প্রাক্তনদের ভ্যালেন্টাইন

প্রাক্তনদের ভ্যালেন্টাইন

ভ্যালেন্টাইন ডে’র রাতে বাবার প্রাক্তন , বাবাকে ফোন করলো। রাত বাজে তখন প্রায় বারোটা। হটাৎ উচ্চশব্দে বেজে উঠলো, বাবার সবুজ মোটা টাইটানিক। ঘুম থেকে লাফিয়ে উঠলো মা।

— ”এতো রাইতে কেডায় ফোন দেয়”? (ভয়ে বাবার মুখে কোন কথা নেই) বাবা ফোন সাইলেন্ট করতেই, ফোন বেজে উঠলো আবার।

— “কি হলো? “ফোন ধরতেছ না কেন”? মা’র ধমক শুনে, অপরাধ চাপা দিতে রেগে উঠলো বাবা।
— “এতো কিছু জানা লাগবে কেন”?
“মহিলা মানুষ! ঘুমাও!

— “জানা লাগবে না মানে? “কেডায় ফোন দেয়, আমারে কওন লাগবো” ( শুরু হলো ঝগড়া)

ভয়ে আমিও ফোন সাইলেন্ট করে রাখলাম। আজ সারাটা দিন প্রাক্তন আমাকে ফোন দেয়নি, না জানি আমাকেও কখন ফোন দেয়! অনেকগুলো কথা মুখস্থ করে রেখেছি এবার, ঝটপট উত্তর দেবো। না, অনেক রাত অপেক্ষার পরও ফোন অাসলো না। ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়লাম। সপ্নে দেখি “আমার প্রাক্তন আমাকে একটা গোলাপ দিয়ে বলছে… “রাগ করোনা সোনা, আমিও সারাদিন অনেক ট্রাই করেছি, চান্স পাইনি”

“দুষ্ট স্বামীটা সারাদিন ঘর ছাড়েনি”
“আই এম স্যরি”

ঘুমের মাঝেই মনটা যেন তৃপ্তি পেল কিছুটা। এই ভেবে যে অনেক দিন পর স্বপ্নে দেখা আর কথা দু’টাই একসঙ্গে হলো। যাই হোক, সকাল বেলা মনটা খুব খুশি খুশি। ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি কালু ভাই ব্রাশ করছে। কালু ভাই সম্পর্কে চাচাতো ভাই লাগে। আমাকে দেখেই গল্প শুরু করলো….

— “কি হয়েছে জানিস?
— “না তো! কি হয়েছে? (আমি)
— তোর প্রাক্তন ভাবী গতকাল রাতে কল দিয়েছিল।
— তো কি বললো ভাবী?
— শুনেই দ্যাখ! কল রেকর্ডিং ছাড়লো কালু ভাই। তাতে ভাবী বলছে….

“রাগ করোনা সোনা, আমিও অনেক ট্রাই করেছি, সারাদিন চান্স পাইনি”
“দুষ্ট স্বামীটা সারাদিন ঘর ছাড়েনি”
“আই এম স্যরি”

এ কি! আমি হাঁ হয়ে গেলাম। এসব না আমার স্বপ্ন! আমার কেন জানি প্রযুক্তিকেও মিথ্যা মনে হতে লাগলো। কারন, এ কথাগুলো তো স্বপ্নে আমার প্রাক্তন আমাকে বলেছে। তাহলে আমি কাকে স্বপ্নে দেখলাম? ছিঃ… ছিঃ… এসব কথা তো ভাইকে বলা যাবে না। লজ্জা মুখে দৌড়ে রুমে ঢুকলাম। ফোন হাতে নিয়েই দেখি, পঁচিশ মিসড কল কল। প্রাক্তনের নাম্বার, আমার ফোন তো সারারাত সাইলেন্ট ছিল। অনেকগুলো কল দেওয়ার পর মেসেজ দিয়েছে সে। “আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো” mমনটাই খারাপ হয়ে গেল, মেসেজ দেখে। হটাৎ শুনি ভাঙা গলায় মা ডাকছে।

“কি গো নবাবের পুত?
“ঘুম হইনাই এখনো?
“উঠেন, বাপ পুতে মিল্লা থালা বাসন গুলি ধূয়ন দেন”
“সারা রাত বাপ পুতের প্যানর প্যানরে আমার ঘুম হয়নাই”
“আমি ঘুমাইলাম”
“পুরানা পিরিত জাইগা উঠছে, একেক জনের”

ব্যাপারটা বুঝলাম না , কথা কইলো কালু ভাই! দোষ হইলো আমার। এদিকে বাবাও দেখি নরম স্বরে ডাকছে,”আয় বাবা আয়” কি আর করার! আমাকে এখন থালা বাসন মাজতে যেতে হবে।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত