সিফাত তার বাবা মার আদর এর ছেলে।।যখন যা চেয়েছে তাই পেয়েছে।।কথায় বলে না সোনার চামচ মুখ এ নিয়ে জন্ম
নেয়।।।।ওর বেলায় অ ঠিক তাই।।তার বাবা তাকে আদর করে সিফু বলে ডাকতো।।।।সে অনেক ভাল ছাত্র ছিলো।।রেজাল্ট ও
অনেক ভাল হোত।।
সব ছেলেদের মত সে ও একটি মেয়েকে ভালবাসত।।। কিন্তু মেয়েটা টাকে পাত্তা ই দিতো না।।।
মেয়েটা কে একদিন প্রপজ করে বোসল।।মেয়েটা তার ভাই কে দিয়ে সিফাত কে অনকে মাইর খাইয়েছিল।।।
তার পর ও সিফাত তাকে ভালবাসত।।তার নাম ছিল নিলা।। একদিন নিলা তার বাসার লোকদের দিয়ে সিফাত কে
অনেক অপমান করায়।।।সিফাত তার পর অনেক ভেঙে পরেছিল।।পরাসুনা ও ঠিক মতো করতো না।।রেজাল্ট এ দিন দিন অনেক খারাপ হয়ে
যাচ্ছে তার।।সেই দিক এ সিফাতের কোন খেয়াল নেই।।। সিফাত খুব ভাল গিটার বাজাতো।।।
হটাৎ একদিন…..
.
পড়ন্ত বিকেল…..
সিফাত লেক এর ধারে একটা ব্রেঞ্চ এ বসে আনমনে গিটার বাজাচ্ছে।।।
তার কল্পনা তে একটা গান এর সুর তুলতে চেস্টা করছে।।
.
ঠিক তখন ই….
# আপনি তো অনেক ভাল গিটার বাজাতে পারেন।।
# জি আমাকে বলছেন!
# হ্যে আপনাকে ই বলছি।।
#……………………………..!
# আমি রিয়া…আপনি?
# আমি সিফাত…
# আমি কি আপনার বন্ধু হতে পারি??
# সিফাত ভাবছে দেখে তো ভালো ঘরের মেয়ে বলে ই
মনে হচ্ছে…..বন্ধু বানানো যায়….
# কি ভাবছেন??
# না কিছু না।।।।হ্যে বন্ধু হতে পারেন।।
# ধন্যবাদ।।। আজ আমি আসি।।সন্ধ্যা হয়ে গেছে… বাই….
# বাই…..
.
.
সিফাত ভাবছে চিনি না জানি না…..হটাৎ করে বন্ধু হয়ে
গেলো।।।
কে এই মেয়ে…..
আর তখন ই আযান দিয়ে দিছে।।।।।সিফাত মনে মনে বলছে
আজ আর সুত তুলা হবে না…..ধুর…….
.
.
আইভাবে আস্তে আস্তে সিফাত আর রিয়ার বন্ধুত্ত টা অনেক গারো হয়ে উঠেছে।।।২জন ২জন কে ছাড়া কিছু বুঝে না।।।।
তারা ২জন প্রতিদিন ই অই লেক আর পারে গিয়ে বসে থাকতো।।।। রিয়া গিটার এর সুর খুব পছন্দ করতো……..
এখন সিফাত আর আগের সিফাত নেই।।।অনেক পালটে গেছে।।।।।।
হটাৎ একদিন সিফাত গিটার ছাড়া লেক এর পারে
গেছে…….সেটি
দেখে রিয়ার কি রাগ……
রিয়াঃগিটার আনো নাই কেন???
সিফুঃকলেজ থেকে সোজা আইখানে আসছি।।।তাই
আনতে পারি
নাই।।।।
রিয়াঃজাউ এখন ই বাসা থেকে নিয়ে আস।।।তুমি জান না
তুমার গিটার এর
সুর না সুনলে আমার ভাল লাগে না
সিফুঃমাত্র তো আসলাম।।।এখন এ জাইতে হবে??
রিয়াঃহ্যে এখন ই যাউ
সিফুঃআজ না আনলে হয় না।।।।
রিয়াঃনা
সিফুঃআর কনদিন ই আমন হবে না সত্যি..
রিয়াঃযাউ এইবার এর মতো মাফ করে দিলাম…..আর
কখনো যেন
এমন না হয়…..
সিফুঃokkkk
.
কয়েকদিন পর রিয়ার জন্মদিন….. সিফাত কে ও সেখানে
যেতে
বলে….
সিফাত ও সঠিক সময় এ সেখানে জায়।।।
সিফুঃhappy birthday রিয়া
রিয়াঃthanks
সিফুঃএই নাউ তুমার গিফট…
রিফাঃওওওও…..অনেক সুন্দর একটা ডাইরি।।।
সিফুঃহুম্ম…..এইখানে তুমার মনের কথা গুলা লিখে
রাখবা…..তাই দিছি।।।।।
………
…………
রিয়ার বন্ধু রা সিফাত এর কাছে একটা গান সুন্তে চায়।।।।
তখন সিয়াত তার নিজের লিখা সপ্নে দেখা রাজকন্না গান টা গায়।।।। গান সেস হবার সাথে সাথে করতালি তে মুখরিতো হয়ে উঠে
ঘর টা।।।।
.
.
.
কিছুদিন পর….
সিফাত লেক এর পাসে বোসে গিটার বাজাচ্ছে।।।।থিক
তখন ই রিয়া
আসে।।।।।
সিফুঃআর এতো দেরি করলে কেন??
রিয়াঃclass ছিল একটা।।সন্ধ্যা হয়ে গেছে আমাকে এখন
ই
যেতে হবে…
সিফুঃএই মাত্র ই ত আসলা।।।এর এখন ই চলে যাবা?
রিয়াঃহুম দেরি হলে আম্মু চিন্তা করবে…আমি তাহলে
আসি…..এই
বলে রিয়া চলে গেলো….
সিফাত একটু পর খেয়াল করলো…. তারাতারি তে রিয়া
তার ডাইরি তাই ভুল এ রেখে গছে।।।।।
সিফাত তখন সেটা নিয়ে বাসায় চলে যায়।।। রাত এ সে
ভাবলো
ডাইরি টা পরবে না….কিন্তু পরক্ষন এ ই সে ডাইরি টা পড়া সুরু করলো…..
ডাইরি পরে সে বুঝতে পারলো রিয়া ও তাকে
ভালবাসে।।।।
.
তার পরের দিন……
সিফুঃকখন আসছো রিয়া?
রিয়াঃঅনেক খন….
সিফুঃআজ দেরি করে আসার জন্নে আমাকে বকা দিবে না?
রিয়াঃসবসময় ফাইজলামি ভাল লাগে না কিন্তু।।।।আমার
mood off…..
সিফুঃকেন কি হইছে?
রিয়াঃকাল থেকে তমার দেয়া ডাইরি টা খুজে পাচ্ছি না..
সিফুঃমন করাপ কর না…..তুমারnext birthday তে আবার অই
রকম একটা
ডাইরি গিফট করব নি..
রিয়াঃডাইরির জন্নে মন খারাপ হচ্ছে না…আমার লিখা
গুলার জন্নে মন
খারাপ হচ্ছে..
সিফুঃকি লিখা ছিল জানতে পারি আমি??
রিয়াঃ না পারসনাল লিখা আমার…..
সিফুঃবাহ বাহ কি আবেগ
রিয়াঃথাক তুমি আমি গেলাম….
ঠিক তখন ই সিফাত রিয়ার দিক এ ডাইরি টা বারিয়ে
দেয়।।।।
রিয়াঃতুমি আইটা কই পেলে??
সিফুঃকাল তুমি ভুল এ রেখে গেছিলা।।
রিয়াঃতার মানে তুমি আমার ডাইরির লিখা গুলা পরছো?
সিফুঃকোন সন্ধেহ আছে?
রিয়াঃ
সিফুঃভালবাসি কোন সন্ধহ আছে
আইটা বলে ই সিফু হাটু গেরে বসে চিৎকার করে বলে
ভালবাসি
আমি তমায় অনেক ভালবাসি
.
পার্ক এর সমস্ত মানুষ এখন তাদের দেখছে….কেউ কেউ
আবার ছবি ও তুলছে…….
তখন ও পরন্ত বিকেল…….রিয়া সিফাতের কাধ এ মাথা
রেখে বসে
আছে…..আর সিফাত তার কল্পনার জগৎ থেকে সুর এনে
গিটার এ
ফুটিয়ে তুলছে……….
…………………………………………সমাপ্ত……………………………….
গল্পের বিষয়:
ভালবাসা