বৃষ্টি তোমার অপেক্ষায় মেঘলা

বৃষ্টি তোমার অপেক্ষায় মেঘলা

নাহহ…অসহ্য গরম!!কিছুই যেন ভাল লাগছে না। কয়েকদিন যাবত দেখছি খুব গরম পড়ছে।তবে আজ সকাল থেকে বোঝা যাচ্ছে সাদা-সাদা আকাশে কালো-কালো মেঘ।যাইহোক এখন বিকাল ৫টা।অফিস থেকে ছুটি নিয়ে আসছি একটু তাড়াতাড়ি কারন আজ আমার মেঘলার আম্মুর জন্মদিন।।
..
..
আমি আমার বেডরুমে বসে মুখ ডুবিয়ে পএিকা পড়ছিলাম এমন সময়……
::বাবা,ও বাবা একটু বাইরে আসো তো…
::হ্যা,মা আসছি তবে কেন???
::বাবা,দেখ দেখ আকাশ কান্না করছে,আমার মতো,মনে হয় ওর ও আম্মু নাই।এসো তুমি দেখবে,আসো না…
::হ্যারে,মা এই তো উঠছি।
::হুমম,
ও হ্যা,এতক্ষন যার সাথে কথা বললাম নিশ্চয় বুঝতে পেরেছেন কে উনি??উনিই হলেন আমার রাজ্যের একমাএ রাজকন্য মেঘলা।আমার আদুরীর দুলালী। আমার মেয়ে।
..
..
ওহহ..অনেক দেরি হয়ে গেল।জানি আমার সোনা মেয়েটা আর একবার ও বাবা বলে ডাকবে না।ও হয়েছে ঠিক বৃষ্টির মতো।আর হবেই বা না কেন বৃষ্টিই তো বলতো আমার মেয়ে আমার মতোই হবে।।ভিষন জেদি আর একগুঁয়েমি।
আমি কিচেন থেকে দুটো কফির মগ হাতে নিয়ে বেলকুনিতে আসলাম।দেখি আমার মায়বী কন্য টা চুল এলিয়ে দিয়ে ভাবুক মনে নাকি আকাশের কান্না দেখছে।দেখুক মেয়েটা আজ বৃষ্টির কান্না,আমি আর ওকে ডাকলাম না।
..
..
একদম যেন ওর মায়ের সব স্বভাব পেয়েছে আমার মামনি টা।আজ ওর মায়ের জন্মদিন,আর আজকে এমন বৃষ্টি।।শুনেছি মেঘলার আম্মু পৃথিবীতে আসে সেদিনও নাকি খুব বৃষ্টি হয়েছিল।
তাই ওর নাম রাখা হয়েছিল বৃষ্টি।
সেই ছোট্ট থেকেই মেয়েটাকে চিনতাম।ও আমার বোনের বান্ধুবি ছিল।আমি যখন ফাইবে পড়তাম ও তখন থ্রিতে পড়তো।ও আমাদের বাসায় আসতো প্রায়ই।আমি লুকিয়ে লুকিয়ে দেখতাম ওকে।তারপর আমি যখন ssc দিই ও তখন নাইনে।
অন্যদিনের মতো নোট নিতে ও আমাদের বাসায় আসে।জানি না মেয়েটা কেনো এতো আসে?? ওতো আমার বিষয়ে সব জানে।তবে ও কি আমাকে ভালবাসে।।
আমিও সেদিন ও্ লুকিয়ে লুকিয়ে দেখছিলাম ওকে হঠ্যাৎ…..
বৃষ্টি:এই যে,আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন কেন হ্যা??সামনে আসতে কি হয়।
::নাহহ,তেমন কিছু না।এমনি…
বৃষ্টি:কিছু বলবেন??
::না…..
এভাবেই শুরু হয় আমাদের কথা বলা।আস্তে আস্তে ওকে বলে দিই ভালবাসার কথা।।বৃষ্টি না করে দেয়,বলে বিয়ের পর সব হবে।অবশেষে পড়াশুনা শেষ করেই ওকে বিয়ে করি।
..
..
অনেক সুখেই চলছিল আমাদের সংসার।আমার পেত্নিটা বৃষ্টিতে ভিজতে খুব ভালবাসতো।কেনই বা না ভালবাসবে ও নিজেই তো বৃষ্টি,আমার বৃষ্টি।খুব মনে পড়ে এমন বৃষ্টির দিনে তোমার হাতে ভূনা খিচুড়ি,মগ কে মগ কফি খাওয়ার পাল্লাপাল্লি,আর কত কি….
..
..
হঠাৎ,মেয়ের ডাকে ফিরে এলাম বাস্তবে….
::বাবা,ও বাবা….কি ভাবছো,কফি তো ঠান্ডা হয়ে গেল…
::হুমম,মা এই নে…
::বাবা তোমার চোখে পানি কেন???
::নারে,মা,ও কিছু না।তোর মায়ের কথা খুব মনে পড়ছে।
..
..
বৃষ্টি মেঘলা কে জন্মদিতে গিয়ে মারা যায়।মেঘলার বয়স এখন ৮ বছর।আজ মেঘলার আম্মুর জন্মদিন।মেঘলাই কেক কাটবে আজ।কারন মেঘলার ভিতরই যে আমি ওর আম্মুকে খুজে পায়।
..
..
আচ্ছা বৃষ্টি,তুমি কি সব দেখতে পাও???
তুমি কি সব জানো??জানো,তোমার মেয়ে একদম তোমার মত হয়েছে।
মেঘলা কি বলে জানো,বলে আব্বু আম্মু আসবে,আসবে আমাদের কাছে একদিন।দেখো কত আশা মেয়েটার…..
আমি কিছু বলি না ওকে।ও তো ছোট।ভাঙতে চায় না ওর এই ছোট্ট আশা।
বুঝতে দিই না আমি ওকে তবুও যে নিজের অজান্তে চোখের কোনে জল জমতে থাকে।
যেখানেই থাকো ভালো থেকো তুমি,ভালো থেকো…

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত