উন্মত্ততা আর লাল গোলাপ

উন্মত্ততা আর লাল গোলাপ

স্বপ্ন ভাঙা কল্পনার এক নিঃসঙ প্রভাতে অবারিত আনন্দের অন্তরালে একদিন দেখা হয় ভালোবাসা আর উন্মত্ততার। নরম ঘাসের ওপর বসে ভালোবাসা শুধায় উন্মত্ততাকে তুমি জন্মেছিলে কবে।সব ক্লান্তি বিহ্বলতা ছিঁড়ে উন্মত্ততা ভালোবাসার কানে কানে বলে -চলো লুকোচুরি খেলি প্রথমে দুজনে।

বাতাসের অবিরাম আসা যাওয়া চলে।নীল ছায়ারা সব যেন কোথায় হারিয়ে যায়।ভালোবাসা শুন্যে শুণ্যে ঘুরে।প্রভাতে শিশির ঝরার শব্দ শেষ হতে থাকে।উন্মত্ততা বুঝি ভালোবাসাকে হারিয়ে ফেলেছে। আর ভালোবাসা নিজেকে লুকাতে গিয়ে দেখে চারপাশে শুধু হিংসা,ঘৃনা, হানাহানি,ক্ষুধা, যন্ত্রণা,বেদনা,পাশবিকতা, অহংকার,লোভ। নিজেকে লুকাবে কোথায়???
অবশেষে ভালোবাসা দেখে-কী সুন্দর ফুটে আছে এক লাল গোলাপ। ভালোবাসা গোলাপের গহীন বুকের ভিতর আশ্রয় নেয়।

আর উন্মত্ততা নীল দারুময়ী বাঘিনীর মতো রৌদ্র প্রদীপ্ত হয়ে ভালোবাসাকে খুঁজে খুঁজে ফিরে ।কোথাও খুঁজে পায়না। একসময় চক্ষুস্থির রেখে উন্মত্ততা প্রচন্ড দুখি হয়ে অনন্ত ব্যথা বুকে নিয়ে নিজের শর শূন্যে ছোড়ে।

শুন্যে অন্তর্হিত হতে হতে সুতিক্ন শর এবার লাল গোলাপের মাঝে এসে পড়ে।
উন্মত্ততা এবার ছুটে যায় গোলাপের দিকে। চেয়ে দেখে ভালোবাসার চোখ থেকে অবিরাম রক্ত ঝরছে ।উন্মত্ততার ধারালো শর গোলাপের মাঝে এসে পড়ে ভালোবাসার চোখে বিঁধেছে।

উন্মত্ততা নিজের আঁচলের সর্বস্বতা দিয়ে ভালোবাসাকে আলিঙন করে ভালোবাসাকে বলে-তোমাকে ছাড়া আমি আর কোথাও যাবোনা। সেদিন থেকেই ভালোবাসা অন্ধ(লাভ ইজ ব্লাইন্ড) আর উন্মত্ততা ভালোবাসার সাথেই রয়েছে। আর গোলাপ বলে-আমার বুকে আশ্রয় নেয়ায় তুমি অন্ধ হয়েছো,তাই ভালোবাসার সর্বশ্রেষ্ঠ তোহফা,অমূল্য সওগাত,প্রিয়জনের নজরান,সর্বশ্রেষ্ঠ উপহার হিসাবে আমিও তোমার চির সাথী হলাম।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত