স্বপ্ন তাঁতি

 

” কে এই মেয়ে ? ”

আজকাল আর আগের মত অনলাইনে আসা হয় না। আর আসলে ও বেশি খন থাকতে দেয় না রূপা ওর নাকি খারাপ লাগে । কেন‌ খারাপ লাগে বলে না শুধু বলে তুমি অনলাইনে ঢুকবা না ।

আজ অফিস থেকে বাসায় এসে রূপা কে দেখে একটু অন্য রকম লাগছিল। চেহারায় স্পষ্ট বিষন্নতার ছাপ প্রকাশ পাচ্ছিল। অনান্য দিন অফিস থেকে বাসায় ফিরলে ও প্রথমে আমার কাধ থেকে ব্যাগটা নিবে তারপর বলবে,, ” ফ্রেশ হয়ে নাও চা আনতেছি ?”

কিন্তু আজ যখন বাসায় ঢুকলাম রূপা দরজা খুলতে ও একটু দেরি করছিল । পাঁচ ছয় বার কলিং বেল বাজানোর পর দরজা খুললো। ভাবলাম হয়ত কোন কাজে ব্যাস্ত ছিল।আর দরজা খুলেই আমাকে বলল
” এতবার কলিং বেল বাজাতে হয় , আমি বয়রা নাকি যে কানে শুনি না ! ”

আমি কিছু বলি নি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম।আর অপেক্ষা করতে লাগলাম কখন ও আমার কাধ থেকে ব্যাগটা নিয়ে বলবে ” যাও ফ্রেশ হয়ে এসো আমি চা আনছি ‌ । কিন্তু ও এই কথা তো বললোই না বরং বললো ,,,
” এভাবে বাহিরে দাঁড়িয়ে আছো কেন? কোলে করে ঘরে ঢুকাতে হবে নাকি ”

আমি ওরকথা শুনে বেশ অবাক হলাম। হঠাৎ ও এমন আচরণ করতেছে কেন? এর আগে তো কখনো এমন করে নি , মেয়ে টা আমাকে অনেক ভালোবাসে অনেক মানে বেহিসেবি ভালোবাসা বিয়ের পর থেকে এখন পর্যন্ত ওর বাবার বাসায় পর্যন্ত যায় নি , যেতে বললে বলে আমি তোমায় ছাড়া যাব না এক ধাপ মাটি ও যাব না কোথাও । যেখানে যাব তোমার সাথে যাবো ওর কথা শুনে আমি শুধু হাসি পাগলী একটা মেয়ে।

আমি কিছু না বলে রুমে ঢুকে পোশাক চেন্জ করে ফ্রেশ হলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম চা-র জন্য , প্রতিদিন এই সময়ে রূপা চা এনে । কিন্তু না আজ চা আনলো না ।

আমি ভাবতে লাগলাম আমি কোন ভুল করেছি নাকি আজ কি রূপা জন্মদিন বা আমাদের বিবাহ বার্ষিকী না আজ তো ৬ সেপ্টেম্বর আজ তো রূপার জন্মদিন কিংবা আমাদের বিবাহ বার্ষিকী না ? তাহলে ও এমন করতেছে কেন?

আমি রুম থেকে বের হয়ে ওকে খুঁজতে লাগলাম , পাশের রুমে গিয়ে দেখি রূপা শুয়ে আছে। ভাবলাম একবার জিজ্ঞেস করি কিছু হয়েছে কিনা কিন্তু ইচ্ছে হয়নি ডাক দিতে ভাবলাম বিশ্রাম নিক ।

আমি বারান্দার চেয়ারটায় বসে একটু অনলাইনে ঢুকলাম ঢুকেই দেখি প্রথম পোস্ট আমার এক কলেজ বান্ধবীর ও ওর একটা পিক শেয়ার করেছে। দেখতে ভালোই লাগছিল তাই একটা লাভ রিয়াক্ট আর একটা কমেন্ট করলাম ,,
” বাহ্ ! তুমি তো দেখি দিন দিন সুন্দরী হচ্ছো ?”

বেস ঠিক তখনি পেছন থেকে রূপা এসে বললো” কে এই মেয়ে ”
আমি একটু সময় নিয়ে বললাম , কলেজ ফ্রেন্ড। তোমার শরীর ঠিক আছে।

‘ আমার শরীলের কথা তোমার চিন্তা করতে হবে না । তুমি সত্যি করে বল কে এই মেয়ে।

আমি ওর কথার আগা গোড়া কিছু বুঝলাম না। বললাম না ফ্রেন্ড তারপরও একি প্রশ্ন জিজ্ঞেস করতেছ কেন।

– কি মনে করছ আমি কিছু বুঝি না হাঁ । আমি এখন পুরনো হয়ে গেছি না , ঐ মেয়ে দিন দিন সুন্দরী হচ্ছে আর আমি দিন দিন কালি হচ্ছি তাই না । আমায় আর ভালো লাগছে না তাই তো ?

আমার এই মুহুর্তে কি বলা উচিত আমি ঠিক বুঝতে পারছি না। মেয়েদের এই একটা অভ্যাস একটা কথা দিয়ে হাজার কথা বানিয়ে ফেলবে।
আমি বললাম….
– কি এসব উল্টো পাল্টা কথা বলতেছ । আর আমি কখন বললাম যে তুমি পুরোনো হয়েছো , কালি হয়েছো , কি সব বলতেছ এগুলা ।

– কিসের উল্টো পাল্টা সত্যি কথা বললেই এখন গায়ে লেগে নাহ !

– আমি ওর দিকে তাকিয়ে একটু ধমকের সরে বললাম.. রূপা তোমার কি মনে হচ্ছে না তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো !

রূপা আমার দিকে কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আমার হাত থেকে মোবাইলটা ছো মেরে কেড়ে নিয়ে গেল।

” এই নাও ”

বেশ কিছুক্ষণ পর রূপা চায়ের কাপ নিয়ে এসলো । আমি শুধু ওর দিকে তাকিয়ে থাকলাম।ও একটু ইতস্তত হয়ে বললো ,,

” ঐ মেয়েটা কি আমার থেকেও অনেক সুন্দরী ” কালকে ও দেখলাম বাসার সামনে মেয়েটার সাথে হেসে হেসে কথা বলছিলে ।

আমি শুধু হাসলাম ওর কথা শুনে এতক্ষণে বুঝতে পারলাম হঠাৎ মহারানীর এমন আচরণ কেন ?আসলে কালকে অফিসে যাওয়ার সময় বাসার সামনে বান্ধবীর সাথে দেখা বেশ কিছুক্ষণ অনেক কথা হলো । ও বললো রানা সাহেব ব‌উ পেয়ে তো ভুলেই গেছেন খোঁজ খবর ও রাখেন না। আমি বললাম কোই ভুলে গেলাম অফিসের চাপ একটু বেশি চলতেছে তাই আর কি ।
এটার জন্যই মহারানীর আচরণ করবে কখনো ভাবতেই পারিনি।

” বলো না সত্যি কি মেয়েটা শুধু তোমার ফ্রেন্ড ছিল ”

কিছুক্ষণ পর রূপা আমার পাশে সরে এসে ভারি কন্ঠে কথাটা বললো।

আমি অনেকটা সময় চুপ করে কেবল ওর দিকে তাকিয়ে থাকলাম, মেয়েটা কেঁদে দিল হুট করে। ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মত কাঁদে ও। তখন অসাধারণ লাগে ওকে।

আমি হুট করে ওর ঠোঁটে চুমু খেয়ে আমার মুখটা ওর কানের কাছে নিয়ে বললাম..
” আমার এই পাগলী ব‌উটাকে রেখে আমি কি কখনো অন্য কারো কাছে যেতে পারি বলো ?

ও কিছু বললো না,চট করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। তখন আমার কাছে মনে হলো সুখ আছে এই পৃথিবীতে অবশ্যই আছে।

সবাই ভালোবাসতে জানে না , যে জানে সে কখনো ছেড়ে যায় না।আর যদি ছেড়ে যায় বুঝে নিও তার কখনো প্রেম ছিল না ছিল কবল আকর্ষন।

লেে

 

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত