কিরে একা বসে কাদছিস কেন(লায়ন)
:-কাদবো না তো কি করবো(নীলা)
:-কাদতে তো না করি নাই।কিন্তু কেনো কাদছিস সেটা তো বলবি।(লায়ন)
:-তুই জেনে করবিটা কি শুনি।(বজ্র কন্ঠে, নীলা)
:-বল না দেখি কিছু করতে পারি কিনা।(লায়ন)
:-না তোকে কিছু করতে হবে না।যা তো এখান থেকে।(নীলা)
:-কোনো কারণে রেগে আছিস,লায়ন
:-তোর জানার কোনো প্রয়োজন আছে বলে তো মনে হয় না।,নীলা
:-তুই কি বুজতে পারছিস যে তুই আমায় অবহেলা করছিস,লায়ন
:-তুই কি আমার বয়ফ্রেন্ড নাকি যে তোকে অবহেলা করবো।,নীলা
:-না।কিন্তু আমি তো তোর ব্রেস্টফ্রেন্ড।লায়ন
:-বয়ফ্রেন্ড তো আর না,নীলা।
:-এই কথা।আচ্ছা,লায়ন।
:-কি?নীলা।
:-বিরক্ত করার জন্য দুঃখিত।চললাম আমি,লায়ন
:-পাইছস টা কি আসলে,নীলা
:-কষ্ট!লায়ন।
:-কেনো?নীলা।
:-তোর কথা শুনে,লায়ন
:-আমি তো শুধু বলেছি আর তুই,নীলা।
:-আমি কি?লায়ন।
:-বেস কিছুদিন যাবত এড়িয়ে চলছিস।আর সমার সাথে একটু বেশিই মেলামেশা করছিস।পল্লব বলছে তুই নাকি সমার সাথে…,নীলা।
:-কি,লায়ন।
:-রিলেশনে জড়িয়েছিস,নীলা।
:-কেন আমি বুজি রিলেশনে জড়াতে পারি না,লায়ন।
:-না পারবি না কেন।(কান্নার মাত্রা কিছুটা বাড়িয়ে)নীলা।
:-তুই কি কিছু বলতে চাচ্ছি আমায়,লায়ন।
:-বলার ইচ্ছা ছিলো কিন্তু এখন তা হারিয়ে গেছে,নীলা।
:-বল না কি বলতে চাচ্ছিস,লায়ন।
:-এখন আর বলে কিছুই হবে না,নীলা
:-বলেই দেখ না,লায়ন।
:-তুই কি এতোদিনে কিছুই বুজিস নি,নীলা।
:-কখনো তো কিছুই বুজিয়ে বলস নি,লায়ন।
:-কেন একটু বুজার চেষ্টা করলে কি হতো,নীলা।
:-জানস ই তো আমি সহজ সরল।বুজিয়ে না বললে কিছু বুজি।বুজিয়ে বল,লায়ন।
:-এখন আর বলেই বা কি হবে,নীলা
:-বলেই দেখ না,লায়ন।
:-আমি তোকে ভালোবাসি,নীলা।
:-আমি ও তোকে ভালোবাসি,লায়ন।
:-তাহলে সমা?নীলা।
:-এটা ছিলো শুধুই একটা অভিনয় তোর থেকে কথাটা জানার জন্য,লায়ন।
:-তবে রে,নীলা
:-কি,,লায়ন।
:-খুব ভালোবাসি তোকে,নীলা
:-আমি ও,লায়ন।
:-বলস নি কেন তাহলে,নীলা।
:-তোর দিক থেকে সিউর ছিলাম না তাই,লায়ন।
:-এখন তো সিউর,নীলা।
:-একটু সমস্যা আছে,লায়ন।
:-কি,নীলা
:-জড়িয়ে ধর তারপর বলছি,লায়ন।
:-হুম ধরেছি,নীলা
:-যদি কখনো ছেড়ে যাস,লায়ন।
:-চাইলে ও পারবো না।বড্ড ভালোবাসি,নীলা।
:-আমি ও বড্ড ভালোবাসি,লায়ন।