিক হয়নি

নিতু : আমারো ফাজলামি করা ঠিক হয় নি

নিলয় : আচজছা বাদ দেন নিতু : ওকে ফ্রেন্ডস

নিলয় : ওকে এভাবেই নিলয় এর সাথে সময় কাটাতে কাটাতেই দুজনে সত্তি ভালোবেসে ফেলে একে অপরকে .

তাদের ভালোবাসা শুরু হয় চলেও ভালো নিতু সবসময় নিলয় এর পাশে থাকতো আজ নিলয় এর ভালোবাসার মানুষটির বিয়ে সে চেয়েও কিছুই করতে পারছে না ।

দুচোখ দিয়ে অশ্রু ফেলা ছাড়া যে তার আর কিছুই করার নাই আজ নিলয় ভাবছে সে এতোটা একা কেনো কেনো বারবার তার কাহিনি টা এরকম না হলেও পারতো । আচ্ছা‌ আজ তার মনে একটা প্রশ্ন আল্লাহ কি কষ্ট গুলো তার ভাগেই দিয়েছে । খুব ভালোই তো ছিল সে কিন্তু সব কেন চলে যায় এটাই তার প্রশ্ন । কিন্তু কারো কাছেই যে আজ এ প্রশ্নের কথা ভাবছে ।

কি ভাবছেন নিলয় কে আর নিতুই বা কে এরা হলো ভালোবাসার মানুষ হয়তো আসল ভালোবাসা আটকে যায় শুধুই কষ্টের আড়ালে এটা শুধু এক নিলয় আর নিতুরই গল্প না অনেকেরই ভালোবাসা এভাবেই আটকে যায় ।

নিতুর বিয়ে হয়ে যায় কি করবে সে তার যে কিছুই করার নেই এদিকে নিলয় আনমনে হাটসে সে ভাবছে কিভাবে ও থাকবে নিতু কে ছাড়া . ভাগ্য কখন কি করে সত্তি ই অজানা কার জীবনে কি হয় নিতু ধীরে‌ ধীরে নিজেকে সামলানো শুরু করে কিন্তু কি করবে বলেন সে তো নিলয় কে অনেক ভালোবাসে . বিয়ের দুই মাসের মাথায় নিতুর স্বামি রোড এক্সিডেন্ট এ মারা যায় তারপর নিতুর কপালে নেমে আসে দুঃখের করুন ছায়া . সকলে নিতু কে অনেক কথা শুনানো শুরু করে ।

অত্যাচারের বন্যা নেমে আসে । কিন্তু নিতু কি করবে সে তবুও সহ্য করে ভাবে । নিলয় হয়তো সুখে আছে কোনো এক সময় হয়তো সে পালাতে পারবে । এভাবেই সে ভাবে নিলয় একদিন হয়তো যেতে পারবে . একদিন সে পারে পালাতে ।

কিন্তু ভাগ্য যে তার সহায় না তা তো সে জানতো না নিলয় মারা গেছে ।  হ্যা ঠিক শুনেছেন ।

খোঁজ নিয়ে জানতে পারে যে নিতুর বিয়ের রাতেই নিলয় রোডে হাঁটতেছিল তখনি এক্সিডেন্ট এ সে মারা যায় . নিতুও আর নিজেকে সামলাতে পারে না সে নিজেও আত্মহত্যা করে সেদিন . এট হয়তো গল্প কিন্তু আজকাল অনেক নিতু আর নিলয় আলাদা হয়ে যায়।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত