বিপদে পরে বিয়ে

বিপদে পরে বিয়ে

–কোন শাড়ির কথা বলছ?
_________আমি সুহাদা কথা শুনে অবাক হলাম।
ও কি সত্যিই শাড়িটা দেখেনি। নাকি মিথ্যা বলছে।আমি জিজ্ঞেস করলাম,
-তুমি কোন শাড়ি দেখোনি?
-নাহ,,
-অসম্ভব,
.
এটা অসম্ভবই। আমি শাড়িটা বিছানায় রেখেই ফ্রেশ হতে গিয়েছিলাম।আর সুহাদা তখন বিছানায় বসে বই পড়ছিল।তাহলে কিভাবে দেখল না?
.
আমি ভেবেছিলাম ফ্রেশ হয়ে এসে দেখবো মৌরি শাড়িটা হাতে নিয়ে নাড়া চাড়া করছে। খুশি হয়ে আমাকে ধন্যবাদ দিবে।
তবে এমন কিছু হলো না।ফ্রেশ হয়ে এসে দেখলাম ও আগের মতই বই পড়ছে। আমাকে দেখে বলল,
-তোমার খাবার দিচ্ছি এসো,,
.
আমি ওর কথা শুনে অবাক হলাম। তখনি মনে হয়েছিল কোন ব্যাপার আছে। তবুও
আমি চুপ চাপ খেতে বসলাম।দুদিন ধরে বাসায় আমি আর সুহাদা দুজন।
বাবা মা নানার বাসায় গেছে।বাবা মা থাকলে খেতে বসে হালকা কথা হয় কিন্তু সুহাদা সাথে কোন কথাই হয়না।
শাড়িটা ওই জন্যই আনা যেন আমাদের সমর্পক টা একটু স্বাভাবিক হয়।
.
আমি আবার বললাম,
-তুমি বিছানায় কোন শাড়ি দেখোনি?
.
সুহাদা ওর খাওয়া বাদ দিয়ে আমার দিকে তাকাল। বললো,
-হুম,, কিন্তু কেন?
-কেন আবার তোমার ভাল লাগার ব্যাপার আছে না,,
-কার জন্য আনছ ওটা?
.
আমি ওর প্রশ্ন শুনে আবার অবাক হলাম।
কার জন্য আনবো শাড়ি? আমার কটা বউ। আমি স্বাভাবিক ভাবেই বললাম,
–কার জন্য আনবো আবার? তোমার জন্যই,
-আমাকে বলোনি তো,,
-বলিনি কিন্তু বিছানায় রেখেছিলাম,,
-অন্য রা তো নিজেদের বউকে এভাবে কিছু দেয়না,, বিছানায় এমন ভাবে রেখোছো তাতে কি ভাবব? যে কারোরই জন্য আনতে পারো?
-আসলে অভিজ্ঞতার অভাব,,
.
সুহাদা আমার কথা শুনে একটু হেসে বলল,
-দ্বিতীয় বিয়ে করার চিন্তা ভাবনা আছে দেখছি?
-নাহ,তা কেন?
-আমার সাথে অভিজ্ঞতা অর্জন করে অন্য কারো প্রতি সেটা কাজে লাগাবা,
-আমি তা বলিনি,,
-শোন,, মন থেকে চাইলে সব হয়,,
.
আমি কিছু বলতে যাবো তার আগেই সুহাদা আবার বলল,
-তুমি চাইলে আমরা এখানেই সব শেষ করতে পারি,,
.
আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সুহাদা খাওয়া ছেড়ে উঠে গেল।এই সামান্য ব্যাপারে মেয়েটা এত মন খারাপ করবে ভাবিনি।
.
দোষটা অবশ্য আমারই,, আমি কিছুতেই স্বাভাবিক হতে পারিনা সুহাদা সাথে । আজ ২১ দিন হয়েছে আমাদের বিয়ে হওয়ার।খুব যে কম সময় তা নয়, অনেক দিনই।
আর আমরা যে আলাদা থাকি, তাও না।
এক রুমে, এক বিছানায় থাকি।
.
তবে আমাদের বিয়েটা একটু অন্যভাবেই হয়েছিল।
সুহাদা মা আর আমার মা দুজন প্রাণের বান্ধবি। আর দুজন বান্ধবী সূত্রে আমাদের যে বিয়ে হয়েছিল,তা নয়। সুহাদা বিয়ে ঠিক হয়েছিল এক ডাক্তারের সাথে,সেই বিয়ে খেতেই সপ্তাহ খানেক আগে মায়ের সুহাদা দের বাসায় যাওয়া।সাথে অবশ্য আমিও গিয়েছিলাম।
আমি মাকে রেখে ফিরে এসেছিলাম। কথা ছিল বিয়ের শেষে গিয়ে আবার নিয়ে আসবো।
.
তবে সেই বিয়েটা সুহাদা হয়নি, বিয়ের দুদিন আগেই ওর হবু বর বিয়ের জন্য মানা করে দেয়,, ছেলের নাকি আগের বউ আছে।সবার কাছ থেকে লুকাইছে।পুরাতন বউ কেস করছে ইত্যাদি ইত্যাদি।
.
এদিকে ওর বিয়ের সব ব্যাবস্থা ও হয়ে গিয়েছিল।
ছেলের এ খবর শুনে সুহাদা বাবা একটা ছোট খাট হারট এট্যাক ও করে ফেললেন।
ওদের বাসায় একটা খারাপ পরিস্থিতি চলে এলো। সুহাদা মানষিক ভাবে ভেঙে পরেছিল।
এত সব বিপদে এগিয়ে আসেন আমার মা। আমাকে না জানিয়ে উনি আমার সাথে সুহাদা বিয়ে ঠিক করে ফেলেন।
সেদিন রাত্রে আমাকে আর বাবাকে জরুরী তলবে সুহাদা বাসায় যেতে হয়।
.
বিয়ের ব্যাপারে আমার কোন মতামত ছিল না।
বিয়ে করা দরকার তাই করেছি,, আর মা বাবার অবাধ্য হওয়ার এত সাহস নিজের ছিল না।
ছোট খাটো একটা জব করি,এই জবে এমন বড়লোক বাসায় বিয়ে করা অনেক বড় ব্যাপার,, বাবা বুঝালেন।আমি অবশ্য কখনো অমত করিনি।
.
সুহাদা আমার অনেক পরিচিতই ছিল।তুমি করেই বলতাম। ও কয়েক বার গিয়েছিল আমাদের বাসায়।
.
তবে বিয়ে ঠিক হওয়ার পর সুহাদা সাথে আমার কথা হয়েছিল একবার, সেটাও মিনিট পাঁচেক এর জন্য। ওদের ছাদে বসে কথা হয়েছিল।
পাঁচ মিনিটে আমাকে সুহাদা শুধু একটা কথাই জিজ্ঞেস করেছিল
-বিয়েতে তুমি রাজী তো?
.
আমি একটু হেসে উত্তর দিয়েছিলাম,
-আমি রাজী, তুমি রাজী তো?
.
সুহাদা অবশ্য আমার প্রশ্নের উত্তর দেয়নি।ওর
উত্তর হ্যাঁ বা না, কোন কিছুতেই কোন সিদ্ধান্ত চেঞ্জ হবেনা তাই হয়ত।
ও হয়ত ওই ডাক্তার ছেলেটার সাথে প্রেম করেনি তবে ভেবেছিল ওর ডাক্তার স্বামী হবে। ছেলেটাকে নিয়ে একদিন হলেও স্বপ্ন দেখেছিল। এটাই আমার অস্বস্তির প্রধান কারণ ছিল।
.
এমন টা কন্টিনিউ ছিল বিয়ের রাত্রেও।
বিয়ের রাত্রেও আমাদের তেমন কথা হয়নি। বিশেষ কথার মধ্য আমি শুধু বলেছিলাম,
-কোন সমস্যা হলে আমাকে বলবা, আমি তোমার সমস্যা টা বুঝি।তুমি যতদিন চাওনা আমরা ততদিন আলাদাই থাকবো।
সুহাদা জবাব দিয়েছিল,
-আচ্ছা।
.
বিয়ের পর থেকে সুহাদা মন মরাই থাকত। আমিও তেমন কথা বলতে পারতাম না।
তাই ওকে খুশি করার জন্যই আজকের শাড়িটা আনা।কিন্তু সেটা যে হিতে বিপরীত হবে ভাবিনি।আমার সুহাদাকে ভাল্লাগে,হয়ত ভালওবাসি।
.
আমি খাওয়া দাওয়া শেষ করে শোবার ঘরে গেলাম। দেখি সুহাদা শুয়ে পরেছে। মনে হল এখনো ঘুমায়নি।আমি লাইট অফ করে দিয়ে ওর পাশে শুয়ে বললাম,
-সর্যি,,
.
সুহাদা কিছু বলল না।
আমি সারারাত এপাশ ওপাশ করেই কাঁটালাম। বার বার মনে হচ্ছিল ওকে কিভাবে ইমপ্রেস করা যায়?
আমরা এক বিছানায় থাকার ফলেও কেউ কখনো কাওকে ছুয়েও দেখিনি।
আমাদের মনের দুরত্তর কারণেই হয়ত এটা।।
.
এসব চিন্তা করতে করতে ঘুম কখন ধরেছে মনে নেই,, তবে ভোরের দিকে এটা স্পষ্ট।
তাই ঘুম ও ভাঙলো একটু দেরীতেই।
.
ঘুম ভাঙতেই দেখি সুহাদা ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আমার দেওয়া শাড়িটা পরেই। আমি জেগে উঠেছি দেখে ও মুখ ঘুড়িয়ে আমার দিকে তাকালো।
আমি ওর দিকে তাকিয়ে হাসলাম।বেশ লাগছে ওকে শাড়িটাতে।
ওর চুল গুলোও ভেজা মাত্রই মনে হয় গোসল সেরে এসেছে।ওর চুলের দিকে তাকাতে আমার নজর গেল বেলী ফুলের মালাটার দিকে।এটা কাল এক বাচ্চার কাছ থেকে নিয়ে ছিলাম। পলিথিনে পেচিয়ে পকেটে রেখেছিলাম। মৌরিকে দেয়ার কথা মনেই নেই।
.
আমি মুখ খুলে বললাম,
-এটাও দেয়ার কথা মনে নেই,
.
ও একটু হেসে বলল,
-আচ্ছা,সমস্যা নেই,,
-হুম,
-উঠো,নাস্তা করি,,
-আচ্ছা।
.
খাবার টেবিলে বসে সুহাদা বলল,
-এত অস্বস্তি থাকলে কিভাবে হবে?
-হুম, আমিও তাই ভাবছি,,
.
আমি একটু ভেবে নিয়ে বললাম,
-সুহাদা আজ ঘুরতে যাবে?
-কোথায়?
-এই আরকি বাহিরে।ঘোরাফেরা করে খাওয়া দাওয়া করলাম।শ্যামলীতে একটা মুভি দেখলাম।
-টিকিট কেটে আনছ?
.
আমি মাথা নিচু করে বললাম,
-হুম, আসলে কাল বলতে চেয়েছিলাম পারিনি,,
মৌরি একটু হেসে বলল,
-আচ্ছা, রেডি হয়ে আসছি,,
.
ঘন্টা খানেক পর সুহাদা রেডি হয়ে বের হলো।
শাড়ি চেঞ্জ করেনি শুধু চুল টা বেধেছে।
আর একটু গহনা।
তবুও কি সুন্দর লাগছে !
.
সুহাদা আমার সামনে এসে বলল,
-কেমন লাগছে?
-ভাল,
-শুধু ভাল?
-অনেক ভালই,,
.
আমি আবার বললাম,
-সুহাদা একটা কথা বলব?
-হুম বলো,
-না থাক?
-কি বলো?
-বাদ দাও,,
-কি চুমু খেতে ইচ্ছে করছে?
.
আমি কিছু বললাম না। মেয়েটা কিভাবে বুঝল কে জানে?
সুহাদা আবার বলল,
-এত অস্বস্তি থাকলে সব মিস করবা,
.
আমি হুম বলে ওর গালে একটা চুমু দিয়ে বললাম,
-হুম,কিছু মিস করতে চাইনা।চলো বের হই,,

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত