রহিম প্রতিদিনের মতো নীলাকে প্রোপজ করার জন্য হাতে গোলাপ ফুল নিয়ে স্কুলের “”মোড়ে”” রাস্তার পাশে বাদাম গাছের “”নিচে”” অপেক্ষা করতেছে, নীলা রহিমের দিকে এগিয়ে আসতে, রহিম নীলার দিকে”” প্রতিবারের মতো ফুল এগিয়ে দিয়ে ভালোবাসার কথা বলতে শুরু করলো….
:- নীলা আমি তোমাকে ভালোবাসি ( রহিম)
:- ধুর”‘ ছাই, যার কাছে রাস্তায় পরে থাকা ফুল ছাড়া দামি কোন গিফট দেওয়ার সামর্থ নেই,
সে আবার ভালোবাসবে আমাকে???? ( নীলা) নীলার মুখে এই কথা শুনে, রহিমের চোখের কোনা দিয়ে এক ফোঁটা জল বেয়ে পড়লো রহিম দীর্ঘ এক বছর ধরে নীলাকে প্রপোজ করে আসতেছে কিন্তু রহিম গরীব বলে নীলা রহীম কে ভালোবাসা থেকে বঞ্ছিত করছে রহিম নীলার চলে যাওয়ার দিকে একভাবে চেয়ে আছে পিছন থেকে রহিমের ফ্রেন্ড জাহেদ এগিয়ে এসে রহিমকে ডেকে বললো…
:-দোস্ত, তুই এই খানে আর আমি তোকে সারা গ্রাম খুঁজে বেরাচ্ছি,,, তোর একটা খুশির খবর আছে,,,কিন্তু তুই আজকে ও নীলার পিছনে ঘুড়ে বেরাচ্ছিস????(জাহেদ)
:- তুই নীলাকে নিয়ে কিছুই বলবি না,, আমি নীলাকে ভালোবাসি,(রহিম)
:- আমি বুঝিনা যখন একটা ছেলে একটা মেয়েকে এবং একটা মেয়ে একটা ছেলেকে, পাত্তা না দেয় তখন ছেলেটি মেয়েটির পিছনে এবং মেয়েটি ছেলেটির পিছনে লেগে থেকে কেন ভালোবাসা নিতে চায়??
:- দেখ জাহেদ তুই আমাকে জ্ঞান দিতে আসিস না , তুই এখান থেকে যা,আমার টা আমাকে বুঝতে দে..
:- বাহ, তুই নীলার প্রেমে এতোই পাগল হইলি??? আচ্ছা দেখ ওখানে নীলা একটা কালো ছেলের সাথে বসে আছে ছেলেটাকি তোর থেকে স্মার্ট?? না তোর থেকে স্মার্ট না.. তবে, ছেলেটার অনেক টাকা আছে, আর তোর কাছে নীলাকে খুশি করার মতো টাকা নাই নাই,এই হচ্ছে তোর আর ঐ ছেলে টির ব্যবধান..
:- দেখ দোস্ত.তুই এই বিষয় নিয়ে কথা বলিস না.আমি নীলাকে ভালোবাসি.(রহিম)
:- আচ্ছা দোস্ত দেখ.ঐ খানে নীলার পাশে যে ছেলেটি বসে আছে.ছেলেটি এই এলাকার ছেলে, ছেলেটির বাবার থেকে ব্যাক ভক্তি টাকা আছে.আর তুর থেকে আছে বুক ভরা ভালোবাসা. তুর এই ভালোবাসা নীলার কাছে কোন মুল্য নাই. নীলা ছেলেটিকে ভালোবাসে না.ভালোবাসে ছেলেটির বাবার টাকা কে?
:- দেখ জাহেদ? নীলা এই রখম মেয়ে না, যে ছেলেটির টাকাকে ভালোবাসবে!
:- রহিম, তুই এই খানে দাড়া আমি এক্টু নীলাকে বাজিয়ে আশি, তুই শুধু ছেয়ে ছেয়ে দেখবি. নীলা টাকা কে ভালোবাসে. নাকি তুকে ভালোবাসে? এই বলে আমি রহিমকে এডিয়ে. নীলার দিখে এগিয়ে জেতে শুরু করলাম. আমি নীলার সামনে আসতে, নীলা আমার উদ্দেশ্য মন্তব্য শুরু করলো?
:- আপনি কি আপনার বন্ধু হয়ে সুপারিশ করতে এসেছেন.(নীলা)
:- আরে না. আমি আপনাকে একটা খুশির খবর, সংবাদ দিতে এসেছি?(জাহেদ)
:- কি খুশী সংবাদ শুনি”(নীলা)
:- রহিম বৈশাখী মেলাই বিজয় ড্র তে ৫০ লক্ষ টা পেয়েছে “(আমি)
:-সত্যি””(নীলা)
:- আল্লাহ কচম.সত্যি “আমি চাই তুমি এই খুশীর সংবাদ টা রহিম কে গিয়ে দাও.. (জাহেদ)
:- আমি, বেচারা রহিমের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি.আমি জাই রহিমকে এই খুশীর খবর টা দিয়ে আসি..(নীলা) নীলা ৫০ লক্ষ টাকার কথা শুনে. রহিমের দিখে দৌড়ে গেছে.হাতে রাস্তাই পড়ে থাকা গোলাপ নিয়ে ভালোবাসার কথা বলার জন্য….
:- রহিম.আমি তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি. আসলে আমি তোমাকে ভালোবাসি. তার মাঝে একটা খুশীর খবর আছে. (নীলা)
:- কি খুশীর খবর ( রহিম)
:- তুমি বৈশাখী বিজয় পূর্নমিলনে ড্র পাইছ,৫০ লক্ষ টাকা.(নীলা)
:- আমি তো বৈশাখী বিজয় তে ড্র নি নাই.(রহিম)
:- তার মানে, তোমার বন্ধু জাহেদ মিথ্যা কথা বলেছে আমাকে…আজকের পর থেকে তুই আর আমার সামনে আসবি না.ছোট লোক, নীলা, রহিমের সাথে খারাপ কথা বলে ছলে যাচ্চে তার টাকা ওয়ালা কালো ব্যক্তির কাছে””
:- জাহেদ. তুই এই টা কি করলি. আমি তো আজকের পর থেকে নীলার সামনে আর আসতে পারবো না, তুই ক্যান মিথ্যা কথা বল্লি. (রহিম)
:- আমি এক বৃন্ধু পরিমান ও মিথ্যা বলি নাই, আমি শুধু তুকে দেখাইতে চেয়েছি, নীলা তুকে ভালোবাসে না. ভালোবাসে তুর ৫০ লক্ষ টাকে, তাই তুর এতো টাকা কথা শুনে দৌড়ে এসেছে তুর টাকার ভাগ নেওয়ার জন্য,(জাহিদ)
:- দোস্ত, আমি তো কোন বৈশাখী বিজয় মেলাতে ড্র নি নাই,(রহিম)
:- তুই বেশাখী মেলাই ড্র নিস নাই ঠিক আছে কিন্তু বাণিজ্য মেলাতে তো ড্র নিয়েছিস, তুর কপাল ভালো তাই ৫০ লক্ষ টাকার ড্র টা তুই পেয়েছিস,এখন থেকে তুই নীলার পিছনে ঘুরবিনা, দেখবি নীলা তুর পিছনে ঘুরবে,(জাহেদ)
আমার কথা শেষ না হতে নীলা পিছনে থেকে এসে মন্তব্য করলো,
:- আমি তোমার সম্পর্কে কিছুই না জেনে তোমার কাছে ছুটে এসেছি(নীলা)
:- দোস্ত, নীলা কে তুই সামলা আমি গেলাম”(জাহেদ)
:- সর্যি, আমার মাঝে তোমাকে ভালোবাসার সম্ভব না,(রহিম)
:-আমি তো তোমাকে ভালোবাসার জন্য ছুটে এসেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও,তোমাকে না বুঝে আমি অনেক খারাপ ব্যবহার করেছি”(নীলা)
:-তুমি আমাকে ভালোবাস না,
তুমি ভালোবেসেছ আমার টাকাকে, এতোদিন আমার থেকে টাকা ছিল না,তাই তোমার মাঝে আমার কোন মুল্য ছিলনা,এতোদিন তোমার মাঝে আমি ছোট্ট লোক ছিলাম,আসলে সত্যি কারের ছোট্ট লোক তোমাদের মতো কিছু মেয়েরা,যারা টাকার জন্য নিজে ভালো থাকার জন্য নিজে সন্তানকে ও জবাই দিতে পারে, আজ আমার থেকে টাকা আছে, তাই তোমার মাঝে আমাকে নিয়ে ভালোবাসা ফোটে উটেছে, ছোট্ট লোক কোথাকার?(রহিম) এই বলে রহিম সামনের দিখে এগিয়ে যেতে শুরু করলো,পিছন থেকে নীলা হাজারো মিথ্যা প্রেমের ভালোবাসা ছন্দপ্রকারণ বলে যাচ্ছে, আজ রহিমের ব্যাক ভরা টাকা আছে,সেই আনন্দ খুশীতে তার মিথ্যা ভালোবাসাকে ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করলো,
সমাপ্ত