কবিতাময় ভালোবাসা

কবিতাময় ভালোবাসা

কলেজ থেকে বাড়ি ফিরছে মিম।আর আমি শান রাস্তার পাশে দাড়িয়ে আছি মেয়েটাকে একনজর দেখার জন্য।
মিম কাছে আসতেই:

আমি: মিম, ভালো আছো।কলেজ থেকে আসছো।

মিম: তিন বছর ধরে এই একই কথা বলছেন।আর কত বলবেন।

আমি: একটু ভুল বললে।

মিম: কই ভুল বললাম।

আমি: এইযে,বললে তিন বছর ধরে একই কথা বলছি।

মিম: ঠিকি তো বললাম।

আমি: না,এইদেখ যখন তুমি স্কোলে পরতে তখন বলতাম, মিম তুমিকি স্কোল থেকে ফিরছো।আর এখন বলি মিম তুমিকি কলেজ থেকে আসছো। তাহলেনএক কথা হলো কিভাবে।

মিম: ধুর,আপনার সাথে কথাই বলবোনা।

এইযা, মিম চলে গেলো।
আমি শান। ডিপলোমা ইন্জিনিয়ারিং থার্ড সেমিস্টার পরছি।
আর ও মিম এইবার এস এস সি পাশ করে কলেজে ভর্তি হলো।

আমরা একি গ্রামে থাকি।আর আমাদের বাড়ি থেকে ওদের মাএ তিন মিনিটের রাস্তা তাই প্রতিদিন ওকে দেখতে আমার তেমন কোন অসুবিধা হয়না।

মেয়েটাকে আমি তিন বছর ধরে ভালোবাসি।কিন্তু কিছুতেই মনের কথা বলতে পারছিননা।
প্রতিদিন রাস্তায় দাড়িয়ে থাকি ওকে ভালোবাসি বলবো বলে, আর উপরুক্ত কথাটুকুই বলতে পারি।ওর সাথে কথা বলতে গেলেই আমি আমার ভাষা হাড়িয়ে ফেলি।

পরের দিন…..

আজো মিমের ফেরার পথে দাড়িয়ে আছি।ওইতো মিম আসছে,
কিন্তু একি, মিমের সাথে ওই ছেলেটা কে।
ওরা খুব হেসে হেসে কথা বলছে।

ছেলেটা অন্য পথে চলে গেলো।
মিম আসার পর জিগ্গাসা করলাম ছেলেটা কে।আর এতো হেসে কথা বলার কি আছে।

মিম: ওওওও, ওতো সজিব।আমার ক্লাশমেট।আমরা একি সাথে পরি।পাশের গ্রামে ওদের বাড়ি।

আমি: ক্লাশমেট তো কি হয়েছে।ওর সাথে এতো হাসা হাসির কি হয়েছে।

মিম: আসলে, সজিব খুব ভালো কবিতা লেখে।আজ ও আমাকে নিয়ে একটা কবিতা লিখেছে। ওটা পরেই হাসছিলাম।
আর হ্যা ওর সাথে হেসে কথা বলছিলাম তো তাতে আপনার কি।

আমি: আরে আমার কি মানে। তুমি আমাদের গ্রামের মেয়ে হয়ে অন্য গ্রামের ছেলের সাথে এমন হেসে কথা বলবে তা খারাপ দেখায় না।
আর কবিতা শুনবে তা তুমি আমাকে বলবেনা। দুই মিনিটে কবিতা লিখে দিতে পারি তুমাকে।

মিম: কি?????? আপনি কবিতা লিখবেন।

আমি: আরে, এতে অবাক হওয়ার কি হলো।

মিম: অবাক হবোনা।আপনি যে কবিতা লিখতে পারেন তাতো যানা ছিলোনা।

আমি: আচ্ছা, এখন তুমি বাসায় যাও। কাল সকালে তুমাকে কবিতা দিবো।

মিম: সত্যি, দেবেন তো।

আমি: হ্যা অবশ্যই।

বাড়িতে চলে আসলাম।মিমকে কবিতা লিখে দিতে হবে কাল।
ভাবছি আল্লাহ আমাকে খুব বড় একটা সুযোগ করে দিয়েছেন।
যে কথাটা মিমকে এতদিনেও বলতে পারলাম না। তা কাল কবিতার মাধ্যমে বলতে হবে।

কবিতা লেখতে বসলাম…..
প্রায় পঙ্চাশটা পেইজ নষ্ট করে ফেলেছি।অবশেষে কবিতাটা লিখতে পারলাম

এখন আমি মিমের সামনে দাড়িয়ে।আর মিমের হাতে আমার লেখা কবিতাটা।মিম পড়ছে………

প্রথম যেদিন দেখেছি তোমায়,
ভালোবেসে ফেলেছি।
তোমার ওই চোখের মায়ায়,
নিজেকে হারিয়েছি।
মিম ও আমার মিম।
পারিনি বলতে তোমায় মনেরি কথা,
যেগুলো বুকে জমে, দিয়ে যায় ব্যাথা।

ভালোবাসি খুব করে আমি তোমায়,
প্রতিদিন দোয়া করি পাই যেন তোমায়।
মিম ও আমার মিম।
পারিনি বলতে মুখে ভালোবাসি তোমায়।
তাইতো বেধেছি তোমায়, কবিতায় আমার।

মিম কবিতাটা পরলো।আর আমি দেখছি মিমের চোখে জল।
আমি ওর চোখের পানি মুছে দিলাম।
মিম আমাকে জরিয়ে ধরলো আর বললো আজ থেকে শুরু হবে তোমার আমার কবিতাময় ভালোবাসা।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত