ভালোবাসি তোকে

ভালোবাসি তোকে

–স্নিগ্ধা তোকে একটা কথা বলব?
–হুম বল
–না থাক।
–ঠিক আছে
— না বলি
— বল
–আমি না একজনকে ভালোবাসি
–ওহ এই কথা।এর জন্য এতো ভয় পাওয়ার কি আছে?
–জানিস মেয়েটা কে?
–না বললে জানব কিভাবে,,তা বল মেয়েটা কে?
–তুই,
–মানে কি? কবে থেকে?
–তোকে সেই প্রথমদিন থেকে ভালোবাসি খুব,তোর এই মায়াবি চেহারাটা দেখে প্রমে পরেছিলাম তোর
–দেখ নিলয় আমি তোকে শুধু আমার ভালো বন্ধু ভাবি এর থেকে বেশি কিছু না
–কিন্তু আমি যে তোকে আমার নিজের থেকে বেশি ভালোবাসি।
–এই কথা আর একবার আমাকে বললে আমি কিন্তু তোর সাথে আজীবনেও কথা বলব না।
,
(মনে মনে ভাবতেছি তাহলে ও আমাকে ভালোবাসে না, ও আমাকে ওর একজন ভালো বন্ধু ছাড়া কিছুই ভাবে না,
হয়ত আমার প্রতি ওর কোন অনুভূতি নাই,
আমি যে ওর আচরন দেখে মনে করেছিলাম ও আমাকে ভালোবাসে,
আমার মাথা হয়ত গেছে না হলে এমন ভাবনা মাথায় আসে কেন,)
,
–কিরে কি ভাবিস?
–ভাবতেছি তোকে রাগানো কত সহজ।(ভালোবাসার কথাটা ঘুরিয়ে)
–মানে(আশ্চর্য হয়ে)
–মানে হল এই যে তোকে ভালোবাসার কথা বললে তুই কত সহজেই রেগে যাস।আর গাধী আমি তো তোকে ভালোবাসি না সুধু একটু মজা করে দেখলাম।
–ও কিছু বলল না চুপ করে থাকল।
,
আমিও চুপ করে ওর পাশেই বসে আছি
কিছুক্ষন এভাবে থাকার পর
,
–সত্যিই কি তুই মজা করছিলি আমার সাথে?
–হ্যা(আগের কথা গুলো মনে করে মিথ্যা কথাটা বললাম।
–ওহ
,
আসুন পরিচয়টা দেই
আমি নিলয় আর যার সাথে কথা বলছিলাম ও স্নিগ্ধা। দুজনে একই সাথে পড়ালেখা করি।
,
বিকেলের আলোতে আর কিছুক্ষন বসে থেকে চলে আসলাম যার যার বাসাই,
আসার সময় ভাবতে লাগলাম আগের দিনের কথাগুলো,
ওর সাথে বন্ধুত্ব হয়েছিল ২ বছর আগে,প্রথম দেখাতেই ভালো লেগেছিল
তার পর থেকেই কথা বলা শুরু এবং এক পর্যায়ে বন্ধুত্বে রূপ নেয় সম্পর্কটি
বন্ধুত্বের মাঝেই ভালো লাগা থেকেই ভালোবেসে ফেলেছিলাম ওকে,খুব ভালোবাসতাম
কিন্তু কখনোই এ ব্যপারে কিছু বলিনি
যদি আমাকে খারাপ ভাবে এবং বন্ধুত্বটা নষ্ট করে এই ভয়ে,
,
চলতে চলতে বন্ধুত্বের দুই বছর পূর্ণ হল,
,
ইদানিং ওর ব্যবহার কেমন যেন লাগে আমার কাছে,
কোথাও যেতে হলে আমাকে সাথে যেতে হবে,
না হলে সে যাবে না, কখন কি করা যাবে
আর কখন কি করা যাবে না সব কিছু বলে দিবে,
ওর কোনো কথায় আমি রাগ করলে,
রাগ ভাঙায় আমার, এক কথায় যাকে বলে কেয়ার করা,
হ্যা মেয়েটা এখন আমার খুব কেয়ার করে,
ভেবেছিলাম ও হয়ত আমাকে ভালোবেসে ফেলেছে,
,
তাই আজ ওকে বলেই দিলাম যে আমি ওকে ভালোবাসি
(উপরের কথাগুলো)

কিন্তু আজ ওর কথা গুলো শুনে মনে হল ও
আমাকে শুধু বন্ধুই ভাবে এর থেকে বেশি কিছু না,
আমিও ওর মতই আজ থেকে শুধু বন্ধুই ভাববো,
আমার যতই কষ্ট হোক আমাকে এটা করতেই হবে
না হলে যে
,
ওকে সারাজিবনের জন্য হারাতে হবে
কিন্তু আমি যে পারব না স্নিগ্ধাকে না দেখে থাকতে,ওর সাথে কথা না বলে থাকতে,
এর থেকে ভালো দুজন বন্ধু হয়ে থাকি,
,
ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম
রাতে হালকা খাওয়াদাওয়া করে রুমে বসেই গান শুনতে লাগলাম
হঠাৎ করে ফোনে একটা মেসেজ আসল,
মেসেজ টা ওপেন করতেই আমার চোখ বড় বড় হয়ে গেল,
মেসেজ::–
গাধা একটা সামান্য কথা বলতে এতো ভয় পাস কেন?
আমি বাঘ না ভাল্লুক যে আমাকে ভয় পেতে হবে।
আর এতোদিন পর আজ কথা টা বলার পরেও আমার ঝাড়ি শুনে ভালোই মিথ্যা কথা বলে দিলি, আমি বললেই কি তোকে ছেড়ে চলে যাব নাকি,

আচ্ছা তুই কি বুঝস না আমি তোকে কত ভালোবাসি,
যার জন্য মেসেজ দিছি,,সেটা হল আজ তোর প্রপোজ করাটা ভালো হয়নি তাই এমন করছি,কাল কোন ভয় ছাড়া এবং আমার মনমত প্রপোজ

হলে রাজি হব না হলে আমাকে আর পাবি না,,
–তোর গাধী
,
মেসেজ পড়া শেষ হতেই মনে মনে ভাবলাম
অবশেষে ইহাকে আমি পাইলাম

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

সর্বাধিক পঠিত