অন্যরকম একটা গল্প লিখার জন্য ভাবতাছি।
তখন ই ফোন আসলো,
আমিঃ হ্যালো কে বলছেন?
ওপাশ থেকে একটা মিষ্টি কন্ঠ ভেসে আসলো।
মেয়েঃ আমি রিনি। আপনি কি সানভি?
আমিঃ হুমম আমি সানভি । আর আপনি আমাকে চিনলেন কিভাবে?
রিনিঃ সেটা আপনাকে না জানলেও হবে?
আমিঃ আপনার পরিচয়টা দেনতো?
রিনিঃ যদি না দেই?
আমিঃ আমি ফোনটা রেখে দিবো?
রিনিঃ কেন?
আমিঃ কারন আমি অপরিচিত কোনো মেয়ের সাথে ফোনে কথা বলিনা।
রিনিঃ ভয় পান নাকি?
আমিঃ কিসের ভয়?
রিনিঃ জি এফ জানতে পারবে তাই?
আমিঃ দেখুন আমার জি এফ টি এফ নাই। আর পরিচয় না দিলে ফোন রাখেন ?
রিনিঃ আপনি কি বাসায় থাকেন?
আমিঃ না আমি ফুটপাতে থাকি।
বলেই রাগ করে ফোনটা কেটে দিলাম। চেনা নাই জানা নাই ফোন দিয়ে আবোল তাবোল কথা বলে। পাগল কোথাকার।
সকাল সকাল মাথাটাই খারাপ করে দিলো।
যাই হোক এবার পরিচয়টা দেই,
আমি সানভি আহমেদ সাকিব। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি।
বাসা টাঙ্গাইল।
ওহ আমার সম্পর্কে বলি,
আমি একটা মেয়েকে ভালোবাসি। কিন্তু মেয়েটা বাসে না। অনেকবার প্রোপোস করেছি কিন্তু কোনো কাজ হয়না। অবশেষে তার পিছন ঘুরা ছেড়ে দিয়েছি কিন্তু সামনে সামনে ঘুরি। মানে তার আগে আগে থাকি। ওর নাম নিলা। অনেক কিউট একটা মেয়ে কলেজে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাই।
,
বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরলাম,
অনেক ক্লান্ত লাগছে। সেই সময় আবার সেই নাম্বার থেকে ফোন আসলো,
আমিঃ হ্যালো,
রিনিঃ কি করেন?
আমিঃ ঘুমাবো একটু দয়া করে ফোনটা রাখবেন প্লিজ।
রিনিঃ ওকে ঘুমান গুড নাইট।
আমি আর কিছু না বলে ফোনটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম।
পরেরদিন সকালে ফোনের আওয়াজে ঘুম ভাংলো,
আমিঃ কি ব্যাপার এতো সকালে ফোন দিয়েছেন কেন?
রিনিঃ সকাল কোথায় এখন তো সকাল দশটা।
আমিঃ মাত্র দশটা বাজে আরো দুঘণ্টা ঘুমানোর প্লান ছিলো দিলেন তো ঘুমটা নষ্ট করে।
রিনিঃ ওই কথা কম আগে বলেন আপনি কোন ক্লাস এ পড়েন?
আমিঃ ইন্টার ফার্স্ট ইয়ারে।
রিনিঃ যান ফ্রেশ হয়ে আসুন তারপর আমাকে মিস কল দিবেন আমি কল দিবো?
আমিঃ আমি কেনো আপনাকে কল দিবো। আমি পারবো না।
রিনিঃ না দিলে আপনার খবর আছে?
আমিঃ যা করার করেন? আমি কল দিবোনা।
রিনিঃ আচ্ছা।
তারপর ওপাশ থেকে ভাঙ চুরের আওয়াজ পেলাম। তারমানে ওপাশে এখন সাইক্লোন হচ্ছে। আর কি করার ফ্রেশ হয়ে এসে ফোন দিলাম,
আমিঃ হ্যা বলেন কি বলবেন?
রিনিঃ ব্রেকফাস্ট করছেন?
আমিঃ না।
রিনিঃ যান এখনই ব্রেকফাস্ট করে আসবেন তারপর কল দিবেন?
আমিঃ এখন না পরে যাবো?
রিনিঃ যাবেন নাকি আবার ……
আমিঃ আপনার বাবার জিনিস আপনি ভাংবেন তাতে আমার কি?
রিনিঃ আপনার কিছুনা। এই সব কিছু আদায় করে নিবো পরে?
আমিঃ মানে।
রিনিঃ আপনি কি ভাবছেন। আমি আপনাকে চিনিনা ? আপনাকে আমি খুব ভালো করেই চিনি। আপনি কখন কি করছেন, কার সাথে ঘুরেন। কাকে কখন প্রোপোস করেন। কয়টা চড় খাইছেন সব জানি আমি।
আমি তো পুরাই অবাক।
আমিঃ সত্তি করে বলেন তো আপনি কে?
রিনিঃ আমি পেতনি। আপনার ঘরের পাশে যে বেলগাছটা আছে সেখানে থাকি।
আমিঃ ধুররর।ফাইজলামি বাদ দিয়া সত্তি কথা বলেন,?
রিনিঃ …………
কোনো কথা বলছে না দেখে ফোন কেটে দিলাম।
,,
এভাবে কেটে গেল 3 মাস। প্রতিদিনই আমাকে ফোন দিয়ে বিরক্ত করে।খুব কেয়ার করে আমার।কি করছি খাইছি কিনা এসব বলে।
আমার কেমন যানি লাগে মনে হয় খুব আপন আমি ওর।
আমি কিন্তু কখনো জিজ্ঞেস করি নাই ও কেমন আছে কারন ও হয়তো অন্য কিছু ভাববে। আমি তো নিলাকে ভালোবাসি তাই আর ওকে কিছু বলিনা।
,
একদিন বসে বসে ফেসবুক চালাচ্ছিলাম তখন মাথায় একটা বুদ্ধি আসলো,
মেয়েটার নাম্বার দিয়ে সার্চ দিয়ে দেখি কোনো ফেসবুক আইডি আছে কিনা।
যেই ভাবা সেই কাজ, ওর নাম্বার দিয়ে সার্চ দিতেই নিলার ছবি চলে আসলো ।আর আইডির নাম হলো রিনি আহসান নিলা ।
তারমানে আমাকে নিলা ফলো করতাছে ।আমার মনে হয় আমাকে পরিক্ষা করতাছে। না ওর ফাদে পা দেয়া যাবেনা।
পরদিন সকালে আমাকে কল দিলো ,
আমি ওর নাম্বারটা বেল গাছের পেতনি নামে সেভ করছি,
আমিঃ হ্যালো ,
রিনিঃ কি করো?
এতোদিনে আপনি থেকে তুমিতে নেমে এসেছে?
আমিঃ একটু ঢাকা যাবো?
রিনিঃ কবে আসবে ?
আমিঃ এইতো তিন দিন পর।
তারপর আরো কিছু কথা বলে ফোন কেটে দিলাম,
তারপর ফোনটা বন্ধ করে রাখলাম তিনদিন আর বাড়ি থেকে বেরুলাম না।
তারপরের দিন কলেজ গেলাম,
নিলার সাথে দেখা হতেই,
আমিঃ আরে নিলা কেমন আছো?
নিলাঃ ভালো তুমি।
আমিঃ ভালোই।
আমিঃ নিলা আমি তোমাকে ভালোবাসি।
নিলাঃ আমি বাসি না বলেই চলে যেতে লাগলো,
আজ আর যেতে দেবোনা ।
আমিঃ এইযে আমার বেল গাছের পেতনি শুনেন।
নিলাঃ মানে ?
আমিঃ তুমি কি ভাবছো আমি কিছু যানিনা ।আমি সব জানি।
নিলাঃ তারমানে তুমি এতোদিন মজা নিছো।
বলেই আমাকে মারতে লাগলো।
আমিঃ নিলা এখন তো বলো তুমি আমাকে ভালোবাসো।
নিলাঃ আমি বাসিনাতো?
আমিঃ মানে কি?
নিলাঃ কেন তোমার বেল গাছের পেতনির কাছে যাও।
আমিঃ তুমিই তো আমার বেল গাছের পেতনি।
নিলাঃ হুমম এবার ঠিক আছে।
আমিঃ তাহলে এবার বলো,
নিলাঃ এই বেল গাছের পেতনিটা তোমাকে ভালোবাসে।
আমিঃ তোমার কেমন কেমন লাগছে না।
নিলাঃ কেমন লাগবে?
আমিঃ চলো বেল গাছটা কেটে ফেলি।
নিলাঃ তাহলে আমি কোথায় থাকবো?
আমিঃ কেন আমার বুকে।
বলেই নিলাকে জড়িয়ে ধরলাম।
ইয়ে মানে আমার পেতনিকে।
গল্পের বিষয়:
ভালবাসা