ঈদের দিন

ঈদের দিন

আমার প্রেমিকা আমাকে সাত মাস আগে ছ্যাকা দিয়েছে । এরপর থেকেই আমি কেমন জানি শুকিয়ে গেছি । ঠিক মত খেতে পারি না, সবার সাথে তাল মিলিয়ে চলতে পারি না,রাতে ঘুম হয় না। আরো নানা ধরনের সমস্যা তো আছেই ৷ আমি ভেবেই নিয়েছিলাম আর যাই হোক এইবার হয়ত আগের বারের মত ঈদের দিনটা কাটবে না ৷ আর সেই ভাবনার আলামতের চিহ্ন সকাল বেলা মোবাইলের জিপি সার্ভিসের মেসেজ দেখেই টের পেলাম । খুব আশা করেছিলাম কোন মেয়ে মেসেজ দিয়ে বলবে, এই রাসেল আরো কত ঘুমাবে, নামাজে যাওয়ার টাইম হয়ে গেছে তো ৷ কিন্তু তা না,মেসেজ এসেছে “ঈদের দারুন অফার ৪৩ টাকায় দুই জীবি। অফারটি পেতে ডায়াল করুন অমুক অমুক৷

এমন মেসেজ দেখা মাত্রই জিপি সার্ভিসকে মনে-মনে হালকা বকা-ঝকা করে মোবাইলটা বিছানার কোনায় চটকানি মারলাম। এরপর বিছানায় থাকা কোল বালিশটাকে জড়িয়ে ধরে ভাবতে লাগলাম, ইশ আগের বারের ঈদে ঘুম থেকে উঠেই রুপার মেসেজ পেয়েছিলাম আর আজকে জিপি সার্ভিসের মেসেজ । ভাবনার ঘোড় শেষ না হতেই আম্মু রাসেল, রাসেল বলে সারা বাড়িতে অ্যালার্ম দিচ্ছিলো ৷ আম্মুর অ্যালার্মে ফ্রেশ হয়ে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়ে বন্ধুদের সাথে কোলাকুলি করে বাসায় আসলাম৷

বাসায় এসে নিজেকে খুব অসহায়-অসহায় লাগছিলো ৷ ভাবছিলাম আজ আর বাসা থেকে বের হবো না। অবশেষে বন্ধুদের টানেই বাসা থেকে বের হয়ে ওদের সাথে রাস্তা দিয়ে হাটছিলাম ৷ ওদের সাথে কিছুক্ষন হাটার পর দেখলাম আমাদের চোখের সামনে দিয়ে এক দল মেয়ে মেয়ে হেটে যাচ্ছে । চোখের সামনে অনেক গুলি মেয়েদের সমারোহ দেখলে যা হয় আমাদেরও মধ্যেও তা হলো ৷ অতঃপর পাচ মিনিটে অভি, নিলয়, সুপ্ত, ওরা সবাই নিজের মত করে বেচে নিল কার বউ কোনটা হবে ৷

আর আমি বেচারী সাত মাস আগের ছ্যাকা খাওয়ার ব্যাথায় মাথা নিচু করে হাটছিলাম ৷ পাচ মিনিট হাটার পর আমি আমার বন্ধুদের উদ্যেশ্যে বলললাম, দোস্ত তোরা সবাই ফলো কর আর আমি যাইতে পারব না বলেই রাস্তার ধারে বসে পড়লাম ৷ আমি ভেবেই নিয়েছিলাম আমার বন্ধুরা আমাকে ওই একদল মেয়ের দলটিকে ফলো করার জন্য রিকুয়েস্ট করবে কিন্তু না ওরা তা করে নি। ওরা সবাই আমাকে ছেড়েই চলে যাচ্ছিলো ৷ অতঃপর আমি রাস্তার ধারে বসে বসে বন্ধুদের মেয়েগুলোকে ফলো করার দৃশ্য দেখতে লাগলাম ৷ কিন্তু কিছুক্ষনপর সেই দৃশ্য যখন আমার চোখের আড়াল করে অনেক দূরে চলে গেল তখন মাথার ভিতরে শয়তান চেপে বসলো। এরপর দিলাম একটা ভো দৌড় দিলাম ৷ এক দৌড়ে বন্ধুদের পাশ কাটিয়ে ওদের ফলো করা বানানো বউদের সামনে হাপাতে হাপাতে হাজির হয়ে সব থেকে সুন্দর মেয়েটার উদ্যেশ্যে বললাম,

–আপু আপনার কাছে কি একটা টিস্যু পেপার হবে, অনেক ঘেমে গিয়েছি তো ?
–আমি আপনার সেক্রেটারি নাকি যে টিস্যু পেপার নিয়ে ঘুরব ?
–তাহলে একটা গল্প বলি মন দিয়ে শুনুন। যদিও আমি অপরিচিত। তারপর ও না করবেন না পিলিজ ৷
–আচ্চা বলেন.?
–ধন্যবাদ। সেসময় আমি ক্লাস এইটে পড়ি ৷ ক্লাসের টিফিন টাইমের আগে দেখি আমার বাংলা বইটা হারিয়ে গেছে ৷ ভাবলাম কোন মেয়ে হয়ত নিয়েছে৷

–তারপর কি হলো বলেন?
–তারপর আমি ক্লাসের দরজা জানালা বন্ধ করে মেয়েদের ব্যাগ চেক করতে লাগলাম বই খোজার জন্য ৷
–বই কি পেয়েছিলেন ?
–না পাই নাই ৷ তবে অন্য জিনিষ পেয়েছিলাম৷
–কি পেয়েছিলেন তাহলে ?
–প্রায় অধিকাংশ মেয়েদের ব্যাগেই আয়না,চিরুনী, টিস্যু পেপার,আর লিপস্টিক পেয়েছিলাম।
–থাকতেই পারে অস্বাভাবিক কিছু না ।
–হুম আমিও তো সেটাই বলছি থাকতেই পারে অস্বাভাবিক কিছু না ৷
–তাহলে এই গল্প শোনানোর উদ্যেশ্যটা কি ?
–ক্লাস টাইমে যদি আপনারা মেয়েরা ব্যাগে করে লিপস্টিক,

টিস্যু, আয়না,চিরুনি নিয়ে যেতে পারেন তাহলে ঘোরার সময় কেন নয় ? আমার এই গল্প শোনার পর মেয়েটা ওর একটা বান্ধুবীকে বলেছিল, “এ নিলু এই পাগলটাকে একটা টিস্যু পেপার দে তো ৷ এই পাগলের বকবকানি ভাল লাগতাছে না। ” যাই হোক শেষমেষ যখন আমাকে টিস্যু পেপার দিল আমি সেসময় মেয়েটাকে বলেছিলাম,

-আপু আমি অনেক টায়ার্ড, দয়া করে মুখ টা একটু মুছে দিবেন ?
–বসতে চাইলে শুয়তেও চায় দেখি৷
–ওকে ধন্যবাদ । আরেকটা কথা আপনার মোবাইলটা একটু দিবেন ?
–আবার মোবাইল কেন?
–আরে দেন না পিলিজ ৩০ সেকেন্ডের জন্য ৷

অতঃপর মেয়েটি আমাকে তার মোবাইল টা দেয় । আর আমি মেয়েটার মোবাইলে আমার নামবারটা যত্ন সহকারে তুলে যেই না রাসেল নাম দিয়ে সেইভ করলাম সেসময় সামনে চোখ তুলতেই দেখি আমার মামা বাইক নিয়ে আমার সামনের রাস্তা ধরেই এগিয়ে আসছে ৷ তাই, সেখানে আর এক সেকেন্ড ও দেরি না করে মেয়েটার মোবাইলে নাম্বারটা সেইভ করে দিয়েই বাড়ির মুখে একটা ভো দৌড় দিতে লাগলাম। তবে সেদিন দৌড় দিতে দিতে একটা কথাই বলছিলাম, আমি এর আগে একটা ছ্যাকা খেয়েছি আপু, বর্তমানে সিংগেল আছি ৷ সময় করে একটা মেসেজ আর কল দিয়েন। অবশেষে মামাকে দেখে বাসায় আসলাম। বাসায় এসে রাত ১০ টার দিকে যেই না ঘুমাতে যাব, দেখি অপরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে,

–ভাইয়া আমি আপনার টিস্যু পেপার চিন্তে পারছেন.?”
–চিনব না কেন?

অতঃপর আমরা এখন জানু-সোনা টাইপের মেসেজ করছি । যাকে বলে প্রথম দেখাতেই প্রেম। এরকম প্রেমের দেখা গল্প উপন্যাসের বইয়ের পাতায় মিলে ৷

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত