অপ্রাপ্তির অপেক্ষায়

অপ্রাপ্তির অপেক্ষায়

[একদম সত্যি ঘটনা অবলম্বনে পরিমার্জিত রুপে ! আমার লিস্টের এক ছোট ভাইয়ের জীবনের টুকরো অথচ মূল্যবান অতীত ]
.
মেয়েটাকে প্রথম দেখেছিলাম ৭ম শ্রেণীর প্যারেডের সময় আমার পাশের লাইনেই ! অন্য মেয়েরা যেখানে স্কুল ড্রেস পড়ে এসেছিলো সেখানে ঐ মেয়েটা পড়ে এসেছিলো টিয়া কালারের ড্রেস ! মায়াবী মুখটা দেখে একটু মায়া পড়ে গিয়েছিলাম মনে হয় ! এরপর বন্ধুদের দিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারি মেয়েটার নাম স্মৃতি ! আমাদের স্কুলেই আমার নিচে পড়তো ! নামটা জানার পরই মেয়েটার উপর আগ্রহ বেড়ে গেলো । এরপর কোন না কোন ভাবে স্মৃতির সাথে কথা বলার চেষ্টা করতাম কিন্তু কেন যানি মেয়েটার সামনে গেলেই নিজেকে হারিয়ে ফেলতাম ! কিন্তু কিছু একটা বলতে চাইতাম মেয়েটাকে কিছুটা যে কি তা সেই সময় বুঝতাম না ! স্মৃতি যে কোচিংয়ে ভর্তি হয়েছিলো আমিও সেই কোচিংয়ে ভর্তি হই শুধু একটু বন্ধুত্ব করার জন্য একটু কথা বলার জন্য কিন্তু প্রতিবারই পেছনে চলে আসি । এইভাবে কিছু একটা বলবো বলবো করে ৪ টা মাস পেরিয়ে ঈদ চলে আসলো কিন্তু আমি আমার অনূভুতিটাকে প্রকাশ তো দূরে থাক ঈশারাই করতে পারি নি ! তবে স্মৃতিদের বাসা দেখে এসেছি এক বন্ধু কে সাথে নিয়ে গিয়ে ! ঈদের ছুটি দিয়ে দেওয়াতে মনটা খারাপ হয়ে গিয়েছিলো কারণ অনেক দিন তো স্মৃতিকে দেখা হবে না ! মনে হচ্ছিলো কিছু একটা চলে যাচ্ছে অনেক দূরে !
.
এরপর রোজা কাটিয়ে ঈদের পরের দিন এক বন্ধুর সাথে ওর আন্টির বাসায় গিয়েছিলাম বেড়াতে ।
আশ্চর্যে বিষয় হলো স্মৃতিদের বাসা আর ঐ ফ্রেন্ডের বাসা পাশাপাশি ! প্রায় একমাস হলো মেয়েটাকে দেখি নাই তাই স্বাভাবিক ভাবেই স্মৃতিকে দেখার জন্য অনেক ব্যাকুল হয়ে ছিলাম ! তাই বিকেলে ওদের বাসার একসাইডে গিয়ে দেখি স্মৃতি ! স্মৃতি আমায় দেখে সেদিন অবাক হয়েছিলো ! স্মৃতির ঘোর কাটিয়ে দুজনে একটু দূরে গিয়ে বসলাম ! মনে মনে ভাবছিলাম আজকেই সব বলে দিবো ! কিন্তু কেমন আছো পড়া শোনা কেমন চলছে ইত্যাদি ইত্যাদি অযৌতিক প্রশ্ন করা ছাড়া কিছুই বলতে পারছিলাম না ! একটা সময় স্মৃতি বিরক্ত হয়ে উঠেই যাচ্ছিলো আর তখনই সব বলে দিয়েছিলাম ! স্মৃতি সব বুঝতে পারছিলো আগে থেকেই তাই ও সাড়া দেয় ! এরপর থেকেই আমরা একসাথে চলতে শুরু করি । আমার খুব ভালো ভাবে মনে আছে স্মৃতি রাত জেগে কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানিয়ে এনে আমায় উপহার দিতো আর বলতো আমি যেন কখনোই তাকে ভুলে না যাই । ওর দেওয়া উপহারগুলো এখনো আমি যত্নসহকারে রেখে দিয়েছি !
.
এভাবে কিছুদিন যাওয়ার পর আমি একটা আংটি কিনলাম স্মৃতির জন্য । স্কুলে গিয়ে দেওয়ার সময় লক্ষ্য করলাম যে স্মৃতির অনেক পরিবর্তন হয়েছে হঠাত্‍ করেই ! কারণটা জিঙ্গাসা করতেই বললো ও নাকি আরেকজনকে পেয়েছে এবং সেই ছেলেটা নাকি আমার চেয়ে অনেক ভালো অনেক খেয়াল রাখে ওর । কথাগুলো শোনার পর আমার কথাগুলো জড়িয়ে আসছিলো ! অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন স্মৃতির আচমকা পরিবর্তন এর জন্য । আমিও সেদিন অনেক খারাপ কথা শুনিয়ে দিয়ে চলে আসি !
কিন্তু পরে এসে কষ্টটা বুঝতে পারি ! ও আমার সাথে যাই করুক না কেন আমি তো অনেক ভালোবেসেছি । ও হয়তো অন্যজনকে নিয়ে ভালোছিল কিন্তু আমি তো তা কখনোই পারছিলাম না । কিন্তু স্মৃতির এই হঠাত্‍ পরিবর্তন আমায় অনেক ভাবাচ্ছিলো এবং সন্দেহও হচ্ছিলো । তাই স্মৃতির এক বান্ধবীর কাছে থেকে আসল ঘটনাটা জানার জন্য অনুরোধের একপর্যায়ে আসল ঘটনাটা জানতে পারি ! ওর বান্ধবী ভাষ্য মতে স্মৃতির অন্য এক বান্ধবী নাকি আমায় পছন্দ করতো ঐ বান্ধবীটা যখন আমাদের সর্ম্পকের কথা জানতে পারে তখন স্মৃতির আম্মুকে গিয়ে সব বলে দেয় ! এরপর স্মৃতি ওর পরিবারের চাপেই হোক আর ওর বান্ধবীর জন্যেই হোক আমার সাথে সর্ম্পকটা নষ্ট করে !
.
কথাগুলো শুনার পর নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিলো কারণ মেয়েটাকে অনেক খারাপ কথা সেদিন শুনিয়ে ফেলেছিলাম ! কিন্তু ও তো একটু ধৈর্য্য ধরলেই পারতো ?
ও ওর বান্ধবীর জন্য আমায় উত্‍সর্গ করে দিলো ?
.
অনেক প্রশ্নের উত্তর পাই নি আমি । তখন ছোট ছিলাম হয়তো ঐগুলো আমার আবেগ ছিলো । হয়তো ভালোবাসার কিছু ই বুঝতাম না ! কিন্তু আমি ঐ আবেগকেই এখনও ভুলতে পারি নাই । গত কয়েকটা বছর ধরে আমি ঐ আবেগটাকে সেই অপ্রাপ্তিটাকে এখনো পুরোপুরিভাবে বয়ে বেড়াচ্ছি । হয়তো কয়েকটা রিলেশনে জড়াতে পারতাম তবে কখনো মনের গভীরতা থেকে এতটুকুও সার্পোট পাই নাই ! আমি এখনো আশায় থেকে নির্ঘুম রাত কাটাই কবে ফিরবে স্মৃতি ! আমি এখনো আমার স্বপ্নেও অপেক্ষায় থাকি কবে ঘুচবে আমার অপ্রাপ্তিটুকু ।
.
[ছেলেটার অনুরোধে নামগুলো গোপন রেখে ছদ্মনাম ব্যবহার করেছি ! ছেলেটাকে আপনারা মূল্যবান কিছু পরামর্শ দিবেন আশা করি ! তবে আমার পরামর্শ অতীত ভুলাটাই শ্রেয় হবে !]

গল্পের বিষয়:
ভালবাসা
DMCA.com Protection Status
loading...

Share This Post

আরও গল্প

সর্বাধিক পঠিত