পাওয়ার আগেই হারালাম তোমায়

পাওয়ার আগেই হারালাম তোমায়

বন্ধুদের সাথে আড্ডা দিয়ে চায়ের দোকান থেকে বাড়ি ফিরছি।কিছুদুর আসার পর কেউ একজন আমার পথ আটকে দাড়ালো।আমি তাকিয়ে দেখি একটা মেয়ে রাগি চেহারায় আমার সামনে দাড়িয়ে আছে।আমি পাশকাটিয়ে চলে আসছিলাম কিন্তু তা আর হলোনা।মেয়েটি ডাক দিল এবার,,,
মেয়েটিঃএই যে মিঃ দাড়ান?
আমি পেছন দিকে তাকিয়ে কিছুটা অবাকে হয়ে বললাম,,
আমিঃ আমাকে বলছেন?
মেয়েটিঃহ্যা আপনাকেই বলছি।( অনেক রেগে কথাটা বলল)
= বলুন কি বলবেন?
= লজ্জা করেনা আপনার? মেয়েদের ডিস্টার্ব করতে।দেখেত ভালো মনে হয় কিন্তু ভিতরে ভিতরে এত খারাপ কেন আপনি?
= আমি আবার কোন মেয়েকে ডিস্টার্ব করলাম?
= ( রেগে গিয়ে) মিথ্যা বলার আর জায়গা পাননা তাই না।কাল থেকে আমার বান্ধবীকে আর যেন ডিস্টার্ব করতে না শুনি। শয়তান ছোটলোক,,,,,
আরো অনেক গালাগাল করতে করতে চলে গেলো মেয়েটা।
আমি ভাবতে লাগলাম কোন মেয়েকে আমি আবার ডিস্টার্ব করলাম। বড়িতে এলাম মাত্র দুদিন।এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে এলাম।
আমি আবির।এবার অনার্স ১ম বর্ষের ছাত্র।মেসে থেকে লেখাপড়া করি। ২দিন হলো বাড়িতে আসলাম।
পরের দিন আবারও মেয়েটি আমার সামনে এসে পথ আটকে দাড়ালো।আমিত এবার অনেকটা ভয় পেয়ে গেলাম।না জানি আবার আমাকে চড় না মারে যে রাগি!
আমিঃ কি হলো আজত আমি আপনার বান্ধবীকে ডিস্টার্ব করিনি। তাহলে আমার পথ আটকালেন কেনো?
মেয়েটাঃআসলে কালকের জন্য আমি সরি।আমি ভেবেছিলাম আপনি আমার বান্ধবীকে ডিস্টার্ব করেন তাই আপনাকে ওই কথা গুলো বলে ছিলাম।
= আপনার ভাগ্য ভালো আমি বলে আপনাকে কিছু বলিনি।অন্য কেউ হলে আপনাকে থাপ্পর মারত।
= সরি বললামত এবার মাফ করে দিন প্লিজ।
= আচ্ছা মাফ করে দিলাম।
মেয়েটার কথায় যেনো জাদু আছে তাই আর রেগে থাকতে পারলাম না।
মেয়েটা আবার বলল,,
= আমরা কি বন্ধু হতে পারি?
= হ্যা অবশ্যই।
= ( খুব খুশি হলো ও) আমি রিয়া।
= বাহ খুব সুন্দর নামত আপনার।আমি আবির।
= আপনার নামটাও খুব সুন্দর। আচ্ছা আপনি কি পড়েন?
= অনার্স ফাস্ট ইয়ার। আপনি?
=ইন্টার সেকেন্ড ইয়ার।
=আজ তাহলে আসি। আবার দেখা হবে।
= আচ্ছা বায়।
=বায়।
এর পর থেকে আমাদের প্রায়ই কথা হত।রিয়ার সাথে পরিচয় হওয়ার পর কিভাবে যেনো ৭দিন শেষ হয়ে গেল।এবার আমাকে মেসে ফিরে যেতে হবে।কিন্তু রিয়াকে ছেড়ে যেতে মন চাইছে না।তবুও যেতে হবে।
পরের দিন মন খারাপ করে বাড়িতে ফিরছি।হঠাৎ রিয়া আমার সামনে এসে দাড়ালো,,
রিয়াঃ কি ব্যাপার মন খারাপ মনে হচ্ছে?
আমিঃআমি কালকে মেসে চলে যাচ্ছি।
=ও। ( কিছুটা মন খারাপ করে)আবার কবে ফিরবে।
= ২ মাস পর।
= আচ্ছা সাবধানে যেও।
আমি ওর হাতে একটা কাগজ দিলাম।
= কি এটা?
= আমার নাম্বার। যদি কখনো মনে পড়ে তাহলে আমাকে ফোন দিও।
= আচ্ছা।
= ভালো থেকো নিজের খেয়াল রেখো।
= তুমিও।
এর পর আমি ওখান থেকে চলে আসলাম।
পরের দিন সকালে চলে এলাম মেসে।২-৩ দিন হয়ে গেলো কিন্তু রিয়া আমাকে এখনও ফোন করেনি।প্রতিদিন ফোন হাতে নিয়ে দেখি। কিন্তু নিরাশ হতে হয়।
একদিন রাতে পড়ছি হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে। প্রথম বার ধরলাম না।বাজতে বাজতে মিসকল হয়ে গেলো।
২য় বার আবার ফোন এলো ওই নাম্বার থেকে।এবার ফোন ধরে,,,
= কেমন আছো?
= ভালো।কে আপনি?
= রিয়া।
নামটা শুনেই যেনো আমি থমকে গেলাম।কিছুক্ষন চুপ থেকে তারপর বললাম,
= কেমন আছো?
= ভালো। প্রথমে ফোন ধরলেনা কেনো?
= আমি ফোনের কাছে ছিলাম না তাই।
= ও।তা লেখা পড়া কেমন চলছে?
=ভালো। তোমার?
= ভালো।বাড়ি ফিরবে কবে?
= ২মাস পর।
= আচ্ছা।এখন ঘুমাও অনেক রাত হয়েছে।গুড নাইট
= ওকে গুড নাইট।
এর পর থেকে আমাদের প্রায়ই কথা হতো।ও সবসময় আমার খোজ খবর নিত।কি করছি কেমন আছি ইত্যাদি।
আস্তে আস্তে আমি বুজতে পারছি আমি ওকে ভালোবেসে ফেলেছি।ওর সাথে একদিন কথা না বললে আমার কিছুই ভালো লাগেনা।নিজেকে যেনো একলা মনে হয়।

দির্ঘ ২মাস পর আজকে বাড়িতে ফিরছি।মনের মধ্যে যেন আনন্দ আর ধরেনা। অনেক দিন পর আজ রিয়াকে দেখব।মনটা আমার ব্যাকুল হয়ে আছে ওর জন্য।
বাড়িতে এসে দুপুরে খেয়ে ঘুমিয়ে পড়লাম।
বিকালে ফোনের শব্দে ঘুম ভাঙল,,
আমিঃহ্যালো
রিয়াঃ কখন আসলে বাড়িতে।
= ও তুমি।দুপুরে এসেছিলাম।
= এখন দেখা করতে পারবে একটু। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে?
= আচ্ছা ৫মিনিট দাড়াও আমি আসছি।
= তাড়াতাড়ি এসো।
বলে ফোনটা কেটে দিলো।
আমি ভাবলাম কি এমন সারপ্রাইজ হতে পারে।
না কিচ্ছু আসছে না মাথয়।তাই ফ্রেস হয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে।
কিছুদুর যাওয়ার পর দেখতে পেলাম রিয়া দাড়িয়ে আছে রাস্তার পাশে। আজ ওকে খুব খুশি মনে হচ্ছে। আমি কাছে যেতেই আমার হাততে একটা কার্ড ধরিয়ে দিলো।
আমিঃ কিসের কার্ডএটা?
রিয়াঃখুলেই দেখো বুঝতে পারবে।
আমি খুলে দেখি ওটা বিয়ের কার্ড। আমি যেন থমকে গেলাম। আমার কেমন যেন নিঃস্বাশ নিতে কষ্ট হচ্ছে।তবুও এই মুহুর্তে নিজেকে সমালে নিলাম।
= কংগ্রাসুলেশন।( ইচ্ছা না থাকা সত্তেও একটু হেসে কথটা বলতে হলো)
= হুম।প্রথমে তোমাকেই দিলাম আসবে কিন্তু।
= আচ্ছা।আসব।
= আজ তাহলে আসি। ভালো থেকো।
= তুমিও।
এই বলে রিয়া চলে গেলো। আমি যেনো আর কিছু ভাবতে পারছি না।
অনেক সপ্ন বুনে ছিলাম ওকে নিয়ে মনের মাঝে। অনেক ভালোবেসেছিলাম ওকে।কিন্তু কিছুই বলা হলোনা।সবকিছুই যেন শেষ হয়ে গেল।
হলোনা কিছুই বলা তোমায়,
না বলাই রয়ে গেলো সেই কথা গুলো,
হলো জমা আজ স্মৃতির পাতায়।
ফুটে ওঠা ফুল ঝরে গেলো আজ,
মনের আঙিনা জুড়ে আজ শত দুঃখের সাঝ।
আমি আজ এলোমেলো,
তুমি আছো খুব ভালো।
আসা করি থাকবে সারাটাজীবন।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত