ভালোবাসি

ভালোবাসি

বিয়ে নিয়ে বর নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার বিয়ের পর এই করবো সেই করবো অনেক আহ্লাদী ছিলাম আমি,, কিন্তু আমার সব স্বপ্ন যেন নিমেষেই ধূলোয় মিশে গেলো। যাকে বিয়ে করলাম তার প্রাক্তন প্রেমিকা তার সাথে বেঈমানি করে অন্যজনকে বিয়ে করে নিয়েছে,,তাই সে নারী জাতিকে আর বিশ্বাস করে দ্বিতীয় বার ঠকতে চায়না,,

আমাকে বিয়ের দিন রাতে পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাকে স্ত্রীর অধিকার দিতে পারবে না উনি,,,উনার মা-বাবার কথা রাখার জন্য আমাকে বিয়ে করেছেন,, তার মা-বাবার যাতে যথেষ্ট খেয়াল রাখি আমি এইটুকুই তার অনুরোধ ছিলো আমার কাছে আর আমি বাধ্য বউ এর মত স্বামীর আদেশ পালন করলাম সবার সামনে সুন্দর অভিনয় করে দিন শেষে একই রুমে দুইজন দু দিকে মুখ ফিরিয়ে ভাবনার জগতে অবসান ঘটিয়ে ঘুমিয়ে পড়ি আমি আমার বরকে খুব ভালোবাসি তার সব কিছুর প্রতি আমি খেয়াল রাখি আমার শ্বশুর শ্বাশুড়িও আমাকে তাদের মেয়ের মত দেখেন,,

শুধু আমার বরের মনে বউ এর জায়গাটা আমি নিতে পারিনি,,, তবে মাঝে মাঝে তিনি আমার সাথে নিজের থেকে কথা বলে,,আমার কি লাগবে তা জিজ্ঞেস করে এইটুকুতেই আমি প্রচুর শান্তি অনুভব করি এই কয়েকদিন আমাকে তিনি ঘুরতে নিয়ে যায়,শফিং এ নিয়ে যায়,, মাঝে মাঝে আমার জন্য ফুচকা নিয়ে আসে,,,একসাথে বসে খাবার খায়,,আমার মন খারাপ থাকলে আমার মন ভালো করার চেষ্টা করে এই সব যেনো আমার কাছে স্বপ্নের মত লাগে তবে ইদানীং খেতে ইচ্ছা করে না,,, কোন কাজ ঠিক মত করতে পারিনা মাথা গুরায়,,, বমি আসে মাথা ব্যাথা করে প্রচুর ডাক্তার কাছে যাবো বলেও ইচ্ছা করে না যেতে,,

আমার বর আমাকে ডাক্তার কাছে নিয়ে গেছে টেস্ট করিয়েছি আমি হয়তো প্রেগন্যান্ট এটা মনে হলো তাই আমি খুব খুশি আমার বরও খুশি সে বাবা হবে সুধু রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় বিকালে দুজনে গেলাম রিপোর্ট নিয়ে আসতে রিপোর্ট এ যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমার ব্রেন টিউমার হয়েছে বাঁচার কোন গেরান্টি নেই এটা দেখে আমি যেন নিঃশেষ হয়ে গেলাম,,আমার বর আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না বাচ্চাদের মত প্রথম দেখলাম আমার জন্য আমার বরের ভালোবাসা,, দেখলাম পুরুষ মানুষ এর কান্না আমাকে কোন কাজ করতে দেয় না অামার বর সারাক্ষন আমার কাছে থাকে রাতে যখন আমার ঘুম ভেঙে যায় দেখি সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না করছে

আজকে সকাল থেকে মাথাটা অনেক ভারী হয়ে আছে অনেক ব্যাথা করছে কাশতে কাশতে রক্ত বমি করে মাথা ঘুরে পড়ে গেলাম,,, নিজেকে আবিষ্কার করলাম হাসপাতাল এর বেডে মুখে অক্সিজেন মাক্স লাগানো নিশ্বাস নিতে পারছিনা ঠিক মত খুব কষ্ট হচ্ছে হয়তো আজকেই আমার শেষ দিন মৃত্যু যন্ত্রণা এতো কঠিন হয়ে পারে জানা ছিলো না চোখ দিয়ে পানি পড়ছে অনবরত,,,ডাক্তার আমার চেকাপ করে বাহিরে যেতেই আমার বর উত্তেজিত হয়ে বলে উঠলো ডাক্তার আমার বউ ঠিক হয়ে যাবে তো,, আমার বউ এর কিছু হবে না তো,, ডাক্তার উনাকে শান্ত করার চেষ্টা করছে,,আর বলছে দেখুন ভেঙে পড়বেন না,,উপর ওয়ালার লিখন তো বদলাতে পারবেন না উনাকে বাঁচানো সম্ভব নয়,, আমার বর না বলে কান্না করতে করতে ডাক্তার এর পা ধরে বলছে প্লিজ আমার বউকে বাঁচান যত টাকা লাগে,,

আমরা চেষ্টায় আছি বলে ডাক্তার চলে যেতেই উনি আমার কাছে আসলেন আমাকে জড়িয়ে ধরে বলেন তোমার কিচ্ছু হবে না তার কথায় আমি মৃদু হাসলাম,, আমি অনেক কষ্টে মাক্স খুলে অনাকে বললাম আমার শেষ একটা কথা রাখবেন একবার বলবেন আমাকে ভালোবাসেন,, উনি পাগলের মত আমার কপালে চুমু দিয়ে বলতে লাগলেন বউ খুব ভালোবাসি তোমায় তোমাকে কোথায় যেতে দিবো না অনেক ভালোবাসবো তোমায় এইসব বলতে লাগলেন,, আমার দিক থেকে সময় ফুরিয়ে গেছে দুহাতে উনাকে শক্ত করব জড়িয়ে ধরে অনেক কষ্টে বললাম খুব ভালোবাসি আপনাকে,, এটা বলেই হাত ছেড়ে দিলাম পাড়ি জমালাম না ফেরার দেশে,,,

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত