বুয়েট ও একটি ব্রেকআপ

বুয়েট ও একটি ব্রেকআপ

– সরি রেহান আমি পারছি না
– বাট হোয়াই সামিয়া
– দেখ আমার অনেক ড্রিম ছিল বাট
ইয়ু
– কি আমি কি?
– বাট তোমার জন্য আমার সব ড্রিম
ভেঙ্গে গেছে
– আমার কি দোষ বল সামিয়া
– রেহান তুমি বুয়েটে চান্স পাও নি । আমার অনেক ড্রিম ছিল বাবাকে বলব আমার বি এফ বুয়েটে পড়ে সামিয়ার কথা শুনে রেহান
মাথা নিচু করে দাঁড়িয়ে রইল ।
সামিয়া আক্ষেপের স্বরে বলতে থাকল,
– রেহান এখন আমি আমার বাবাকে কি বলব? টেল মি রেহান।
– বুয়েট কি সব কিছু?
– রেহান তুমি বুঝতে পারছ না । আমার বড় আপুর হাজব্যান্ড
আমেরিকা থেকে পি এইচ ডি নিয়ে এসেছে । মেঝ আপুর হাজব্যান্ড ঢাকা ইউনিভার্সিটির টিচার । আর ছোট আপুর বয় ফ্রেন্ড মেডিকেল ফাইনাল
ইয়ারে পড়ছে…

সামিয়ার কথা শুনে রেহান ঠাণ্ডা গলায় বলল,

– তো আমাকে তুমি কি করতে বল ।
যেহেতু আমি বুয়েটে চান্স পাই।নি । তুমি কি চাচ্ছ না রিলেশনটা কনটিনিউ করতে?

সামিয়া কান্না জড়ানো গলায়
বলল,
– রেহান তুমি আমাকে ভুল বুঝ না ।
আমি আমার আব্বুকে কি বলব? আমার আব্বুর মাথা খাট হয়ে যাবে । আব্বু তোমাকে মেনে নেবে না ।
– আমি বুয়েটে চান্স পাই নি দেখে তোমার আব্বু আমাকে মেনে নেবে না?

সামিয়া রেহানের প্রশ্নের কোন
উত্তর দিল না । অন্য দিকে তাকিয়ে রইল । সামিয়ার চোখ জলে টলমল করতে লাগল । রেহান ছোট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল,

– থাক সামিয়া । আমাদের রিলেশান টা এখানে থেকে যাক । আমি যেহেতু বুয়েটে চান্স পাই নি । সো আমিও চাই না তোমার বাবা আমার জন্য ছোট হোক । কারন তোমার বাবা তো আমার বাবার মতনই… ভালো থেকো ।

রেহান মাথা নিচু করে হাঁটতে শুরু
করল । পেছন থেকে সামিয়া ডেকে বলল,

– রেহান প্লীজ নিজের খেয়াল
রেখ ।

রেহান সামিয়ার কথার কোন
সাড়া দিল না । হাটতে থাকল ।
সামিয়া জোর গলায় বলল,

– রেহান আমার চেয়ে ব্যাটার
মেয়ে তুমি তোমার লাইফে পাবা । ডোন্ট গেট আপসেট রেহান । আই ইউল প্রে ফর ইয়ু…

রেহান কোন উত্তর দিল না । এক সময়
রেহান দৃষ্টিসীমার বাইরে চলে গেল । এবং তার একটু পর রেহানের ফোন আসল সামিয়ার ফোনে,

– সরি সামিয়া
– সরি কেন?
– আমি তোমাকে মিথ্যা বলেছি
– মানে?
– আমি আসলে বুয়েটে চান্স
পেয়েছি । টপ টেনের ভেতর আমার
পজিশন আসছে… ছোট এই মিথ্যাটা বলার জন্য সরি । ভালো থেকো । আমার চেয়ে ব্যাটার ছেলেই
তুমি পাবা । আই ইউল প্রে ফর ইয়ু…

রেহান লাইন কেটে দিল ।
সামিয়া সাথে সাথে রেহানের
ফোনে কল দিল । কিন্তু রেহানের
নাম্বারটা বন্ধ পাওয়া গেল ।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত