অভিমান

অভিমান
এই যে শুনছেন,,,,,আপনার কাপড়ের ব্যাগ। কারো চিৎকার শুনে পেছন ফিরে তাকালাম দেখলাম আমার উনি ডাকছেন। কিন্তু আমি তো নতুন বোরকা হিজাব পড়ে বেরিয়েছি। উনি চিনলেন কি করে,,,  এতক্ষনে উনি আমার কাছে চলে আসলেন,,,
___আপনার কাপড়ের ব্যাগ গাড়িতে ফেলে এসেছিলেন। আর আমি আপনাকে সেটি দিতে এতক্ষন আপনাকে ডাকছিলাম।
___নিরব,,,,
___এই নিন,,,,
অদ্ভুদ তো,,,উনি আমাকে চিনল না,,,,, আমি আবার কি বলি,,,আমার চোখও দেকা যায় না উনি চিনবেই বা কি করে,,,!! কিন্তু উনি এখানে কেন এলেন,,,? ওনার নাকি অফিসে বন্ধ দিতে পারবেন না। ওনাকে এমন কাহিল দেখাচ্ছে কেনো,,!! না না আমাকে উনার প্রতি দূর্বল হলে হবে না।।। আমিও অভিমান করতে পারি,,হুম,,, আমাদের বাড়িতে আসতে একদিন লাগে। দিনাজপুর উনার চাকরি তাই আমাকে নিয়ে সেখানে থাকে। উনার বাবা মা আমার বিয়ের আগেই মারা গেছেন।
আমাদের বিয়ের এক বছর পূর্ন হয়েছিল গত পরশু। সেদিন আমি উনাকে অফিসে পাঠিয়ে দিলাম। দিয়ে ওনার পছন্দের কিছু খাবার রান্না করে রেখেছিলাম। আলমারি খুলতেই দেখলাম একটা বক্স খুলে দেখি ভিতরে শাড়ি, চুড়ি আর দুইটা গোলাপ ফুল,,, আর একটা চিরকুট,,,, আজ এগুলা দিয়ে সুন্দর মতো সাজবে,,,,, আমি মনে করেছিলাম উনার মনে নাই।,,,, ওনার কথা মতো তাই করলাম। উনার ফিরতে সন্ধা হলো। ফিরে এসে আমার সাথে উনি একটা স্বপ্নের সন্ধা পার করলেন। যা আমার জীবনে স্মরনীয় এক ঘটনা। কিছুক্ষন পর মা ফোন করল,, বাবা নাকি খুব অসুস্থ তাই উনাকে দেখতে যেতাম। তাই উনাকে বললাম,,,
___ বাবা নাকি খুব অসুস্থ। চলেন না বাবাকে দেখে আসি। বাবাকে আজ কতদিন হলো দেখি নাই,,
___কিন্তু মিম,,,আমি কি করে যাব। আমাকে অফিস থেকে ছুটি দিবে না।
___একটু চেষ্টা করে দেখেন,,,
___না মনে হয় না সম্ভব হবে,,,!!
___তাহলে কি আমি একা যাব,,,! মাহরাম ছাড়া এতো দূর যাই কি করে,,,
___যাওয়া লাগবে না। আর আমি ছাড়া তুমি যেতেও পারবে না।
___এখন যদি আম্মা বা আব্বার অসুস্থ থাকতেন তাহলে কি যেতেন না?(কান্নার স্বরে)
___এখানে এসব টেনে আনছ কেনো মিম,,,!!!
___আপনি বাধ্য করছেন,,,আমার জায়গায় যদি থাকতেন তাহলে বুজতেন,,,,
এক পর্যায়ে উনার সাথে রাগা রাগি হয়ে গেল। অভিমান করে অন্য রুমেও যেতে পারলাম না। কেননা ওনার সাথে আমার বিয়ের রাতে শান্তি চুক্তি হয়েছে যাই কিছু হয়ে যাক না কেন এক খাট ভিন্ন অন্য খাটে শুতে পারব না। আর আমি সেই চুক্তি নামার এক মাত্র সদস্য,,,।।। তবুও সকালে খুব তাড়াতাড়ি উঠলাম,, উঠেই একটা ছোট চিরকুট লিখে বাসার উদ্দেশে রওনা দিলাম। বাড়ির বেল বাজাতেই মা দরজা খুলল। ভিতরে গিয়ে বাবার রুমে গিয়ে বাবার সাথে দেখা করতে গেলাম। বাবা খুব খুশি হলেন। আর বললেন,,,
___জামাইর সাথে রাগারাগি করিশ কেনো,,,মা??
___কই বাবা,,,,!!! অদ্ভুদ তো বাবা এটা জানল কি করে,,,? হয়তোবা একা এসেছি তাই এটা মনে করেছে। খুব ক্লান্ত লাগছে তাই রুমে গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না,,,,
___আমার সাথে একদম কথা বলবেন না,,,
___ওরে আমার অভিমানি রে,,,, পাগলি একটা,, তুমি জাননা আমার রাগ আমি কন্ট্রোল করতে পারি না।
___উুহু,,,,,
___এখনো রাগ কমেনি,,,,!!!
___না,,,,!!! তারপর উনি আমাকে পরম যত্নে জড়িয়ে ধরলেন। বুকের সাথে খুব সক্ত করে আগলে রেখে বললেন,,,,
___রাগ করো, অভিমান করো,,,,মারো,, বকা দেওও,,,,সব কর,,, কিন্তু কখনে ছেড়ে চলে যেওনা। আমার অভিমানি,,,,, আমি ও তাকে আমার বাহুবন্ধনে আবদ্ধ করে কেঁদে দিলাম আর বললাম,,,
___আমার ও তো কষ্ট হয়,,,আপনাকে ছেড়ে থাকতে। এক মুহূর্তের জন্যও দম বন্ধ হয়ে আসে।
___তাহলে ছেড়ে চলে আসলে কেন?
___আমি তো জানি আপনি ঠিক আমার আগেই চলে আসবেন আমার অভিমান ভাঙ্গাতে।
গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত