প্রেম , ব্রেক আপ এবং……!!!!

প্রেম , ব্রেক আপ এবং……!!!!

১। সে অনেক ভালো ছাএ ছিল। প্রতিদিন তাকে
কলেজে দেখা যেত ,কেউ আসুক আর না আসুক
সে কলেজে আসতই। আমি আমার কাছের বন্দু
মাহিনের কথা বলছি। কিন্তুু ইদানীং তাকে তেমন
কলেজে দেখা যায় না। তাহলে সে কি করে গুমায়
নাকি স্লিপিং পিল খেয়ে গুমায়। তার প্রতিরাতে নাকি
৮/১০ টা স্লিপিং পিল লাগে।
২। যে ছেলেটা সিগারেটের গন্ধ নাকে গেলে
মাথা গুরে পরে যেত তাকে ,আজ তাকে দেখলাম
ক্যাম্পাসের সামনে মামার টং দোখান থেকে
সিগারেট কিনছে। দৌরে তার কাছে গিয়ে জিঙ্গাসা
করলাম সিগারেট খাস কবে থেকে সে বলল
যেদিন থেকে সে চলে গেছে।
৩।কিছুদিন আগে আমার এক বন্দু বলছিল জীবনে
মইরা যামু রিলেসন করমু না। কথাটা শুনে তারদিগে
কয়েক মিনিট তাকিয়ে ছিলাম, কিন্তুু কে জানত যে
সেও গোপনে একটা রিলেসন করে রেখেছিল।
যেদিন মেয়েটির বিয়ে হয়ে যায় সেদিন বাদ্য
হয়েই পকেট থেকে টিস্যু বের করে দিতে
হইছে সেই বন্দুকে। বন্দুু টি এখন নিজেকে
সাইকো বলে গোষনা দিয়ে দিছে।
৪।পার্কে বসে আছি পেছন থেকে ডাকছে
সুপ্ত। কাছে গিয়ে বললাম তুই এখানে কেন, সে
বলল তোর ভাবীর সাথে সর্বশেষ এখানে দেখা
হয়েছিল। তাই প্রতিদিন এখানেই বসে থাকি। যদি সে
ফিরে আসে।
৫। পাশের বাসায় কান্নার শব্দ পেয়ে দৌরে গেলাম
সেখানে। গিয়ে দেখি ছেলেটি সুইসাইড করছে।
কারন জানতে চাওয়ায় তার কাকাত ভাই ছেলেটির
মোবাইল টি হাতে ধরিয়ে দিয়ে মেসেজ চেক
করতে বলল। মেসেজে লিখা ছিলো ”শারমিন তুমি
আমাকে ছেরে চলে গেলে, আমি তোমাকে
ছারা বাচব না এটা তোমাকে আমি আগেই বলেছিলাম
তাই পরপারে চলে গেলাম। সেখানে গিয়েও শুধু
তোমাকে ভালোবাসব ” আর রিপলে যা দেখলাম
সেটা হল ” তোর যা ইচ্ছা তুই তাই কর ” ।ছেলেটির
মাকে দেখে আমিও কেমন জানি কান্না করে
দিয়েছিলাম।
বি:দ্র: আপুরা তোমরা রিলেসন কে ফান ভাবে নিও না।
কারন তুমি যার সাথে ফান করছ সে তোমাকে নিয়ে
বাচার স্বপ্ন দেখে।

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত